Gratuity Hike: সরকারি কর্মীরা পাবেন 25 লাখ টাকা। অবসরের পর বিশেষ সুবিধার ঘোষণা করল সরকার। দেখে নিন বিস্তারিত
Government Employees Gratuity Hike
সরকারি কর্মীদের গ্যাচুইটি বৃদ্ধির (Gratuity Hike) সুখবর। সরকার (Central Government) প্রায়শই কর্মীদের জন্য বিশেষ বিশেষ সুবিধার ঘোষণা করে থাকে। এবারেও তার ব্যতিক্রম হলো না। একদিকে ডিএ-সহ অন্যান্য ভাতা আবার অন্যদিকে সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা করা হয় সময় বিশেষে। আর তার মাঝেই এবার সরকারি কর্মীদের গ্যাচুইটি বৃদ্ধি করা হল। অবসরের পর সরকারি কর্মীরা পাবেন ২৫ লাখ টাকা।
Government Employees Gratuity Hike
বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Government Employees) মহার্ঘভাতা ছড়িয়েছে ৫০ শতাংশ। এখন তাঁরা পাচ্ছেন ৫৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা। আর এই মহার্ঘ ভাতা বৃদ্ধির কারণে এবার সরকারি কর্মীরা ১ জানুয়ারি ২০২৪ থেকে অবসর নেওয়ার সময় পাবেন ২৫ লক্ষ টাকা পাবেন গ্র্যাচুইটি হিসেবে।
আগে যার পরিমাণ ছিল ২০ লক্ষ টাকা। মনে রাখবেন, এই ২৫ লক্ষ টাকা গ্র্যাচুইটির উপর কিন্তু কোনো কর দিতে হবে না। বেসরকারি খাতের কর্মীদের জন্য এখনও পর্যন্ত গ্র্যাচুইটির পরিমাণ সীমা ২০ লক্ষ টাকা। আর সেখানেই স্থির হয়ে আছে।
What Is Gratuity?
এখান থেকে একটা প্রশ্ন আসে, গ্র্যাচুইটি আসলে কী? আসলে এই গ্র্যচুইটি হল একটি পুরস্কারের মত। যা কিনা সংস্থায় কাজ করার জন্য কর্মীদের দেওয়া হয়ে থাকে। যখন একজন কর্মী তাঁর অবসর সময়ে দীর্ঘ বছর কোনো সংস্থায় কাজ করেন, তখন সেই কর্মীকে সংস্থা ছাড়ার সময় এই গ্র্যাচুইটির টাকা দেওয়া হয়ে থাকে।
তবে একজন কর্মী ন্যূনতম ৫ বছর কোনো সংস্থায় কাজের পরে যখন তিনি সেই সংস্থা ছাড়েন তখন এই গ্র্যাচুইটি পেতে পারেন। এই গ্র্যাচুইটি আসলে একজন কর্মীর গ্রস বেতনের একটি অংশ, যা নিয়মিত রূপে একজন কর্মীকে দেওয়া হয় না।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের বকেয়া DA এবার মিলবে? বহুদিনের আশা পূরণ হবে?
সেই টাকা এককালীন হিসেবে দেওয়া হয় কর্মীকে। সেক্ষেত্রে প্রতি বছর একজন কর্মীর জন্য ২৪০ কর্মদিবসের হিসেবে এই গ্র্যাচুইটি গণনা করা হয়ে থাকে। কর্মী ৫ বছর কাজ করার পর সেই গ্র্যাচুইটি পান।
সরকারি কর্মীরা ২৫ লক্ষ টাকা গ্র্যাচুইটি পাবেন
সম্প্রতি একটি অফিস মেমোরান্ডাম জারি করেছে ডিপার্টমেন্ট অফ পেনশন অ্যান্ড পেনশনার্স ওয়েলফেয়ার। যেখানে সরকারি কর্মীদের গ্র্যাচুইটির ঊর্ধ্বসীমা বাড়ানো হয়েছে সপ্তম পে কমিশনের নিয়মে। উল্লেখ করা হয়েছে যে, কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ৫০ শতাংশ ছাড়িয়ে যাওয়ার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারি কর্মীদের পেনশন পেতে দেরি হবে 2 বছর। অবসরের বয়স নিয়ে নয়া সিদ্ধান্ত
নির্দেশিকায় এও বলা হয়েছে যে, সপ্তম পে কমিশনের নিয়ম অনুসারে সরকার সিদ্ধান্ত গ্রহণ নিয়েছে। এদিকে, সেন্ট্রাল সিভিল সার্ভিসেস ২০২১ অনুসারে এখন কেন্দ্রীয় সরকারি কর্মীদের সর্বোচ্চ গ্র্যাচুইটির সীমা করা হয়েছে ২৫ লক্ষ টাকা। এই বর্ধিত গ্রাচুইটির সীমা কার্যকর হয়েছে ২০২৪ সালের ১ জানুয়ারি থেকেই।