VIP Number VI

VIP Number VI – বিনামূল্যের এই সুযোগ হাতছাড়া করলে পস্তাবেন।

এবার চোখের নিমেষেই আপনিও হয়ে উঠবেন একজন ভিআইপি ব্যক্তি (VIP Number VI)। ব্যাপারটা কেমন শোনাচ্ছে তাই না? হয়তো ভাবছেন এটা আবার কিভাবে সম্ভব! এই অসম্ভব কাজটাই সম্ভব করছে দেশের তৃতীয় বৃহত্তম বেসরকারি টেলিকম সংস্থা ভোডাফোন আইডিয়া।

Advertisement

একজন ভিআইপি ব্যক্তির সিম বা নম্বর (VIP Number VI) আমার আপনার মত এত সাধারন নয়। তাতে থাকে বিশেষ কিছু অংক। যেগুলি দেখা যায় না সাধারণ মানুষের মোবাইল নম্বরে। এতদিন সাধারণ মানুষ ইচ্ছে থাকলেও অত্যধিক দামের কারণে বিশেষ বা মনের মত মোবাইল নম্বর কেনার সুযোগ পেতেন না।

আর যার ফলে বিশেষ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের কাছে দেখা যেত এই ‘ভিআইপি সিম কার্ড’। এইতো এবার এই স্বপ্ন সত্যি হতে চলেছে প্রত্যেকটি সাধারণ মানুষের। ইচ্ছুক গ্রাহকদের বিনামূল্যে ‘ভিআইপি নম্বর’ প্রদান করছে ভোডাফোন আইডিয়া (VIP Number VI)।

Ads

শীঘ্রই দেশে আরো বাড়বে মুদ্রাস্ফীতি! কি জানালো RBI?

ভিআইপি সিম পাওয়ার পদ্ধতি-
গ্রাহকদের আরো বেশি আকৃষ্ট করতে কোন রকম চার্জ ছাড়াই ভিআইপি নম্বর প্রদান করছে সংস্থা। আরো একটি চমকপ্রদ বিষয়, সিম পেতে যেতে হবে না বাড়ির বাইরে। সিম কেনার পুরো প্রক্রিয়াটি বাড়িতে বসে অনলাইনেই করতে হবে গ্রাহকদের। তার বদলে পাওয়া যাবে ফ্রি হোম ডেলিভারি। (VIP Number VI)

Advertisement

ভিআইপি সিম কেনার পদ্ধতি-
১) ইচ্ছুক গ্রাহকদের ভিআইপি নম্বর কেনার জন্য অবশ্যই প্রথমে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করতে হবে।
২) তারপরই বিনামূল্যে পছন্দমত ইউনিক নম্বর বাছাইয়ের অপশন দেখা যাবে।
৩) পরের ধাপে চটপট বেছে ফেলতে হবে পছন্দসই নম্বরটি। (VIP Number VI)

Advertisement

1 টাকার পুরাতন লাখ টাকায় কেনার জন্য বসে আছেন ক্রেতারা, আপনার স্পেসাল কয়েন বেচতে ক্লিক করুন

৪) এরপর ক্রেতাকে পোস্টপেইড বা প্রিপেইডের মধ্যে একটি অপশন বেছে নিতে হবে।
৫) তারপর নিজের বাড়ির ঠিকানা, পিন কোড ও মোবাইল নম্বর লিখতে হবে।
৬) শেষ ধাপে একটি OTP লিখতে হবে।
৭) এইভাবে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করার পর ভিআইপি সিমটি যথাশীঘ্র পৌঁছে দেওয়া হবে উক্ত ঠিকানায়।

Ads

দেখলেন তো কিভাবে আপনিও হয়ে উঠতে পারেন একজন ভিআইপি ব্যক্তি। তাহলে আর দেরি না করে মনের সাধ পূরণ করতে কিনে ফেলতে পারেন একটি ভিআইপি সিম। আর প্রতিদিন এমন নিত্যনতুন খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই পোর্টালটি।
Written by Manisha Basak.

পশ্চিমবঙ্গে ইন্টারভিউয়ের মাধ্যমে গ্রুপ সি পদে নিয়োগ

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *