Gold Price 2024: সপ্তাহের শুরুতেই সোনার দামে আকাশছোঁয়া বদল! সোনা কিনবেন? তার আগে জানুন নতুন দর

স্বর্ণ ধাতুর দামে বিরাট বদল এল পুজোর আগেই। সোনার দাম(Gold Price) রাতারাতি এতটা বদলে গেল। সেপ্টেম্বর মাসের শুরু থেকেই হলুদ ধাতুর দামে বদল দেখা যাচ্ছিল। নতুন সপ্তাহের শুরুতে সোনার দামে(Gold Price) পরিবর্তন নজরে এল।

সারা বছর ধরেই সোনার দামের উপর নজর থাকে আমজনতার। কখন সোনার দাম কমলো আর কখন সোনার দাম বাড়লো, সেদিকে দৃষ্টি নিবন্ধ থাকে। এরই মধ্যে সোনার দাম অনেকটা কমেছিল। তবে অবাক করা খবর হলো, আবার সোনার দাম(Gold Price) যেন নিমেষে বদলে গেল।

জনতাকে গাড়ি কেনার টাকা দিচ্ছে সরকার! প্রধানমন্ত্রী আনলেন নতুন স্কিম! কিভাবে আবেদন করবেন জানুন

Gold Price Today New Update

সোনার দামের(Gold Price) বাড়বাড়ন্ত মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল। কারণ অক্টোবর মাস পেরোলেই শুরু হবে বিয়ের মরশুম। আর বিয়ে মানেই কেনাকাটা হবে সোনার। যদিও এখন অনেকেই আগের থেকে সোনা কিনে রাখেন, তবুও বিয়ের আগে আগে সোনা কেনার তাগিদ লেগেই থাকে। সোনার দামে(Gold Price) এই আকাশছোঁয়া বদল নিঃসন্দেহে সকলের এই কেনাকাটার উপর প্রভাব বিস্তার করে। স্বর্ণ ধাতুর দামের উপর ভিত্তি করে কখনো তার চাহিদা বাড়ে তো কখনো তার চাহিদা কমে।

Gold Price In September New Update

একসময় সোনার দাম(Gold Price) আকাশছোঁয়া পর্যায় চলে গিয়েছিল। এত হাজার হাজার টাকা দিয়ে সোনা কিনতে কালঘাম ছুটিছিল সাধারণ মানুষের। তবে বাজেটের পর থেকে সোনার দাম (Gold Price) অনেকটাই কমেছে। আর তাই বহু মানুষ সোনা কিনে নিজের বাড়িতে রেখেছেন। এই সোনা কখনো হয়ত বিপদে-আপদে প্রয়োজন হবে আবার পারিবারিক অনুষ্ঠানে প্রয়োজন হবে।

আর সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহ নাগাদ সোনার দামে কতটা পরিবর্তন হল, সেটা সবারই বিবেচনার বিষয়। তাহলে জেনে নেওয়া যাক সোনার দাম ঠিক কতটা বাড়লো বা কতটা কমলো। নতুন আপডেট তুলে ধরা হলো আপনাদের সামনে। আশা করা যায় উপকৃত হবেন আপনারা।

অবিশ্বাস্য! কলকাতায় সবচেয়ে হলো সোনা! 24 ক্যারেট সোনার নতুন দাম জানলে আপনিও চমকাতে বাধ্য

পুজোর আগেই স্বর্ণ ধাতুর দামে বড়সড় বদল। সেপ্টেম্বর মাসের মাঝামাঝি থেকেই ঊর্ধ্বমুখী হলো সোনার দাম(Gold Price). আর এই আশঙ্কা ছিল আগে থেকেই। সোনার দাম বৃদ্ধি তত্ত্ব সত্যি হলো। চলতি মাসের শুরু থেকে সোনার দাম কমছিল তা জানেন আপনারা। কিন্তু পুজোর মুখে সম্ভাবনা ছিল সোনার দাম বাড়ার। গত কয়েক দিনে একটু একটু করে দাম বাড়লেও নতুন হিসেব বলছে, আজ এক ধাক্কায় অনেকটাই বেড়ে গেল সোনার দাম। তাহলে কলকাতায় সোনার দর কোথায় পৌঁছালো?

আজ সেপ্টেম্বরের ১৬ তারিখের আপডেট বলছে কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হল ৬৮ হাজার ৬৫০ টাকা এবং ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম হলো ৭৪ হাজার ৮৯০ টাকা। একই রকম ভাবে দিল্লিতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হলো ৬৮ হাজার ৮০০ টাকা এবং ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম হলো ৭৫ হাজার ৪০ টাকা। কলকাতা ও দিল্লির মতো মুম্বইয়ে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হলো ৬৮ হাজার ৬৫০ টাকা। এবং ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম হলো ৭৪ হাজার ৮৯০ টাকা। 

Purbasha