লঞ্চের আগেই ফাঁস হল Google Pixel 10-এর স্টোরেজ ও কালার। ক্রেতাদের জন্য দারুন সুখবর

Google Pixel 10 Storage & Colour

বাজারে আসতে চলেছে নতুন মডেলের স্মার্টফোন Google Pixel 10. এক্সক্লুসিভ মডেলটির কালার ও স্টোরেজ অপশন সম্পর্কে ডিটেলস প্রকাশ্যে এসেছে। এখন যদি আপনি এই ফোনটি কিনতে চান, তাহলে লঞ্চ হওয়ার আগেই তার ডিটেলস জেনে নিন। যাতে আগামীতে ফোনটি ক্রয় করতে পারেন। শীঘ্রই এই স্মার্টফোনটি বাজারে আসতে চলেছে। আসুন ফোনটির ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক।

Google Pixel 10 Specifications Details

এখনো পর্যন্ত যা খবর মিলছে, Google তাদের ফ্ল্যাগশিপ Pixel 10 সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চ করতে পারে। অর্থাৎ আর কিছুদিনের মধ্যে স্মার্টফোনটি ভারতের বাজারে আসতে চলেছে। যদিও এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে এই সিরিজের লঞ্চ ডেট সম্পর্কে বিস্তারিত কিছুই জানানো হয়নি, তবে আপকামিং সিরিজের স্মার্টফোনটির কালার এবং স্টোরেজ ভেরিয়েন্ট সম্পর্কে কিছুটা তথ্য প্রকাশ্যে এসেছে।

সাম্প্রতিক যে রিপোর্ট সামনে এসেছে তার দ্বারা বলা যায়, Pixel 10, Pixel 10 Pro, Pixel 10 Pro XL এবং Pixel 10 Pro Fold স্মার্টফোনগুলি পেশ করা হবে আলাদা আলাদা কালার ভেরিয়েন্টে। রএদের স্টোরেজও বিভিন্ন। এই স্মার্টফোনগুলির সঙ্গে Pixel Watch 4 এবং Pixel Buds 2a এর কালার সম্পর্কেও কিছু তথ্য জানা গেছে। আপনি নতুন স্মার্টফোনটি সম্পর্কে তথ্য আজকের এই প্রতিবেদন থেকে জেনে নিন।

Google Pixel 10 Series Storage Details

সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্ট ডেটার মাধ্যমে জানা যাচ্ছে অতি শীঘ্রই যে লঞ্চ হতে চলা স্মার্টফোন (Smartphone) Pixel 10 সিরিজের অন্তর্গত থাকা ভ্যানিলা মডেলটি 128GB স্টোরেজ যুক্ত হতে পারে। আর Pixel 10 Pro Fold স্মার্টফোনটি 256GB স্টোরেজের সঙ্গে বাজারে আসছে। অর্থাৎ ব্যবহারকারী বিপুল পরিমাণে স্টোরেজ পাচ্ছেন। ইচ্ছেমতো ফটো, ভিডিও ও ফাইলস সঞ্চয় করে রাখতে পারেন।

আরও পড়ুন: কামাল করলো Jio! মাত্র 3,999/- টাকায় লঞ্চ হল নতুন 5G Smartphone! ক্যামেরা, ব্যাটারি, স্টোরেজ ডিটেলস জানুন

Google Pixel 10 Series Colour Details

Google Pixel 10 স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে চারটি কালার অপশনে। এগুলি হল Frost, Indigo, Lemongrass এবং Obsidian। এর পাশাপাশি, Google Pixel 10 Pro ও Pixel 10 Pro XL স্মার্টফোন আরও তিন কালার অপশনে পেতে পারেন। Jade, Moonstone, Obsidian এবং Porcelain। এদের মধ্যে Moonstone কালার ভেরিয়েন্টটি 256GB, 512GB এবং 1TB স্টোরেজ অপশনে আসতে চলেছে।

আরও পড়ুন: iQOO Neo 10 Pro+ লঞ্চের আগে ফাঁস হলো স্পেসিফিকেশন! বাজেট গেমারদের জন্য সুখবর

উপসংহার

খুব সম্ভবত Pixel 10 সিরিজের সম্ভাব্য লঞ্চ ডেট সামনেই। ফোনটির ফিচার প্রকাশ্যে আসতে পারে আগামী 20 আগস্ট। জানা যাচ্ছে, Google Pixel 10 সিরিজটি লঞ্চ করা হতে পারে Made by Google ইভেন্টে। স্মার্টফোনগুলি পেশ হতে পারে Android 16 অপারেটিং সিস্টেম সহ।

Related Articles

Back to top button