Ration Card: এবার রেশন কার্ড থাকলেই হাতে আসবে মোটা টাকা। কেন্দ্র সরকারের এই স্কীম সম্বন্ধে জেনে নিন।

এখন Ration Card থাকলেই কেন্দ্র সরকারের তরফ থেকে পাবেন মোটা টাকা। ২০২৪ লোকসভা ভোটে জয়ী প্রার্থী হওয়ার পর এমনটাই উদ্যোগ নিলেন মোদি সরকার। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আম জনতার জন্য কোনো উদ্দ্যেগ গ্রহণেই খামতি রাখেননি। দেশের কন্যা সন্তানদের থেকে জন্য তিনি “বেটি পড়াও বেটি বাঁচাও” এর অধীনে একাধিক প্রকল্প রেখেছেন। এছাড়া আবাস যোজনা, সূর্য ঘর যোজনা থেকে একাধিক যোজনা তিনি করেছেন।

Free toilet for ration card holder

আজকের প্রতিবেদনে আমরা যে প্রকল্পটির কথা বলব সেখানে ব্যাক্তিরা মাত্র Ration Card এর মাধ্যমেই ১২,০০০ টাকা করে পেতে পারেন। তাহলে আর দেরি না করে জানা যাক কোন প্রকল্প সম্পর্কে আমরা এতক্ষণ আলোচনা করছি।

উক্ত যে প্রকল্পটির কথা আমরা আলোচনা করছি সেটি ভারত সরকারের স্বচ্ছ ভারত অভিযানের অন্তর্গত। স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে সরকার আবেদনকারীদের শৌচালয় নির্মাণ করে দেবেন। শৌচালয় নির্মাণ করা জন্য সরকারের তরফ থেকে ১২০০০ টাকা করে দেওয়া হবে। এখানে Ration Card জমা করলেই আপনারা টাকা পেতে পারেন।

 সুকন্যা সমৃদ্ধি যোজনা নতুন নিয়ম। সুকন্যা সমৃদ্ধি যোজনা ইন্টারেস্ট রেট।

সুবিধাভোগীদের জন্য মানদণ্ডতা

১) আবেদনকারী পরিবারকে বিপিএল Ration Card এর তালিকাভুক্ত পরিবার হতে হবে।
২) যেসকল পরিবারের জমি রয়েছে কিন্তু তারা অর্থের জন্য শৌচালয় বানাতে পারছেন না। তাদের টাকা দিয়ে সহায়তা করবে সরকার।
৩) যেসকল পরিবারে মহিলা সদস্য রয়েছেন অথচ কোনো শৌচালয় ব্যবস্থা নেই সেই সকল পরিবারকেও সরকার টাকা প্রদান করবেন।
৪) এছাড়া প্রান্তিক চাষী পরিবার, জমিহীন চাষী পরিবার, তপশিলি জাতি পরিবার এই ধরনের পরিবারগুলিকেও টাকা প্রদান করা হবে।

আবেদনের পদ্ধতি

১) টাকা প্রাপ্তির জন্য আবেদনকারীকে স্বচ্ছ ভারত মিশনের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
২) এর পর প্রার্থীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ করতে হবে। Application From for IHHL এ ক্লিক করে আপনারা আবেদন জানাতে পারবেন।
৩) যেকোনো ব্যাক্তি একবারই রেজিস্ট্রেশন করতে পারবেন। সুতরাং সঠিকভাবে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
৪) পরবর্তী পর্যায়ে New Application অপশনটিতে ক্লিক করে লগইন করতে হবে।

৫) ফর্ম ফিল এপি করার পর, সমস্ত ডকুমেন্টস সাবমিট করে দিতে হবে।
৬) সবশেষে ব্লক বা ডিস্ট্রিক অথরিটির তরফ থেকে ফিজিক্যাল ভেরিফিকেশন সম্পন্ন হলেই আপনারা অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে।
৭) আবেদন করার জন্য আবেদনকারীদের আধার কার্ড, ভোটের কার্ড, বিপিএল কার্ড, প্রতিবন্ধী হলে তার সার্টিফিকেট, মোবাইল নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস এর প্রয়োজন।
Written by Sathi Roy.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button