Google Account – 1st ডিসেম্বের থেকে নিষ্ক্রিয় হতে চলেছে সবার গুগল একাউন্ট! Gmail Youtube, Facebook, Instagram কিছু চলবে না।
বর্তমানের ইন্টারনেটের দুনিয়ায় একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হল Google Account. এই একাউন্ট ছাড়া এন্ড্রয়েড ফোন অচল। এখনকার দিনে প্রতিটি মানুষের হাতে হাতেই রয়েছে এন্ড্রয়েড ফোন। গুগল দ্বারা নিয়ন্ত্রিত এই একাউন্ট অত্যন্ত অপরিহার্য এখন। তবে এই চালু রাখতে গেলে দরকার একটি সক্রিয় Google Account. এ কথা আমরা সকলেই জানি। না হলে সেই মোবাইলটি কোন কাজই করবে না। কিন্তু জানেন কি, 1st ডিসেম্বর 2023 থেকে বন্ধ হয়ে যেতে পারে অথবা নিষ্ক্রিয় হয়ে যেতে পারে আপনার এই অ্যান্ড্রয়েড ফোনটি।
Google will delete millions of Google Account.
কেন? কারণ আপনার ফোনের Google Account বাতিল করতে পারে গুগল। যার ফলে আপনার হাতে থাকা ফোন টিও কাজ করা বন্ধ করে দিতে পারে। সম্প্রতি বিশ্বজুড়ে ব্যবহারকারীদের সতর্ক করেছে গুগল বিষয়টি সম্পর্কে। সারা বিশ্বে বিলিয়নেরও বেশি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী রয়েছেন। গুগলের এই ঘোষণার পর তাদের সকলের মনে একটাই চিন্তা, কোনভাবেই কি তারা নিজেদের অ্যাকাউন্ট সক্রিয় রাখতে পারবেন না? তবে চিন্তা করবেন না। সংস্থার পক্ষ থেকে এই উপায়ও বলে দেওয়া হয়েছে।
Gmail Account একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। এটি যে কেবল এন্ড্রয়েড ফোন কাজ করতেই ব্যবহৃত হয় তা নয়। গুগলের এই সফটওয়্যারের মাধ্যমে বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সহজেই ইমেইল পাঠানো যায় ব্যক্তির ইমেইল এড্রেস এ। এখানে রয়েছে বহু রকমের ফিচারস। যা ইমেইল ব্যবস্থা কে করে তুলেছে আরো সুবিধা জনক। এছাড়াও যেকোনো অ্যাপ ব্যবহার করতে গেলেই তা সাইন ইন করতে হয় আমাদের গুগল একাউন্ট দিয়েই।
Updating your google account inactivity policy email
তাই যদি এই একাউন্ট বন্ধ হয় তবে কোন অ্যাপই আপনি আর ব্যবহার করতে পারবেন না। অর্থাৎ সবমিলিয়ে, যদি আপনার Google Account নিষ্ক্রিয় করে দেওয়া হয় তবে ইন্টারনেট দুনিয়ার সঙ্গে আর কোন ভাবে যুক্তই থাকতে পারবেন না আপনি। তাই পয়লা ডিসেম্বর থেকে যদি নিজের একাউন্ট বাঁচাতে চান এখনই করে ফেলুন এই কাজগুলি। তবে চলুন জেনে নেওয়া যাক কিভাবে নিজের জিমেইল একাউন্টটিকে সক্রিয় করে রাখবেন।
পশ্চিমবঙ্গে বদলে গেল বাড়ি ভাড়ার নিয়ম। বাড়ির মালিকের জুলুমের দিন
কাদের একাউন্ট বন্ধ করা হবে?
সারা বিশ্বে কয়েক বিলিয়ন মানুষের Google Account রয়েছে। তবে, অনেকেই এমন রয়েছেন যারা বহুদিন নিজেদের অ্যাকাউন্টে সাইন ইন করেনি। তাদের ক্ষেত্রেই এবারে শাস্তি মূলক ব্যবস্থা নিতে চলেছে গুগল। Google জানিয়েছে, যে সমস্ত ব্যবহারকারীরা টানা দু’বছর ধরে তাদের Google Account এ সক্রিয় নেই, তাদেরই এক্ষেত্রে একাউন্ট গুলি ডিলিট করে দেওয়া হবে। অ্যাকাউন্ট বাতিল হলে সেই সমস্ত ব্যক্তিরা কোন অনলাইন পরিষেবাই ব্যবহার করতে পারবেন না আর।
কিভাবে Google Account চালু রাখবেন?
Google সংস্থা জানিয়েছে যে, অতি শীঘ্রই ব্যবহারকারীদের Google Account এ এই একাউন্ট নিষ্ক্রিয় হওয়ার ব্যাপারে একটি ইমেইল পাঠানো হবে। সেই ইমেইলের মধ্যেই লেখা থাকবে এই সমস্যা এবং তা থেকে বাঁচতে হলে কি করতে হবে সেই বিষয় সম্পর্কে। ইতিমধ্যে অনেকেই সেই ইমেইল পেয়েও গেছেন। তাদের কাছ থেকে জানা গেছে, Gmail Account সক্রিয় রাখতে গেলে এই কাজগুলি করার নির্দেশ দিয়েছে গুগল।
১. নিজের Gmail Account প্রতি দু বছর অন্তর একবার অন্তত সাইন ইন করতে হবে।
২. যে কোনো ইমেইল পড়তে বা সেন্ড করতে হবে।
৩. গুগল ড্রাইভ ব্যবহার করতে হবে।
৩. ওই Google Accountt দিয়ে ইউটিউব ভিডিও দেখতে হবে।
কম দামে ভারতীয় বাজারে মোবাইল ফোন আনল JIO. দুর্দান্ত ফিচার্সের সঙ্গে আরও আকর্ষণীয় অফার।
৪. গুগল প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপ ডাউনলোড করতে হবে।
৫. গুগল সার্চ ব্যবহার করতে হবে
৬. গুগলের সাইনইন ব্যবহার করে থার্ড পার্টি অ্যাপ বা সেবায় সাইন ইন করতে হবে।
Written by Nabadip Saha.