বছরের সেরা বিনিয়োগ পরিকল্পনা। প্রতিমাসে ৫০০০ টাকা বিনিয়োগ করে সর্বোচ্চ সুদ পাবেন এই স্কীমে।
Best Investment Scheme 2025
বিনিয়োগ করতে চান? বছরের সেরা বিনিয়োগ পরিকল্পনা খুঁজছেন? তাহলে আজকের এই প্রতিবেদন আপনার জন্য। বর্তমানে প্রত্যেক মানুষ সময় থাকতেই বিনিয়োগ শুরু করে দেন। খুঁজতে থাকেন কোনটা বছরের সেরা বিনিয়োগ পরিকল্পনা (Best Investment Scheme). এমন কোন স্কিম যেখানে টাকা রাখলে সেই টাকা দ্বিগুণ এমনকি তিনগুণ হয়ে হাতে আসবে। আপনিও যদি নিজের বিনিয়োগ নিয়ে চিন্তিত হয়ে থাকেন, তাহলে আর কোন চিন্তার কারণ নেই।
কারণ আজকের প্রতিবেদনে একটি দারুণ বিনিয়োগ পরিকল্পনা সম্পর্কে আলোচনা করা হচ্ছে। সকলেই বলছেন, এটা বছরের সেরা বিনিয়োগ পরিকল্পনা। আপনি কি আরও ডিটেলসে জানতে চাইছেন? তাহলে আজকের প্রতিবেদন সম্পূর্ণ পড়ে নিতে হ বছরের সেরা বিনিয়োগ পরিকল্পনা ২০২৫ (Best Investment Scheme).
বছরের সেরা বিনিয়োগ পরিকল্পনা ২০২৫
বর্তমানে সরকারি ও বেসরকারি তরফে বিভিন্ন বিনিয়োগ পরিকল্পনা অলরেডি বাজারে চালু রয়েছে। তবে, বহু ক্ষেত্রে বিনিয়োগ হয়ে ওঠে ঝুঁকি সাপেক্ষ। কিন্তু, এমন অনেক জায়গা আছে যেখানে বিনিয়োগ করা একদিকে যেমন নিরাপদ ঠিক তেমন ভাবেই দারুন রিটার্ন পাওয়ার আশা থাকে। এগুলিকেই বলা হয়, কোনো বছরের সেরা বিনিয়োগ পরিকল্পনা (Best Investment Scheme). তেমনি একটি পরিকল্পনা সম্পর্কে আপনারও জানা দরকার।
আপনি যদি নিয়মিত সঞ্চয়ের মাধ্যমে সম্পদ সঞ্চয় করতে চান, তাহলে দীর্ঘমেয়াদি আর্থিক পরিকল্পনা এখন থেকেই গ্রহণ করুন। বর্তমানে বাজারে বিভিন্ন ধরনের বিনিয়োগ বিকল্প রয়েছে। যেগুলির জেরে অনেকের ক্ষেত্রেই বিভ্রান্তিকর হয়ে ওঠে উপযুক্ত সঞ্চয় মাধ্যম বেছে নেওয়া। তবে বেশ কিছু সঞ্চয় স্কিম আছে, যেখানে বিনিয়োগ করলে উপকার পাওয়া সম্ভব। তার মধ্যে আছে সোনা, মিউচুয়াল ফান্ড এবং ফিক্সড ডিপোজিটের মতো বিকল্পগুলি। আজও এই স্কিমগুলি সমাজের সব শ্রেণির বিনিয়োগকারীদের মধ্যেই সবচেয়ে জনপ্রিয় সঞ্চয় মাধ্যম হিসেবে বিবেচিত হয়ে থাকে।
Best Investment Plan 2025
