DA Hike: সোনায় সোহাগা! এক ধাক্কায় 12% ডিএ বৃদ্ধি করল রাজ্য সরকার। জারি নয়া বিজ্ঞপ্তি
Government Employees DA Hike
রাজ্য সরকারি কর্মীদের যেন সোনায় সোহাগা। এক ধাক্কায় ১২% ডিএ বৃদ্ধি (DA Hike) করল রাজ্য সরকার। এতদিন ধরে এই ঘোষণা শোনার অপেক্ষায় ছিলেন রাজ্যের হাজার হাজার সরকারি কর্মী। ক্রিসমাসের আগেই সরকারের তরফে মিলল উপহার। ডিএ বাড়ছে সরকারি কর্মীদের (Government Employees). রাজ্য সরকারি কর্মীদের ১২ শতাংশ ডিএ বৃদ্ধি হতে সকলের মুখেই চওড়া হাসি। ইতিমধ্যে সকলেই বলছেন, সত্যি বলতে এ যেন অপেক্ষার ফল মিষ্টি। নতুন নোটিশ জারি করে ডিএ বৃদ্ধির সিদ্ধান্তে সীলমোহর রাজ্য সরকারের। জেনে নিন ডিএ আপডেট।
Government Employees DA Hike
সত্যি বলতে অনেক দিন ধরেই অপেক্ষা চলছিল। তবে রাজ্য সরকারি কর্মীদের অপেক্ষার প্রহর যেন কাটছিল না। আর এরই মধ্যে এবার এক ধাক্কায় ১২ শতাংশ মহার্ঘ ভাতা (Dearness Allowance) বৃদ্ধির সিদ্ধান্ত নিল সরকার। বছরের শেষ পর্বে পৌঁছে রাজ্য সরকারি কর্মীরা পেলেন আকস্মিক উপহার। লাফিয়ে বৃদ্ধি পেল ডিএ। স্বাভাবিকভাবে, ১২% ডিএ বৃদ্ধি পেতে সরকারি কর্মীদের পকেটে ঢুকবে অতিরিক্ত টাকা। আর সেই আনন্দেই মুখে হাসি ফুটেছে সকল সরকারি কর্মীদের।
সরকারি কর্মীদের ১২% ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত!
বছরের শেষপর্বে সরকারি কর্মীদের দাবি রাখল হরিয়ানা সরকার। ১২% হারে বৃদ্ধি পেল ডিএ। আর এই সিদ্ধান্তের পরেই সরকারি কর্মীরা প্রতি মাসের হিসেব কষে নিয়েছেন। কারণ অ্যাকাউন্টে ঢুকবে অতিরিক্ত টাকা। তবে সুখবর শুধু এটাই নয়, রাজ্য সরকারি কর্মীদের পাশাপাশি কিন্তু বেড়েছে অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মীদের ডিয়ারনেস রিলিফ বা ডিআরও। আবার, একই সাথে মিলবে এরিয়ায়। অর্থাৎ বকেয়া দেওয়ার ঘোষণাও শোনা গেল হরিয়ানা সরকারের তরফে। সব মিলিয়ে বলাই যায় খুশির হাওয়া রাজ্যে।
হরিয়ানা রাজ্যের সরকারের অর্থ দফতরের তরফে ইতিমধ্যেই জানানো হলো, পঞ্চম বেতন কমিশনের আওতায় থাকা রাজ্য সরকারি কর্মী, অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের ১২ শতাংশ মহার্ঘ ভাতা এবং ডিআর বৃদ্ধি হবে। আর এই বর্ধিত ডিএ কার্যকর হবে ২০২৪ সালের জুলাই থেকে। রাজ্যের নয়া ঘোষণার ফলে এবার পঞ্চম বেতন কমিশনের আওতায় থাকা সকল রাজ্য সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্তরা ডিএ পাবেন ৪৫৫ শতাংশ হারে। এতদিন হরিয়ানা রাজ্যের সরকারি কর্মীরা ৪৪৩ শতাংশ হারে ডিএ পেতেন। নভেম্বরের বেতনের সঙ্গেই এবার বর্ধিত হারে ডিএ মিলবে। এদিকে, জুলাই থেকে অক্টোবর, এই চার মাসের বকেয়া ডিএ সরকারি কর্মীদের হাতে আসবে জানুয়ারিতে।
এক ধাক্কায় 3000 টাকা বেতন বাড়ল রাজ্য সরকারি কর্মীদের। কাদের বেতন বাড়ল?
প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যের সপ্তম বেতন কমিশনের আওতায় থাকা কর্মচারীরা ৫৩ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। তবে এবার কেন্দ্রের দেখানো পথে একের পর এক রাজ্য যখন ক্রমাগত ডিএ বাড়িয়ে চলেছে তখন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি কার্যত অনিশ্চিতে। সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা কবে বাড়ানো হবে, আপাতত সে বিষয়ে সরকার তরফে কিছু জানানো হয়নি। বর্তমানে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা ষষ্ঠ পে কমিশনের আওতায় মোট ১৪% হারে ডিএ পাচ্ছেন। এদিকে, আগামী বছরের শুরুতে সুপ্রিম কোর্টে উঠবে পশ্চিমবঙ্গের ডিএ মামলা। রাজ্য সরকারি কর্মীরা এখন তার অপেক্ষায়। এখন দেখা যাক, এই মামলার রায় আসে কোন দিকে।