Personal Loan – ব্যক্তিগত ঋণ কিভাবে নেবেন? পার্সোনাল লোন সুদের হার ও নিয়ম জেনে নিন
পার্সোনাল লোন নেওয়ার আগে এই নিয়মগুলি জেনে নিন।
আপনার যদি হঠাৎ করে কখনও টাকার দরকার হয় আপনি ব্যক্তিগত ঋণ বা পার্সোনাল লোন (Personal Loan) ভাববেন। আপনি হয়তো কোনো ব্যাংক থেকে লোন নেবেন বলে ঠিক করেছেন। তবে লোন নেওয়ার আগে আগে জেনে নিন বিশেষ কিছু কথা। নাহলে লোন নিতে গিয়ে আপনাকে ঠকতে হবে। আসলে কখনও সখনও জরুরী টাকার দরকার পড়লে আমাদের ব্যাংক থেকে লোন নিতে হয়। তবে অনেকেই মনে করেন ব্যাংক লোন নেওয়া আসলে ঝক্কি। লোন নেওয়ার পর আপনাকে নানান অসুবিধার সম্মুখীন হতে হয়। আর সেই কারণে অনেকে ব্যাংক লোন নিতে অনিচ্ছুক থেকে থাকেন।
Personal Loan Rules
আপনি যদি পার্সোনাল লোন সম্পর্কে জেনে নিয়ে ব্যাংক ঋণ, ব্যাক্তিগত লোন তথা Personal Loan নিতে যান আর কোন অসুবিধায় পড়তে হবে না, আর আপনিও লোন পাবেন সহজে। পার্সোনাল লোন নেওয়ার ক্ষেত্রে আপনাকে কোন বিষয়গুলি মাথায় রাখা জরুরী? আজকের প্রতিবেদনে সেই নিয়ে কথা বলা যাক। পার্সোনাল লোন সম্পর্কে জেনে রাখলে আপনিই উপকার পাবেন। আর যে কোন ধরণের ঋণ নেওয়ার আগে আপনাদের সেই সম্পর্কে সমস্ত তথ্য আগের থেকে জেনে নিতে হবে।পার্সোনাল লোন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা
যেহেতু ব্যাংক থেকে সহজ এবং সুবিধাজনক শর্তে পার্সোনাল পান গ্রাহকরা তাই বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ব্যাংক থেকে লোন সংগ্রহ করছেন। এই লোন বিভিন্ন ধরনের হয়ে থাকে। উদাহরণস্বরূপ বলা যায়, বাড়ি তৈরি, গাড়ি কেনা, পড়াশোনা, ব্যবসা, চিকিৎসা, বিবাহ, যে কোনো প্রয়োজনের জন্যই এই পার্সোনাল লোন নিতে পারি আমরা। কিন্তু তার জন্যও নির্দিষ্ট যোগ্যতা থাকতে হবে। নাহলে ব্যাংক কিন্তু কিছুতেই আপনাকে লোন দেবে না। এক্ষেত্রে কিছু বিষয় আপনার আগে থেকে জেনে রাখা জরুরী।
লোন নেওয়ার আগে যে যে বিষয় জানা জরুরী
১) পার্সোনাল লোন নিতে গেলে প্রথমে চেক করা হবে আপনার ইনকাম। আপনি যদি মাসিক ৩০ হাজার টাকা ইনকাম করেন, তাহলে ব্যাংক জানবে যে আপনি সময় মতো লোন পরিশোধ করতে পারবেন। সেক্ষেত্রে আপনি জটিলতা ছাড়াই ব্যাংক থেকে লোন পেয়ে যাবেন। ২) এরপর চেক করা হবে আপনার বয়স। যদি কোনো গ্রাহকের বয়স ২১ থেকে ৬০ বছর বয়সের মধ্যে হয়ে থাকে তবেই ব্যাংক তাকে লোন দিয়ে দেবে। ৩) আর লোন নেওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল সিবিল স্কোর। পার্সোনাল লোন নিতে সবচেয়ে দরকার লাগে এটি। যদি আপনার সিবিল স্কোর ৭৫০ এর বেশি হয় তাহলে চিহ্নিত করা হয় যে, আপনি একজন বিশ্বাসযোগ্য ঋণ গ্রাহক। আপনি ঋণ খেলাপি করেননি কোন দিন। তাই আপনি সহজেই লোন পেয়ে যাবেন।
আধার কার্ড মেটাবে টাকার প্রয়োজন! মাত্র 5 মিনিটে মিলবে 5 লাখ টাকা লোন পেতে আবেদন করুন।
একজন ভালো সিবিল স্কোর থাকা ব্যক্তিদের ব্যাংক নিজে পার্সোনাল লোন কিংবা অন্য লোন অফার করে। ৪) বর্তমানে ব্যাংক থেকে ঋণ পাওয়া সহজ বলে অনেকেই আছেন যারা তেমন কোনো কারণ ছাড়াই মাঝেমধ্যে ঋণ নেন। মনে রাখবেন, কিন্তু এমনটা করলে আপনার ঋণের বোঝা ক্রমাগত বাড়তে থাকবে। আর পরে ঋণ পরিশোধের সময়ে পড়বেন বিপদে। তাই ঋণ নেওয়ার আগে অবশ্যই ভালোভাবে চিন্তাভাবনা করে নিন। যদি তুলনা মূলক ছোটখাটো দরকার থাকে তাহলে আপনি বাইরে থেকে ধার করে নিতে পারেন। আর যদি খুব দরকার হয়ে থাকে তাহলে পার্সোনাল লোনের জন্য আবেদন করুন।