একজন ব্যক্তি যত পরিমাণ টাকা উপার্জন করুক না কেন (Bajaj Finserv Personal Loan) অনেক সময় হঠাৎ প্রয়োজনে টাকার দরকার হয়। যদিও প্রত্যেক ব্যক্তি তাদের উপার্জনের টাকার কিছুটা অংশ ব্যাংকে ফিক্সড করে রাখেন ভবিষ্যতের কথা চিন্তা করে। যাতে তার থেকে মোটা অংকের রিটার্ন পাওয়া যায়। কিন্ত হঠাৎ কোনো প্রয়োজনে অনেক টাকার একসঙ্গে দরকার পড়লে সেই টাকা দ্রুত জোগাড় করা সম্ভব হয়না।
Get Instant Loan Bajaj Finserv Personal Loan
অনেকেই সেই অবস্থায় মানসিকভাবে ভেঙে পড়েন। এদিকে ব্যাংকে করা ফিক্সড ডিপোজিট থেকেও টাকা তোলা সম্ভব নয় নির্দিষ্ট মেয়াদের আগে। এই অবস্থায় অনেকেই লোনের কথা চিন্তা করে। কিন্ত লোন পেতে গেলেও অনেকটা নিয়ম ও সময়ের ব্যাপার। তাই সেইদিক থেকেও পিছিয়ে আসেন (Bajaj Finserv Personal Loan).
কিন্ত বর্তমানে আমরা এই ঋণ নিয়েই একটি সুখবর দিতে চলেছি। আচমকা প্রয়োজনে আপনি মাত্র ৫ মিনিটেই লোন পেতে পারেন। এই ইনস্ট্যান্ট লোন দিচ্ছে অনেক ব্যাংক। তারমধ্যে বাজাজ ফাইন্যান্স দিচ্ছে দারুন সুযোগ (Bajaj Finserv Personal Loan). মাত্র ৫ মিনিটেই আপনি লোন পেয়ে যেতে পারবেন।
আর এই Bajaj Finserv Personal Loan এর জন্য আপনার মাত্র দুটি নথি প্রয়োজন হবে। আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হবে বাজাজ ফাইন্যান্স কত পরিমান লোন দিচ্ছে এবং সেটির পরিশোধ কাল কত? সুদের হার কত ? এই সম্পর্কিত বিভিন্ন তথ্য জানতে সম্পূর্ণ প্রতিবেদন যে মনোযোগ সহকারে পড়ুন।
বাজাজ ফাইন্যান্সের তরফ থেকে আপনি যে কোনো কারণেই লোন পেতে পারেন। যেমন পড়াশোনা, ব্যবসা, বিবাহ, গাড়ি কেনা, বাড়ি কেনা বা চিকিৎসা ইত্যাদি যে কোনো ধরনের লোন নিতে পারেন। শুধু তাই নয়, আপনি অনলাইনে বাড়িতে বসেই এই লোনের জন্য আবেদন করতে পারবেন (Bajaj Finserv Personal Loan).
লোনের পরিমাণ
আপনি Bajaj Finserv Personal Loan তথা বাজাজ ফাইন্যান্স থেকে সর্বোচ্চ ৩৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন।
পরিশোধের মেয়াদকাল
আপনাকে এই Bajaj Finserv Personal Loan তথা বাজাজ ফাইন্যান্স লোন পরিশোধের জন্য ১২ মাস থেকে ৬০ মাস পর্যন্ত সময় দেওয়া হবে। এছাড়া প্রসেসিং চার্জ হিসেবে এক শতাংশ কেটে নেওয়া হবে।
লোনের সুবিধা
- বাজাজ ফাইন্যান্স থেকে লোন নেওয়ার অনেক সুবিধা রয়েছে যেমন আপনাকে ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়াতে হবেনা। আপনি বাড়িতে বসেই অনলাইনে আবেদন করতে পারবেন।
- বাজাজ ফাইন্যান্স থেকে লোন নিতে গেলে কোনো গ্যারেন্টার লাগে না।
- অনেকটা সময় পাচ্ছেন ঋণের পরিশোধের জন্য। যেটা অনেক ব্যাংক দিয়ে থাকে না।
- গ্রাহকের সুবিধার কথা চিন্তা করে বাজাজ ফাইন্যান্স একসঙ্গে অনেকগুলো টাকা লোন পাচ্ছেন।
সুদের পরিমাণ
বাজাজ ফাইন্যান্স বিভিন্ন প্রয়োজনে লোনের ক্ষেত্রে বিভিন্ন সুদের হার রেখেছে। যেমন Marriage Loan বা বিবাহের জন্য লোনের ক্ষেত্রে বার্ষিক সুদের হার ১৩%. যদি বাজাজ ফাইন্যান্স Credit Card থাকে, তবে সেখান থেকে Loan নিলে বার্ষিক সুদের হার ৩.৯৯%.
