Divaa Credit Card – এই কার্ড থাকলে প্রত্যেক মহিলারা প্রতিমাসে 2.5 লাখ টাকা ইনকাম করতে পারবে। সাথে আরও অনেক সুযোগ সুবিধা মিলবে
উনিয়ন ব্যাংকের নাম নিশ্চয়ই শুনেছেন (Divaa Credit Card) বর্তমানে এটি খুবই নামকরা একটি ব্যাংক। বর্তমানে বিভিন্ন সরকারি বেসরকারি ব্যাংক গ্রাহকদের জন্য অনেক সুযোগ সুবিধা অফার করে থাকে। তেমনি এবার ইউনিয়ন ব্যাংক (Union Bank) মহিলাদের জন্য বিশেষ একটি ক্রেডিট কার্ড (Credit Card) চালু করার কথা ভেবেছেন। এই ক্রেডিট কার্ডটির নাম হলো ‘ডিভা’ ক্রেডিট কার্ড বা Divaa Credit Card.
Get 2.5 Lakh rs Per Month on Divaa Credit Card
‘ডিভা’ ক্রেডিট কার্ড বা Divaa Credit Card এর মাধ্যমে আপনি কি কি সুবিধা পাবেন? কারা আবেদন করতে পারবেন? কিভাবে আবেদন করবেন? জানুন বিস্তারিত এই প্রতিবেদনে। তো চলুন আর বেশি দেরি না করে এই কার্ড সম্পর্কে জেনে নেওয়া যাক।
- আবেদন যোগ্য ও আয়ের পরিমাণ
- বয়স সীমা
- আবেদন পদ্ধতি ও সুবিধা
- ইউনিয়ন ব্যাঙ্ক ডিভা ক্রেডিট কার্ডের চার্জ কত
আবেদন যোগ্য ও আয়ের পরিমাণ
‘ডিভা’ ক্রেডিট কার্ড বা Divaa Credit Card শুধুমাত্র মহিলা ব্রাকদের জন্যই প্রযোজ্য। ছেলেদের জন্য নয়। এই ক্রেডিট কার্ডটি পেতে একজন মহিলার প্রতিবছর ন্যূনতম আয় হতে হবে ২.৫ লক্ষ টাকা।
বয়স সীমা
যে সমস্ত মহিলাদের বয়স ১৮ থেকে ৭০ বছরের মধ্যে তারাই এই ‘ডিভা’ ক্রেডিট কার্ড বা Divaa Credit Card এর জন্য আবেদন করতে পারবেন। আর যদি কোন মহিলা বেতন ভোগী হয়ে থাকেন তাহলে তিনি ৬৫ বছর পর্যন্ত এই ডিভা ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন। মহিলারা বেতনভোগী হলে, তিনি 65 বছর বয়স পর্যন্ত এই ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন।
এই 5টি মিউচুয়াল ফান্ড বিগত 5 বছরে 35% রিটার্ন দিয়েছে। একবার বিনিয়োগ করলেই মালামাল হয়ে
আবেদন পদ্ধতি ও সুবিধা
এখন প্রশ্ন হচ্ছে একজন মহিলা কেন এই ডিভা ক্রেডিট কার্ডের জন্য আবেদন করবেন?
কি কি সুবিধা রয়েছে এই ডিভা ক্রেডিট কার্ডে? চলুন জেনে নেওয়া যাক
- বর্তমানে প্রত্যেকটি মহিলা অনলাইন শপিংয়ের প্রতি আকর্ষণীয় বোধ করেন। আর এই ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি অনলাইন মুভি শো বুকিং, আরবান ক্ল্যাপ, বিগ বাস্কেট, ফ্লিপকার্ট, মন্ত্র, নাইকা এবং অন্যান্য ব্র্যান্ডগুলির ডিসকাউন্ট ভাউচার অফার করে৷ ফলে একজন মহিলার কাছে এটি অনেক বড়ই সুবিধা।
- এই ‘ডিভা’ ক্রেডিট কার্ড বা Divaa Credit Card এ আপনি বছরে 8টি কমপ্লিমেন্টারি ডোমেস্টিক এয়ারপোর্ট লাউঞ্জ এবং 2টি কমপ্লিমেন্টারি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লাউঞ্জের সুবিধা পাবেন।
- এই ‘ডিভা’ ক্রেডিট কার্ড বা Divaa Credit Card এর সঙ্গে একটি বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার সুবিধাও আসে।
- এছাড়াও আপনি এই ক্রেডিট কার্ডের মাধ্যমে জ্বালানি কেনার উপর এক শতাংশ জ্বালানী সারচার্জের ছাড় পাবেন, প্রতি মাসে সর্বোচ্চ 100 টাকা পর্যন্ত।
- ডিভা ক্রেডিট কার্ডে খরচ করা প্রতি 100 টাকার জন্য আপনি 2টি পুরস্কার পাবেন।
সরকারি চাকরি ছাড়াই প্রতিমাসে 1 লাখ টাকা পেনশন পাবেন, শুধুমাত্র এইভাবে সঞ্চয় করুন।
ইউনিয়ন ব্যাঙ্ক ডিভা ক্রেডিট কার্ডের চার্জ কত
খুশির খবর ইউনিয়ন ব্যাংকের এই বিভাগ ‘ডিভা’ ক্রেডিট কার্ড বা Divaa Credit Card নেওয়ার জন্য কোনরকম ফ্রি দিতে হয় না তবে আপনাকে ৪৯৯ টাকার একটা বার্ষিক ফি দিতে হবে। সেইসাথে আপনি যদি একই আর্থিক বছরে ডিভা ক্রেডিট কার্ডে 30,000 টাকার বেশি খরচ করে থাকেন তাহলে আপনি 100 শতাংশই ছাড় পাবেন।
আপনি যদি ইউনিয়ন ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন আর আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে এই সুবিধা গুলো আপনার জন্য খুবই সাশ্রয়কর হবে। তাই আপনি এই ইউনিয়ন ‘ডিভা’ ক্রেডিট কার্ড বা Divaa Credit Card এর জন্য আবেদন করেই ফেলতে পারেন।