Best LIC Investment Plan

Best LIC Investment Plan – দেখে নিন এই মানিব্যাক প্ল্যান সম্বন্ধে বিস্তারিত তথ্য।

দেশে নানান ব্যাংক পোস্ট অফিস বা অন্যান্য বিমা সংস্থা থাকলেও এখনো মানুষ ভরসা করেন এলআইসি-র (Best LIC Investment Plan) ওপর। স্বাধীনতার পর থেকে লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া একাধিক স্কিমের মাধ্যমে রক্ষা করে চলেছে ভারতীয় নাগরিকদের জীবনযাত্রা। আর এলআইসি তার ট্যাগ লাইনের মাধ্যমে এটাই এত বছর ধরে বুঝিয়ে এসেছেন ভারতীয় নাগরিকদের।

Advertisement

তবে শুধুমাত্র বড়দের জন্য নয়, অনেকেই হয়তো জানেন না বাড়ির খুদের সদস্যদের জন্য রয়েছে আকর্ষণীয় স্কিম (Best LIC Investment Plan)। এমনই একটি স্কিম হল LIC Children Money Back Plan। দেখুন তাহলে জেনে নেওয়া যাক স্কিম সম্বন্ধিত বিস্তারিত তথ্য।

এবার থেকে প্রতি 3 মাস অন্তর হবে প্রোমোশন এবং বেতন বৃদ্ধি

এলআইসি চিল্ড্রেন মানি ব্যাক প্ল্যান-
এই স্কিমটির মাধ্যমে একসাথে বিপুল পরিমাণ টাকা রিটার্ন পেতে পারবেন। মোট ২৫ বছরের জন্য কেনা যেতে পারে এই পলিসি (Best LIC Investment Plan)। মোট চারটি ধাপে আপনি পাবেন পুরো রিটার্ন।
সন্তানের বয়স অনুযায়ী রিটার্ন পাওয়ার পদ্ধতি-
১) সন্তানের ১৮ বছর বয়স হলে প্রথমবার পাওয়া যাবে মানিব্যাক অর্থাৎ পলিসি অনুযায়ী নির্ধারিত ২০ শতাংশ টাকা।

Ads

২) সন্তানের ২০ বছর বয়স হলে দ্বিতীয়বার পাওয়া যাবে মানিব্যাক অর্থাৎ পলিসি অনুযায়ী নির্ধারিত ২০ শতাংশ টাকা। (Best LIC Investment Plan)
৩) সন্তানের ২২ বছর বয়স হলে তৃতীয়বার পাওয়া যাবে মানিব্যাক অর্থাৎ পলিসি অনুযায়ী নির্ধারিত ২০ শতাংশ টাকা।
৪) মেয়াদপূর্তির সময় অর্থাৎ সন্তানের বয়স ২৫ বছর হলে পাওয়া যাবে বাকি ৪০ শতাংশ টাকা।

Advertisement

ব্যাংক একাউন্টে টাকা না থাকলেও ১০ হাজার টাকা তুলতে পারবেন, কিভাবে, জানুন গোপন পদ্ধতি

স্কিমটির বৈশিষ্ট্য-
১) চিলড্রেন মানিব্যাক প্ল্যান কেনার জন্য সন্তানের বয়স হতে হবে ১২ বছরের মধ্যে।
২) এক্ষেত্রে বিনিয়োগের সর্বনিম্ন পরিমাণ ১ লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিনিয়োগ থেকে রিটার্নের পরিমাণ- (Best LIC Investment Plan)
এই স্কিমে প্রতিদিন মাত্র ১৫০ টাকা করে বিনিয়োগ করলে বার্ষিক ৫৫ হাজার টাকা মিলবে। যেটি ২৫ বছর পর হয়ে দাঁড়াবে ১৪ লক্ষ টাকা। মেয়াদ পূর্তির পর এই টাকা গিয়ে দাঁড়াবে ১৯ লক্ষ টাকায়। পলিসি হোল্ডারের মৃত্যুর ক্ষেত্রে আপনি মেয়াদপূর্তিতে সুদের সাথে পুরো জমার পরিমাণ পাবেন।

Advertisement

তাহলে আর দেরি না করে এখনই আপনার ছোট্ট সন্তানের ভবিষ্যতের জন্য প্ল্যান করতে শুরু করুন আর বিনিয়োগ করুন এলআইসির চিল্ড্রেন মানি ব্যাক প্ল্যান পলিসিতে।
প্রতিদিন আরো নিত্যনতুন খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manisha Basak.

Ads

প্রকাশিত হল টেট পরীক্ষার বিজ্ঞপ্তি, জানুন নিয়োগ সংক্রান্ত তথ্য

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *