Government Employees: সরস্বতী পুজোর আগে সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর দিল পশ্চিমবঙ্গ সরকার। জারি হল নয়া বিজ্ঞপ্তি

Govt Employees Retirement Terminal Benefits Update

আগামীকাল সরস্বতী পুজো। আর তার আগে সরকারি কর্মীদের (Government Employees) জন্য সুখবর। রাজ্য সরকারের  তরফে জারি করা হল নতুন বিজ্ঞপ্তি। কিন্তু বিজ্ঞপ্তি ঠিক কি জানানো হয়েছে? আজকের প্রতিবেদন থেকে এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Notice For WB Government Employees

রাজ্য সরকারি কর্মীরা দীর্ঘদিন ধরেই লড়ছেন কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে। সরকারি কর্মীরা আন্দোলন চালাচ্ছেন এই নিয়ে। তবুও নতুন বছর আসতেও কাঙ্খিত ডিএ পাননি তাঁরা। এর মাঝে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর দিল রাজ্য সরকার। নতুন বছরের শুরুতে নয়া সুবিধার কথা জানিয়েছে অর্থদপ্তর। সম্প্রতি এই নিয়ে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

রাজ্য বাজেটে সরকারি কর্মীদের বকেয়া DA, প্যারাটিচার ও অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধি। কাদের কতটা বাড়ছে?

কিন্তু এখান থেকেই প্রশ্ন আসে, রাজ্য সরকারি কর্মীদের জন্য কোন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে পশ্চিমবঙ্গের অস্থায়ী, চুক্তিভিত্তিক এবং দৈনিক ভাতার কর্মীদের জন্য। আসলে সরকারি কর্মীরা তাঁদের অবসরের সময় এককালীন আর্থিক অনুদান পান। এবার থেকে আর সেই অর্থ পেতে আপনাদের অপেক্ষা করতে হবে না। সরকারি কর্মীরা তাঁদের অবসরের সঙ্গে সঙ্গেই হাতে পাবেন টাকা। পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি বড় উদ্যোগ নিয়েছে এই লক্ষ্যে যাতে অবসরের পর এককালীন টাকা পেতে সরকারি কর্মীদের আর দেরি না হয়।

সরকারি কর্মীদের 20% ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত। কাদের, কবে থেকে ভাতা বৃদ্ধি হচ্ছে?

সরকারি কর্মীদের জন্য বড় উদ্যোগ!

সরকারের সিদ্ধান্ত থেকে জানা যাচ্ছে, এবার থেকে পশ্চিমবঙ্গের রাজ্যের বিভিন্ন দপ্তরের অস্থায়ী কর্মীদের আর অবসরকালীন সুযোগ-সুবিধা অফলাইনে নয় বরং অনলাইন মাধ‌্যমেই প্রদান করা হবে। শুধু তাই নয়, জানানো হয়েছে যে, গোটা বিষয়কে ডিজিটাইজ করা হবে। সম্প্রতি এই সম্পর্কিত বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে অর্থ দপ্তর। অতএব নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবার থেকে সরকারি কর্মীদের ডিরেক্টরেট ও তার সমতুল সংস্থাগুলি এইচআরএমএস-এর মাধ্যমে ‘‌টার্মিলান বেনিফিট’‌পেতে অনলাইনে আবেদন জানাতে হবে। এর দ্বারা তাঁদের সময় বাঁচবে অনেকটাই। সব মিলিয়ে সরকারি কর্মীদের উপকার হবে। সরকারের নতুন সিদ্ধান্ত শুনে মুখে হাসি ফুটেছে তাঁদের।

Related Articles

Back to top button