কোনো রকম Medical Emergency বাবদ Loan নিলে বার্ষিক সুদের হার ১১%.
লোন পাওয়ার যোগ্যতা
- বাজাজ ফাইন্যান্স অনলাইন লোন পেতে গেলে আপনাকে ভারতের একজন স্থায়ী নাগরিক হতে হবে।
- কেবল বাজাজ কোম্পানির কাস্টমাররাই এই লোন নিতে পারবেন।
- ঋন গ্রহীতার অবশ্যই নিজস্ব একটি স্থায়ী আয়ের উৎস থাকতে হবে।
- ঋণ গ্ৰহীতার বয়স হতে হবে ২৪ থেকে ৭২ বছরের মধ্যে।
প্রয়োজনীয় নথিসমূহ
এই Bajaj Finserv Personal Loan বা পার্সোনাল লোন নিতে গেলে যে সমস্ত নথি প্রয়োজন হবে সেগুলি হল
- পরিচয়ের যে কোন একটি প্রমাণ, Passport, Voter ID Card, PAN Card, Aadhaar Card, Driving License.
- স্থায়ী ঠিকানার একটি প্রমাণ।
- এক কপি পাসপোর্ট সাইজের ছবি।
- বাজাজ ফাইন্যান্স ব্যাংকের পাস বই।
- আয়ের প্রমান হিসেবে কর্মক্ষেত্র থেকে শেষ তিন বছরের বেতনের রশিদ এবং এক বছরের জন্য ফর্ম ১৬।
আবেদন পদ্ধতি
এই বাজাজ ফাইন্যান্স পার্সোনাল লোন তথা Bajaj Finserv Personal Loan নেওয়ার জন্য সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে।
- প্রথমে বাজাজ ফিনসার্ভের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- দ্বিতীয়, হোম পেজের উপর Personal Loan নামক একটি অপশন দেখতে পাবেন সেটিতে ক্লিক করুন।
- পার্সোনাল লোন ক্লিক করার পরে আরো কিছু সাব অপশন আসবে। যেগুলো হলো Home Loan, Car Loan, Gold Loan, Educational Loan, Marraige Loan ইত্যাদি। মধ্য থেকে আপনার প্রয়োজনীয় অপশনটি নির্বাচন করুন।
- এরপর Apply Now বাটনে ক্লিক করুন।
- এরপর অ্যাপ্লিকেশন ফ্রম আসবে। সেখানে নিজের সমস্ত কিছু প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি সঠিকভাবে পূরণ করুন।
- এখানে আপনার নাম, ইমেইল আইডি, মোবাইল নাম্বার, আপনার পিন কোড অর্থাৎ পোস্টাল কোড, এবং শহর ও জেলা ইত্যাদি নির্বাচন করুন।
- তারপর এরপর লোন সংক্রান্ত বিভিন্ন তথ্য, যেমন কোন কারণে লোন নিচ্ছেন, কত সময়ের মেয়াদে তা শোধ করবেন ইত্যাদি সঠিকভাবে লিখুন।
- সবশেষে মতি আপলোড করে সাবমিট অপশনে ক্লিক করুন তাহলেই অ্যাপ্লিকেশন প্রক্রিয়া সম্পন্ন হবে।
আপনি বাজাজ ফাইন্যান্স থেকে খুব সহজেই ৫ মিনিটেই অনলাইনে মাধ্যমে লোন পেয়ে যেতে পারেন। সংক্রান্ত বিষয়ে যদি আরো কিছু জিজ্ঞাসা থাকে আপনার নিকটবর্তী বাজাজ ফাইন্যান্স ব্রাঞ্চে যোগাযোগ করতে পারেন (Bajaj Finserv Personal Loan)
মাসিক আয় ২০ হাজার টাকা হলে, ১ কোটি টাকা জমাতে কিভাবে বিনিয়োগ করবেন, জেনে নিন।
তবে লোন নেওয়ার আগে নিজের আয়ের পরিমাণ দেখে তবে লোন নেবেন। কারণ যে কোন ব্যাপারে লোন নেওয়া একটা ঝুঁকিপূর্ণ ব্যাপার। লোন নিয়ে পরিশোধ করার একটা ঝুঁকি থাকে। তাই অযাচিত প্রয়োজনের লোন না নিয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজনেই লোন নিন (Bajaj Finserv Personal Loan).