Gold Price: কলকাতায় দারুণ সস্তা হল সোনা। 1 ভরির দাম শুনলে আপনিও চমকাতে বাধ্য
Gold Price Drop In Kolkata
সোনার দাম (Gold Price) সর্বদাই থাকে চর্চায়। কখনো সোনার দাম কমছে তো কখনো বাড়ছে। আর এই হ্রাস বৃদ্ধির মাঝে সোনার চাহিদা বদলে যেতে থাকে। তবে, বাঙালির স্বর্ণ ধাতুর প্রতি সব সময়ই একটা অবিচ্ছেদ্য টান কাজ করে। যেকোন উৎসব ও অনুষ্ঠানে সোনা কেনার প্রতি চাহিদা থাকে। সোনার দোকানগুলিতে ভিড় জমে জনতার। আর এবার, ডিসেম্বর মাসের সোনার দাম অনেক টাই কমে গেল (Gold Price Drop). নতুন দাম দেখলে আপনিও চমকে যাবেন।
Gold Price In Kolkata
সাধারণত বছরের শুরুর দিকে অর্থাৎ নববর্ষ থেকে দুর্গাপুজো পর্যন্ত সোনার চাহিদা অদল বদল হতে থাকে। তবে উৎসবের মরশুম কাছে আসলে ক্রমশ বৃদ্ধি পেতে থাকে সোনার চাহিদা। বিশেষ করে, বছরের শেষপর্বে অর্থাৎ ডিসেম্বর-জানুয়ারি মাসে যেহেতু বিয়ের মরসুম থাকে সেই সময়ের সোনার চাহিদা তুঙ্গে থাকে। সাধারণ মানুষ চান এই সময় যাতে সোনার দাম কিছুটা কম হয়। কিন্তু বাস্তবে কি দেখা যায়?
সোনার দামের দাঁড়িপাল্লা কখনো বাড়ে তো কখনো কমে। আমজনতা প্রভাবিত হয়। সম্প্রতি ডিসেম্বর মাসে সোনার দাম কম হতে মুখে হাসি ফুটল সাধারণ মানুষের। ইতিমধ্যে যা জানা যাচ্ছে, কলকাতায় সোনার দাম অনেকটাই কমে গিয়েছে। এক ভরি সোনা বিক্রি হচ্ছে জলের দরে। আপনিও জানেন সোনার দাম কত হল? আসুন তাহলে জেনে নেওয়া যাক।
কলকাতায় তুমুল সস্তা হয়ে গেল সোনা!
ডিসেম্বর মাসে সোনার দামে বড় পতন। ভারতে এখন চলছে এখন বিয়ের মরশুম। স্বাভাবিকভাবে জুয়েলারির দোকান গুলোতে উপচে পড়া ভিড়। বিয়ের জন্য পুরোদমে চলছে কেনাকাটা। কয়েক দিন আগে বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, আগামী দিনে আরও বাড়তে পারে সোনার দাম৷
অনেকে মনে করছেন, তাই সোনা কেনার শ্রেষ্ঠ সময় হল এটি। তাহলে আপনার কি এর মধ্যে সোনা কেনার কোনও পরিকল্পনা রয়েছে? যদি আপনিও বিয়ে কিংবা কোন উৎসবের কারণে সোনা আগে থেকে কিনে রাখতে চেয়ে থাকেন, আগামী দিনের কথা চিন্তা করে আপনিও এখন থেকে সোনা কিনে রাখতে পারেন। তবে সোনা কিনতে যাওয়ার আগে অর্থাৎ দোকানে যাওয়ার আগে অবশ্যই চেক করে নিন আজ শহর কলকাতায় ১ ভরির সোনার দাম কত হল।
এই কদিন সোনার দাম কম থাকবে, জানিয়ে দিলো কেন্দ্র সরকার। টাকা থাকলে কিনে নিন।
চলতি বছর দীপাবলির সময় যে ভাবে হু হু করে দাম বেড়েছিল তাতে বেশি চিন্তায় পড়ে গিয়েছিল মধ্যবিত্তরা৷ সোনার দাম নিয়ে বর্তমানে বিশেষজ্ঞরা বলছেন যে, আগামী কয়েক মাসে সোনার চাহিদা বাড়তে চলেছে। আর সেটাই সোনার দামে ব্যাপক প্রভাব বিস্তার করবে। তাই একটা প্রশ্ন ঘোরাফেরা করছে, তাহলে কি এটাই সময় সোনা কিনে রাখার জন্য? যদি তাই হয় তাহলে অবশ্যই চেক করে নিন সোনা ও রুপোর আজকের দাম৷ কত হল সোনালি ধাতুর বর্তমান দাম দেখে নিন।
এদিন ২২ ক্যারেট সোনার দাম কমে হয়েছে ৭২১০ টাকা। আবার ১৮ ক্যারেটের দাম কমে হয়েছে ৫৯১৬৷ সোনার সঙ্গে পাল্লা দিয়ে পরিবর্তন হয়েছে রুপোর দাম। দেখা যাচ্ছে যে, ১ কেজি রুপোর দাম হয়েছে ৯১৩২৩ টাকা। তবে এর সঙ্গে যুক্ত রয়েছে জিএসটি। তবে শুধু উৎসব অনুষ্ঠানে সোনা কেনা নয়, অনেকেই বর্তমানে সোনাতে বিনিয়োগ করা লাভজনক বলে মনে করছেন। তাই আপনি যদি ঠিক করে থাকেন যে সোনাতে বিনিয়োগ করবেন, তাহলে অবশ্যই সেই বিষয়ে ভাবতে পারেন।