Bhabishyat Credit Card: 5 লাখ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। এইভাবে আবেদন করুন

Bhabishyat Credit Card Scheme

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাধারণ মানুষের জন্য চালু করা জনকল্যাণকারী প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল ভবিষ্যত ক্রেডিট কার্ড (Bhabishyat Credit Card). বিশেষ করে যুবক-যুবতীদের স্বাবলম্বী করার স্বার্থে এই প্রকল্পটি পরিচালিত হয়। এই প্রকল্পটি আবার ভবিষ্যত ক্রেডিট কার্ড লোন নামেও পরিচিত। পশ্চিমবঙ্গ সরকার এই স্কিমের মাধ্যমে ৫ লাখ টাকা ঋণ দিচ্ছে। আসুন জেনে নেওয়া যাক এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত।

Bhabishyat Credit Card Loan Scheme

পশ্চিমবঙ্গের অনেক যুবক-যুবতীরা আছেন যারা নিজের ব্যবসা শুরু করতে চাইছেন, বা উচ্চশিক্ষা করতে চাইছেন কিন্তু টাকার অভাবে পিছিয়ে পড়ছেন, তাঁরা রাজ্য সরকারের এই স্কিমের সাহায্য নিয়ে নিজেদের ব্যবসা শুরু করতে পারেন বা পছন্দের বিষয় নিয়ে পড়াশোনা করতে পারেন। আর তার দ্বারা সফল হতে পারেন।নিজেদের জীবনের নতুন দিশা খুঁজে নিতে পারেন। এই স্কিমের মাধ্যমে আপনারা ৫ লাখ টাকা পাবেন।

২০১১ সালে প্রথম মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) প্রায় ৮০ টিরও বেশি জনমুখী প্রকল্প (Government Scheme) চালু করেছেন। যার মধ্যে উল্লেখযোগ্য কন্যাশ্রী, যুবশ্রী, রুপশ্রী, লক্ষ্মীর ভান্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, সবুজ সাথী, ইত্যাদি। তবে আজ আমাদের আলোচনার বিষয় ভবিষ্যত ক্রেডিট কার্ড প্রকল্প।

Benefits Of Bhabishyat Credit Card Scheme

  • এই প্রকল্পটিতে ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যায়।
  • এই প্রকল্পে ঋণের উপর ২৫ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়া হয়।
  • এই লোনের ক্ষেত্রে কোন রকম গ্যারান্টার লাগে না।
  • এই প্রকল্পে রাজ্য সরকার নিজেই ১০% গ্যারেন্টার। আর বাকি ৯০% কাজ করে TRUST FUND FOR MSME.

আরও পড়ুন: ব্যবসা করতে 20 লাখ টাকা দিচ্ছে মোদি সরকার। মুদ্রা যোজনায় আবেদন করার সহজ পদ্ধতি জেনে নিন

Bhabishyat Credit Card Scheme Eligibility

  • এই প্রকল্পে আবেদন জানানোর জন্য ব্যক্তিকে গত ১০ বছর ধরে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • আবেদনরত ব্যক্তির সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে বয়স হতে হবে।
  • যে কোনো পরিবার থেকে একজন সদস্যই এই স্কিমে সুবিধা পাওয়ার যোগ্য।

Bhabishyat Credit Card Scheme Application

  • এই প্রকল্পে আবেদন করতে হলে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে।
  • হোমপেজের ওপর Apply বটনে ক্লিক করতে হবে।
  • তারপর রেজিস্ট্রেশন করে নিতে হবে।
  • এখানে আপনি নিজের পুরো নাম, ইমেইল আইডি, ফোন নাম্বার এবং পাসওয়ার্ড বসান।
  • আপনার মোবাইল যে ওটিপি আসবে সেটিকে বসান।
  • রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর পাবেন আবেদনের ফর্ম। সমস্ত তথ্য সঠিকভাবে উল্লেখ করে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করুন।
  • সব নথি আপলোড করুন।
  • তারপর জমা করে দিন আপনার আবেদন।

আরও পড়ুন: লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে আজকের বৈঠকে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা। পুজোর আগেই লক্ষ্মীর ভান্ডারে ১৫০০ ও ১৮০০ টাকা করে দেবে?

উপসংহার

আবেদন জমা দেওয়ার পর সরকারি পক্ষ থেকে সেটি স্ক্রুটিনি অথবা যাচাই-বাছাই করা হবে। যদি আপনার আবেদন অনুমোদিত হয়, তবে পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যাবে। এই প্রকল্প রাজ্যের বহু যুবক যুবতীদের জীবন গড়ে দিয়েছে। আগামী দিনেও অনেকেই উপকৃত হবে বলে ধারণা করা হচ্ছে।

Related Articles

Back to top button