তবে আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে, প্রত্যেকটি বিনিয়োগ বিকল্পেরই নিজস্ব ঝুঁকি ও লাভের দিক উভয় থাকে। ঝুঁকি নিলে তবেই লাভের মুখ দেখা যায়। অত্যন্ত অস্থির ইক্যুইটি-লিঙ্কড প্রোডাক্ট স্বল্পমেয়াদি বিনিয়োগের জন্য উপযুক্ত হয় না। তবে আবার একজন বিনিয়োগকারী হাইব্রিড ফান্ড, তাঁর ঋণভিত্তিক উপকরণগুলি FD বা ফিক্সড ডিপোজিটের মতো বিকল্প বেছে নিতে পারেন। তবে যদি দীর্ঘমেয়াদি বিনিয়োগ করতে চান তাহলে ইক্যুইটি বা এমনকি সোনার দিকেও নজর দিতে পারেন। কারণ এই সমস্ত বিনিয়োগে উচ্চ রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকে। আর দীর্ঘ সময়ে ঝুঁকিও অনেকটা ভাগ করে নেওয়া যায়।
Gold Investment Plan 2025
বর্তমানে অনেক বিনিয়োগকারীদের ভরসা সোনায় বিনিয়োগ (Gold Investment) করা। কারণ এতে তুলনামূলকভাবে ঝুঁকি কম থাকে। তাই আজও অনেক বিনিয়োগকারীদের কাছে অত্যন্ত পছন্দের একটি মাধ্যম হল গোল্ড। আসলে নিশ্চিত রিটার্নের কারণে বহু মানুষ সোনা বা গোল্ডকে আজও নিরাপদ বিনিয়োগের বিকল্প হিসেবে মনে করে থাকেন।
সোনায় বিনিয়োগ থেকে অনেকেই বার্ষিক প্রায় ১০% হারে রিটার্ন পেয়েছিলেন। এবার যদি আপনি ১৫ বছরের জন্য বিনিয়োগের প্ল্যান করে থাকেন, তাহলে সোনা এবং মিউচুয়াল ফান্ডে SIP বিনিয়োগের জন্য দুই বিকল্পই উপযুক্ত হতে পারে। মাসে ৫০০০ টাকা বিনিয়োগ করেই লাভ আসবে আপনার পকেটে।
Gold Vs SIP Investment
আপনি যদি মিউচুয়াল ফান্ডে (Mutual Fund) SIP (SIP Investment) বিনিয়োগ করেন প্রতিমাসে পাঁচ হাজার টাকা করে, আপনার হাতে সময়সীমা থাকে ১৫ বছর তাহলে আপনার মোট বিনিয়োগের টাকা হবে ৯,০০,০০০ টাকা। এখান থেকে প্রত্যাশিত রিটার্ন ১২ শতাংশ। সবমিলিয়ে আনুমানিক রিটার্ন আসবে ১৬,২২,৮৭৯ টাকা।
আর যদি আপনি সোনার বিনিয়োগ করেন আর আপনার হাতে ১৫ বছরের সময়সীমা থাকে যদি আপনি মাসে ৫০০০ টাকা করে বিনিয়োগ করেন, তাহলে এখান থেকে আপনার প্রত্যাশিত রিটার্ন: আসবে ১০%. সব মিলিয়ে মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ৯,০০,০০০ টাকা। আনুমানিক রিটার্ন আসবে ১১,৮৯,৬২১ টাকা।
আরও পড়ুন: বিনা পরিশ্রমে ১০০০০ টাকা পাওয়া যাবে পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিমে। বিনিয়োগের সকল খুঁটিনাটি একনজরে
উপসংহার
অর্থাৎ আপনি দেখে বুঝতেই পারছেন ১৫ বছরের জন্য যদি বিনিয়োগ করেন সেক্ষেত্রে মিউচুয়াল ফান্ড সোনার চাইতে অধিক রিটার্ন দিচ্ছে। SIP-তে বিনিয়োগ করা যদিও ঝুঁকি সাপেক্ষ তাছাড়া নিশ্চিত রিটার্নের গ্যারান্টি সর্বত্র থাকেনা। তাই যদি নিরাপদে বিনিয়োগ করতে চান তাহলে সোনা হতে পারে আপনার জন্য আদর্শ বিনিয়োগের মাধ্যম।