GK Questions : বলুন তো চানাচুরের ইংরাজি নাম কি? ৯৯% লোক ভুল করবে, Latest News!

GK Questions : এই সহজ উত্তরটি বেশিরভাগ মানুষই জানেন না, জানতে হলে পড়ুন বিস্তারিত

বাঙালি থেকে অবাঙালি সকলেই পছন্দ করেন চানাচুর খেতে (GK Questions)। চায়ের সাথে মুড়ি -চানাচুর মাখিয়ে হোক, আলাদাভাবে সন্ধ্যা হলেই আসর জমে যায় চানাচুরের সাথেই। তবে জানেন কি চানাচুরের হিন্দি এবং ইংরেজি নাম
বর্তমানে বিভিন্ন স্বাদের চানাচুর বাজারে পাওয়া যায় ৷ বিশেষত চানাচুর বেসন দিয়ে তৈরি হয়৷ বেসন দিয়ে তৈরী বিভিন্ন রকম আকার বানিয়ে, তেলে ভেজে নিয়ে তার উপর মশলা ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যায় সুস্বাদু চানাচুর৷

আরও পড়ুন, সপ্তাহে ক’বার মিলনে পাবেন সুখী দাম্পত্য? না জানলে এখনই জানুন

তবে শুধু মুড়ি বা চিড়ের সাথে নয় অনেকে পেয়াজ, লঙ্কা, টমেটো কুচি করে সাথে আম তেল দিয়ে চানাচুর মেখে খেয়ে সেই স্বাদ নিয়ে থাকেন (GK Questions)। আজকাল বাজারে ভিন্ন স্বাদের যেসব চানাচুর পাওয়া যায়, তাতে কিসমিস, বাদাম, অন্যান্য মশলা দিয়ে তৈরী করা থাকে।

দামের উপর ভিত্তি করে চানাচুরের গুণমান বিচার করা হয়। শুধুমাত্র বাড়ির সদস্যদের সাথে আড্ডা জমাতে নয়, অতিথি আপ্যায়নের জন্য ব্যবহার করা হয় চানাচুর (GK Questions)। মিষ্টি থেকে নোনতা সব স্বাদের চানাচুর পাওয়া যায়। জিভের স্বাদ বদল করতে হলে ইচ্ছে মতো খাওয়াই যায়।

তবে জানেন কি চানাচুরের হিন্দি এবং ইংরেজি নাম? শতবার চিন্তা করলেও অনেকে এই নাম বলতে পারেন না (GK Questions)। তবে হিন্দি নাম বলতে গেলে অনেকে মিক্সচার বলে থাকেন। কিন্তু আদতে এটি চানাচুরের হিন্দি নাম নয়। তাহলে কি হতে পারে?

চানাচুরের হিন্দি নাম হলো নমকিন (namkeen)। এছাড়া চানাচুরের ইংরেজি নাম হল মিক্সড স্যাভোরি স্ন্যাক ( mixed savoury snack)৷ তাহলে জেনে নিলেন তো? এরকমই সব খবরের নতুন আপডেট পেতে হলে অবশ্যই ফলো করুন এই ওয়েবসাইটটি (GK Questions)। অন্যান্য খবর জানতে হলে চোখ রাখতে ভুলবেন না এই ওয়েবসাইটে।
Written by Manika Basak

আরও পড়ুন, অফুরন্ত ফ্রি কল ও ইন্টারনেট দিচ্ছে বিএসএনএল, একটি টাকাও লাগবেনা, দেখুন কিভাবে পাবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button