আজ প্রত্যেকটি শিশু নরেন্দ্র মোদীর এই আশীর্বাদে ভবিষ্যতে হয়ে উঠবে দেশের শক্তি।
ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নাম এখন সারা বিশ্বের কাছে এক গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। তার কালজয়ী পররাষ্ট্রনীতি সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। জনপ্রিয়তার নিরিখে তার নাম বেশ কয়েকবারই এসেছে তালিকার শীর্ষে।
নরেন্দ্র মোদী 1950 সালের 17ই সেপ্টেম্বরের পুন্য লগ্নে জন্মগ্রহণ করেছিলেন। তার জন্মস্থান বর্তমান গুজরাট রাজ্যের মেহসানা জেলার বাধনগর গ্রামের এক হিন্দু পরিবারে জন্ম গ্রহণ করেন। এই মহান নেতা এখন ভারতবর্ষের 14 তম প্রধান মন্ত্রী যিনি গত 2014 সাল থেকে ভারতের প্রধানমন্ত্রীত্ব করছেন।
তিনি হলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি ভারতবর্ষের স্বাধীনতার পরে জন্মগ্রহণ করেন এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস দলের বাইরে অন্য দল তথা ভারতীয় জনতা পার্টির হয়ে দেশসেবা করছেন। তিনি দিল্লি ইউনিভার্সিটি থেকে স্নাতক এবং গুজরাট ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ডিগ্রি লাভ করেন।
আজ ভারতের ভূয়সী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 72তম জন্মদিন। আজকের দিনটি স্মরণীয় করে রাখার জন্য বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তার মধ্যে অন্যতম হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে নবজাতক শিশুদের সোনার আংটি দেওয়ার সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় জনতা পার্টির তামিলনাড়ু ইউনিট।
এই প্রকল্পের পাশাপাশি রয়েছে জন্মদিন উপলক্ষে 720 কেজি মাছ বিতরণ। কারণ, মোদীজির 72 বছর পূর্তি হল। আর এই কারণে 720 সংখ্যাটি বেঁচে নেওয়া হয়েছে। মত্স্য ও তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান এর বক্তব্য “আমরা চেন্নাইয়ের সরকারি আরএসআরএম হাসপাতালকে বেছে নিয়েছি যেখানে প্রধানমন্ত্রীর জন্মদিনে জন্ম নেওয়া সমস্ত শিশুদের সোনার আংটি দেওয়া হবে।”
এছাড়াও মুরুগনের আরো একটি অনুষ্ঠানের মধ্যে রয়েছে জন্মদিনে সোনার আংটি বিতরণ। মুরুগানকে আংটি বিতরণ কর্মসূচিতে জড়িত খরচ সম্পর্কে প্রশ্ন করা হলে তার জবাবে বলেছিলেন 17, প্রতিটি আংটি প্রায় 2 গ্রাম সোনার হবে, যার দাম প্রায় 5000 টাকা হতে পারে।
বরং এই সোনার আংটি দেওয়ার মাধ্যমে আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে জন্মগ্রহণকারীদের স্বাগত জানাতে চাই। বিজেপির স্থানীয় ইউনিট অনুমান করে যে 17 সেপ্টেম্বর এই হাসপাতালে 10-15 শিশুর জন্ম হতে পারে। সেই অনুযায়ী তাদেরকে সোনার আংটি দেওয়া হবে।
চীন কে হটিয়ে দিয়ে, এবার আইফোন বানাবে টাটা, ভারতে 20 হাজারে মিলবে নতুন iPhone.
তিনি বলেন, ” প্রধানমন্ত্রী মত্স্য সম্পদ যোজনা (PMMSY) প্রকল্পের উদ্দেশ্য হল মাছ খাওয়াকে উত্সাহিত করা। তাই আমরা এই পদক্ষেপ নিচ্ছি। হ্যাঁ, আমরা জানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিরামিষভোজী। আসলে, এবার মোদী 72 বছর বয়সী, তাই 720-এর অঙ্কটি বেছে নেওয়া হয়েছে।”
একই সময়ে, প্রধানমন্ত্রী মোদীর জন্মদিনে, দিল্লী বিজেপি 17 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর পর্যন্ত ‘সেবা পাখওয়াদা’ উৎসব উদযাপন করবে। এই সময়ে জনসেবামূলক প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। এ সময়ে স্বাস্থ্য পরীক্ষা ও রক্তদান শিবিরের আয়োজনসহ অন্যান্য কর্মসূচি থাকবে বলে জানা গেছে।
দিল্লী বিজেপি রাজ্য সভাপতি নির্দেশ গুপ্ত বলেছেন যে, এই উপলক্ষে তারা জন্মদিন উপলক্ষ্যে একটি বিশেষ দৌড়ের আয়োজন করা হবে, যাতে সমাজের অনুনন্ত শ্রেণীর লোকেরা অংশ নিতে পারবে। 18 অক্টোবর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই প্রতিযোগিতার সূচনা করবেন। শহরের এই সকল এলাকার প্রায় 10 হাজার শিশু ও যুবক এই প্রতিযোগিতায় অংশ নেবে বলে জানা গেছে।
এবছরে ভারতের প্রধানমন্ত্রীর জন্মদিনের আরো একটি বিশেষ আকর্ষণ হলো চিতা। এই বছর সুদূর নামিবিয়া থেকে প্লেনে করা নিয়ে আসা হয়েছে চিতা। মধ্যপ্রদেশের জাতীয় উদ্যানে তথা কুনো ন্যাশনাল পার্কে তাদের ছেড়ে দেওয়া হবে। সেখানেই তাদের প্রজনন ঘটবে এবং জন্ম নেবে নতুন প্রজন্মের।
আজকের সারাদিন জুড়ে তার অনেক অনুষ্ঠান আছে। ভারতের বিলুপ্ত প্রায় প্রাণীর মধ্যে চিতা কে ভারতের জঙ্গলে ছেড়ে দেবেন। 1952 সালে এই চিতাকে বিপদাপন্ন জাতি হিসেবে ঘোষণা করা হয়। এরপর সেলফ হেল্প গ্রূপ, কৌশল বিকাশ যোজনা, নারী শক্তির বিকাশ ইত্যাদি বিষয়ে তিনি বক্তব্য রাখবেন।
এখানে প্রায় কয়েক হাজার নারী অংশ নেবেন। তিনি বেশ কয়েকটি সরকারি সংস্থা উদ্বোধন করবেন বলে জানা গেছে। 40 লক্ষ আইটিআই ছাত্র ছাত্রীদের তিনি সংবর্ধনা জানাবেন যারা দেশের প্রযুক্তিকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে গিয়ে দেশকে দেবে এক নতুন আর আধুনিক ভারত।
Lottery জেতার গোপন টেকনিক আবিষ্কার, টিকিট সংখ্যা বাছাইয়ের সঠিক পদ্ধতি, একবার যাচাই করে দেখুন।
এমনই সব গুরুত্বপূর্ণ সংবাদের সুখবর পেতে আমাদের ওয়েবপেজের সাথে জুড়ে থাকার অনুরোধ রইল। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করবেন। আর আপনার কমেন্ট করতে ভুলবেন না। অনেক অনেক ধন্যবাদ জানাই।
Written by Mukta Barai.