DA Hike: বড় আপডেট! সরকারি কর্মীদের 12% ডিএ বৃদ্ধির ঘোষণা! অ্যাকাউন্টে ঢুকবে অতিরিক্ত টাকা
বড় খবর! সরকারি কর্মীদের ১২% ডিএ বাড়ল।
সরকারি কর্মীদের জন্য দারুন সুখবর। ডিএ বৃদ্ধির (DA Hike) ঘোষণা করল সরকার। বছরের শুরু থেকে সরকারি কর্মীরা মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণার দিকে তাকিয়ে থাকেন। ডিএ বৃদ্ধি পেলে সরকারি কর্মীদের পকেটে আসবে অতিরিক্ত টাকা। সরকার তাই কর্মীদের ডিএ বৃদ্ধি (DA Hike Update) করবে কবে সেই ঘোষনার অপেক্ষায় থাকেন সকলেই। চলতি বছর ডিএ বৃদ্ধি করে সরকারি কর্মীদের মুখে হাসি ফুটিয়েছে কেন্দ্র। বর্তমানে ৫৩ শতাংশ হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। আর এবার মহার্ঘ ভাতা বৃদ্ধির নতুন ঘোষণায় চারিদিকে হইচই পড়ে গেল। তাহলে জেনে নেওয়া যাক নতুন ডিএ বৃদ্ধির আপডেট।
Government Employees DA Hike 2024
দেশের কেন্দ্রীয় সরকার, সম্প্রতি কর্মীদের সুবিধার কথা চিন্তা করে কর্মীদের জন্য মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধি (DA Hike) করেছে। যা কিনা রাজ্য সরকারি কর্মীদের মধ্যে বেশ হইচই সৃষ্টি করেছে। ভারতের বর্তমান মুদ্রাস্ফীতির সমস্যা এবং তার সঙ্গে পাল্লা দিয়ে ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় মোকাবেলায় সহায়তার জন্য ডিএ বৃদ্ধি করা অবশ্যম্ভাবী হয়ে পড়ে।
সরকারি কর্মীদের জন্য ডিএ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আগে কেন্দ্রীয় সরকার ৫০% থেকে মহার্ঘ ভাতা আরও ৩ শতাংশ বৃদ্ধি করেছিল। নতুন করে সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির হার ৫৩ শতাংশ হয়েছে। অর্থাৎ কেন্দ্রীয় সরকারী কর্মচারীরা মোট ৫৩% হারে ডিএ পাচ্ছেন। কিন্তু পঞ্চম এবং ষষ্ঠ বেতন কমিশনের অধীনে দেশে কর্মরত কেন্দ্রীয় কর্মীদের জন্য আবার একটি সুখবর রয়েছে। এই নতুন আপডেট থেকে জানা যাচ্ছে, দেশে কর্মরত সকল কর্মীদের জন্য আবার নতুন করে ডিএ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।
আর এই বৃদ্ধি স্বাভাবিক ভাবেই অনেক বেশি। ইতিমধ্যে যে বিষয়টি জানা গিয়েছে যে, সরকারি কর্মীদের পঞ্চম বেতন কমিশনের অধীনে মোট ১২% ডিএ এবং ষষ্ঠ বেতন কমিশনের অধীনে ৭% ডিএ বৃদ্ধি করা হবে। অর্থাৎ এবার থেকে সরকারি কর্মীরা যারা পঞ্চম বেতন কমিশনের অধীনে কর্মরত, সেই সকল কর্মীদের জন্য যে ১২% ডিএ বৃদ্ধি পাবে, তা সেই সকল কর্মীদের মূল বেতনের ৪৫৫%-এর মূল ডিএ-তে নিয়ে আসবে।
ইতিমধ্যে যে আপডেট সামনে আসছে, সেখান থেকে বলা যায় যে, এই নতুন ডিএ হার কার্যকর হবে এই বছরের ১ জুলাই থেকে। যার অর্থ হল সরকারি কর্মীরা এবার থেকে আগের তুলনায় অনেক বেশি ভাতা পাবেন। আবার এও জানা যাচ্ছে যে, ষষ্ঠ বেতন কমিশনের অধীনে থাকা কর্মীদের জন্য, ডিএ বৃদ্ধি পাবে ৭% হারে। এটি আসবে ২৩৯% থেকে ২৪৬%-এ। আর এই বৃদ্ধিও কার্যকর হবে ১ জুলাই থেকে। জেনে নিন যে, সরকারি কর্মীরা এবার থেকে অতিরিক্ত তিন হাজার টাকা পাবেন।
কর্মীদের জন্য দুর্দান্ত সুখবর! স্যালারি ছাড়াও অ্যাকাউন্টে ঢুকবে অতিরিক্ত 6000 টাকা
কেন্দ্রীয় সরকারের ডিএ সংশোধনী
সাধারণত দেশের সরকার প্রতিবছর দুইবার করে ডিএ সংশোধন করে। সাধারণত, একবার প্রত্যেক বছরের শুরুর দিকে অর্থাৎ জানুয়ারিতে আর এক বার হয় জুলাই মাসে। সাধারণত মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয়ের উপর ভিত্তি করে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা নির্ধারণ করা হয়। যদিও কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে মহার্ঘ ভাতা সংশোধনীর পর এই বর্ধিত হরে ডিএ বৃদ্ধি পাচ্ছেন, কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে পরিস্থিতি একেবারেই আলাদা। সরকারি কর্মীরা শতবার নিজেদের দাবি দাওয়া তুলে ধরলেও সরকার বিষয়টিতে মোটেও হেলদোল করছে না। রাজ্য সরকারি কর্মীদের ডিএ এখনও ১৪% তে আটকে আছে। আদালতে চলছে মামলা। এখন দেখা যাক কবে পশ্চিমবঙ্গের সব সরকারি কর্মীদের দাবি পূরণ হয়।