সোনার দামে ওঠা পড়া লেগেই আছে। কখনো সোনার দাম (Gold Price) কমছে তো কখনো সোনার দাম বাড়ছে। আর এভাবেই দিনের পর দিন ধরে মধ্যবিত্তের নজর রয়েছে স্বর্ণ ধাতুর দামের দিকে। দুর্গাপুজো, দীপাবলির মরশুমে প্রতিবছর সোনার চাহিদা লাফিয়ে বাড়ে। কারণ এই সময় অনেকেই সোনার গয়না কিনে থাকেন।
আবার উৎসবের মরশুম পেরিয়ে গেলেই সামনে আসছে বিবাহ পর্ব। বিয়েবাড়ির জন্য সোনার চাহিদা আবার বাড়বে। সব মিলিয়ে সোনার দাম (Gold Price) কত হল, তা সোনার চাহিদার উপর প্রভাব ফেলে। এদিকে পুজোর আগে সোনার দামে বিরাট বদল নজরে আসছে। অনেকটাই সস্তা হল স্বর্ণ ধাতু।
অবিশ্বাস্য! কলকাতায় সবচেয়ে হলো সোনা! 24 ক্যারেট সোনার নতুন দাম জানলে আপনিও চমকাতে বাধ্য
Gold Price 2024 New Update
বাঙালির প্রিয় ধাতু সোনা মাঝেমধ্যেই আকাশ ছোঁয়া পর্যায়ে পৌঁছে যাচ্ছে। আর তখন সোনার দাম (Gold Price) দেখে চোখ কপালে উঠছে সবার। এর মধ্যে, সোনার দামে বেশ কিছু রকম ভেদ দেখা গিয়েছে। সোনার দাম বৃদ্ধি অথবা কম সোনার চাহিদার উপর প্রভাব ফেলছে। বাড়ির জন্য, নিজেদের শখে ও স্বাচ্ছন্দ্যে, বিনিয়োগের জন্য কিংবা অন্য কোন স্বার্থে সোনা কিনে জমিয়ে রাখেন সবাই।
মাঝেমধ্যে সোনার দাম এতটাই কমছে যে, সোনা কিনে জমিয়ে রাখার প্রবণতাও বাড়ছে। আবার পরক্ষণে সোনার দাম বেড়ে গেলে সেই সঙ্গে সোনার চাহিদা কমে যাচ্ছে। বর্তমানের বাজার দর বলছে, বাজারে সোনার দাম অনেকটা কমেছে। তাই এখনই সুযোগ সোনা কিনে রাখার। কারণ ভবিষ্যতে আবার দাম বেড়ে গেলে তখন আফসোস করতে হবে। তাই আর দেরি না করে শীঘ্রই সোনা কিনে বাড়িতে আনুন। উৎসব মরশুমে স্বর্ণ ধাতু উজ্জ্বলতা বয়ে আনে।
সোনার দামে উলটপুরান! এই ৩ কারণে আগামী মাসে লাফিয়ে বাড়বে সোনার দাম! চিন্তায় গ্রাহকরা
Gold Price Today New Update
এখন আপনাদের নিশ্চয়ই মনে হচ্ছে, সোনার দাম কত হয়েছে? কত টাকায় বিক্রি হচ্ছে সোনা? তার একটি হিসেব রইল আজকের এই প্রতিবেদন। তাই আপনারা যারা সোনা কিনবেন বলে ঠিক করেছেন তাঁরা আর বিন্দুমাত্র বিলম্ব না করে চটপট বাড়িতে নিয়ে আসুন পছন্দের সোনার গয়না। গত শনিবার থেকে সোনার দামের নিম্নমুখীতা লক্ষ্য করা যাচ্ছে। কত হয়েছে সোনা ও রুপোর দাম? আসুন সেটাই এক নজরে দেখে নেওয়া যাক।
শনিবার দিন শহর কলকাতায় ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম হলো ৭৫,১২০ টাকা। যা গত দিনের থেকে বেড়েছে মাত্র ১০ টাকা। অন্যদিকে, এক কিলো রুপোর দাম হয়েছে ৯২,৬০০ টাকা। হিসেব বলছে, শুক্রবারের থেকে যা বেড়েছে মাত্র ১০০ টাকা। ২৪ ক্যারেটের মতো ২২ ক্যারেটের ক্ষেত্রেও বদল লক্ষ্য করা যাচ্ছে।
২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম হলো ৬৮,৮৬০ টাকা। হিসেব বলছে, গত দিনের থেকে দাম বেড়েছে মাত্র ১০ টাকা। ভারতবর্ষের অন্যান্য গুরুত্বপূর্ণ শহর মুম্বই, হায়দরাবাদ, বেঙ্গালুরু, চেন্নাইয়ে একই দরে বিক্রি হচ্ছে সোনা।
শুধুমাত্র শনিবারের হিসেব থেকে জানা যায়, রাজধানী দিল্লিতে ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম পৌছেথে ৭৫,২৭০ টাকা। ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার ক্ষেত্রেও দাম একই থাকছে। কলকাতার পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ শহর মুম্বই, হায়দরাবাদ, বেঙ্গালুরু, চেন্নাইয়ে দাম হয়েছে শনিবার ৬৮,৮৬০ টাকা। রাজধানী দিল্লিতে দাম হয়েছে ৬৯,০১০ টাকা।
সোনার মতই রুপোর দামেও পার্থক্য অপারিসীম। ভারতের গুরুত্বপূর্ণ শহর দিল্লি, মুম্বইয়ে এক কিলো রুপোর দাম হয়েছে ৯২,৬০০ টাকা। তবে চেন্নাইয়ে সোনার দাম অনেকটাই বেড়েছে। রুপোর বর্তমান দাম হয়েছে ৯৭,৬০০ টাকা। তাই বিশেষজ্ঞেরা বলছেন, আর দেরি নয়।
সোনা/রুপো কিনতে হলে এখনই কিনে ফেলুন। কারণ পুজোর আগে থেকেই দাম বাড়তে শুরু করেছে। সম্ভাবনা বলছে, এখন থেকেই ধীরে ধীরে সোনার দাম বাড়তে থাকবে। আর তার সঙ্গে পাল্লা দিয়ে দাম বাড়বে রুপোর। তাই যদি আপনার পরিকল্পনা থাকে সোনা কিংবা রূপো কেনার তাহলে আর দেরি না করে চটপট নিজের ইচ্ছে পূরণ করে নিন।