Gold Price: মধ্যবিত্তের স্বস্তি! একলাফে সস্তা হচ্ছে সোনা। ১ গ্রাম সোনার দাম কত হলো?
Gold Price Latest Update
বাঙালির প্রিয় স্বর্ণধাতু। ভারতীয় সংস্কৃতির সঙ্গে যার নিবিড় যোগ। সেই সোনার দাম (Gold Price) সারা বছর ধরে কখনো বাড়ছে কখনো কমছে। স্বর্ণের দাম একটু কমতে দেখলেই স্বস্তি পান আমজনতা। আবার, সোনার দাম বাড়লে বাড়ে চিন্তা। যেকোনো উৎসব, অনুষ্ঠান বিবাহ কিংবা কোন পারিবারিক অনুষ্ঠান সোনার কদর সর্বত্র। তবে দাম আকাশছোঁয়া হলে সোনা কিনতে চিন্তা হয় বৈকি। তবে এবার আপনার জন্য ভাল খবর। কারণ, সস্তা হচ্ছে সোনা। সস্তা হচ্ছে হলুদ ধাতু।
Gold Price Today In Kolkata
সোনা কিনবেন বলে ঠিক করেছেন, আর সর্বদাই স্বর্ণ ধাতুর দামের ওঠা পড়ার দিকে নজর রাখেন। কিন্তু জানেন কি, খুব শীঘ্রই স্বর্ণের দাম (Gold Price) আবারো কমতে চলেছে। অতীতের ট্রেন্ড বলছে মাঝেমধ্যেই হলুদ ধাতুর দামে কিছু পরিবর্তন হতেই থাকে। বিশেষজ্ঞদের মত, ঠিক এই সময় সোনা কিনতে হবে। তাহলে তুলনামূলক কম দামে সোনা পাবেন, ঘরে আনতে পারবেন প্রিয় ধাতু। তবে সোনা কেনার আগে কোন কোন বিষয়গুলি খেয়াল রাখা জরুরি? আসুন প্রথমে সেটা জানা যাক।
সোনা কেনার আগে যে যে বিষয় দেখবেন
দেখুন, সোনা কেনা কিন্তু এক, দুই টাকার বিষয় নয়। মোটা অংকের টাকা খরচ করে সোনা কিনতে হয়। তাই সোনা কিনার আগে কিছু বিষয়ে অবশ্যই খেয়াল করতে হবে। নয়তো সোনা কিনতে গিয়ে আপনি ঠকে যাবেন। আসুন দেখে নেওয়া যাক সোনা ক্রয়ের সময় কোন কোন বিষয় খেয়াল রাখা জরুরী।
- সার্টিফায়েড সোনা: সোনা কিনবেন বলে মনস্থির করলে শুধুমাত্র ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের পক্ষ থেকে সার্টিফাই করা সোনা কিনুন।
- বিশুদ্ধতা: সোনার বিশুদ্ধতা দেখে সোনা কিনতে হবে। সোনার বিশুদ্ধতা সাধারণত ক্যারটে মাপা হয়। তাই আগেই দেখে নিতে হবে কত ক্যারেটের সোনা কিনছেন।স্বাভাবিকভাবেই, প্রতি ক্যারেটের দাম আলাদা হয়। এটা আপনাকে বোঝে শুধু কিনতে হবে।
- সোনার গয়নার মেকিং চার্জ: সোনার গয়না কেনার সময় গয়নার নকশা আর তার সঙ্গে আরও বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করে মেকিং চার্জ। তাই আগে থেকে ভাল করে বুঝে নিন যে গয়নার মেকিং চার্জ বাবদ আপনাকে কত টাকা দিতে হবে।
- সোনার দাম: সোনা কিনতে যাওয়ার সময় অবশ্যই নজরে রাখতে হবে সেদিন সোনার দাম কততে পৌঁছেছে। আগে দেখে নিন তারপর দোকানে গিয়ে দোকানের দাম যাচাই করুন।
- সোনা বিক্রির নিয়ম: এছাড়া যে বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে সেটি হল, গয়না কেনার ক্ষেত্রে বাই-ব্যাক পলিসি বা সোনা বিক্রির নিয়ম।
আরও পড়ুন: অবিশ্বাস্য! মাত্র 10 টাকায় বিক্রি হচ্ছে সোনা। বাড়ি বসে কিনে নিতে পারবেন
দাম কমতে চলেছে সোনার?
গত সপ্তাহের মঙ্গলবারের ট্রেন্ডে দেখা যায়, বেশ সস্তা হয়েছিল সোনার দাম। তবে বর্তমানে আগের দামের চাইতেও অনেকটাই নেমে গিয়েছে সোনা-রুপোর দাম। হিসেব বলছে, এক সপ্তাহে প্রায় ৫০০ টাকা সস্তা (Gold Rate Today) হয়েছে ২৪ ক্যারাট সোনার দাম। সোনার সঙ্গেই দাম কমেছে রুপোর।
হিসেব থেকে দেখা যায়, কেজিতে ৩০০ টাকা সস্তা হয়েছে রুপো। এর আগে জন্মাষ্টমীর দিনেও দাম কমেছিল সোনার। আজ ২২ ক্যারেট এক গ্রাম স্বর্ণ ধাতুর দাম হয়েছে ৯৪৯৫ টাকা। তবে বর্তমান ট্রেন্ড দেখে বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী দিনে আরও সস্তা হবে সোনা। অর্থাৎ মধ্যবিত্তের স্বস্তি।
আরও পড়ুন: সপ্তাহের শুরুতেই সোনার দাম কমে গেল। সোনার দাম কত আজকে? সোনার দাম বাড়বে না কমবে?
উপসংহার
হলুদ ধাতুর দামে পরিবর্তন প্রায়শই দেখা যায়। তাই সোনা কিনতে যাওয়ার আগে অবশ্যই সেদিনের দাম দেখে নিতে হবে। সামনেই আসছে দুর্গাপুজো আর তারপর পরপর উৎসব, অনুষ্ঠান ফলে ভারতের সোনার চাহিদা বাড়বে। আগামী দিনে সোনা সস্তা হওয়ার আকাঙ্ক্ষা করছেন সাধারণ মানুষ। স্বর্ণের দাম কমলে সোনা কেনার সম্ভাবনা আরও বাড়বে।