Government Jobs In West Bengal 2022 – মাধ্যমিক পাশে বিনা পরীক্ষায় রাজ্যে নিয়োগ হতে চলেছে প্রায় 2600 কর্মী, জানুন বিস্তারিত।
Government Jobs In West Bengal 2022 – জলদি নিয়োগ হতে চলেছে সহকারী পদে।
চাকরি প্রার্থীদের জন্য একটি দুর্দান্ত খবর (Government Jobs In West Bengal 2022)। অনেকে মনে করেন সরকারি চাকরি পেতে একটা করতে লাগে অনেক পড়াশোনা। তবে সব ক্ষেত্রে কথাটি সঠিক নয়। সম্প্রতি রাজ্যের বেশ কয়েকটি জেলায় স্বাস্থ্য বিভাগের অধীনে প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি।
এবার আবারও নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গ সরকার (Government Jobs In West Bengal 2022)। রাজ্যের প্রতিটি জেলার প্রতিটি বিডিও অফিসে কথা গ্রাম পঞ্চায়েতে নিয়োগ হতে চলেছে রাজ্য স্বাস্থ্য বিভাগের অধীনে প্রায় ২৬০০ জন কর্মী। তাহলে দেরি না করে জেনে নেওয়া যাক নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য।
নিয়োগের স্থান- পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে রাজ্য স্বাস্থ্য বিভাগের অধীনে রাজ্যের প্রতিটি জেলার বিডিও অফিসে তথা গ্রাম পঞ্চায়েতে নিয়োগ হতে চলেছে কর্মী।
শূন্যপদের নাম- রাজ্যের প্রতিটি জেলায় তথা ব্লকে ব্লকে গ্রুপ ডি পদে প্রচুর কর্মী নিয়োগ হতে চলেছে। (Government Jobs In West Bengal 2022)
শূন্যপদ সংখ্যা- স্বাস্থ্য বিভাগের অধীনে প্রায় ২৬০০ জন কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য।
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা- ইচ্ছুক আবেদনকারীদের রাজ্যের যেকোনো স্বীকৃত স্কুল থেকে ন্যূনতম মাধ্যমিক পাস করতে হবে। তবে শুধুমাত্র মাধ্যমিক পাস করা প্রার্থীরা নন, উচ্চশিক্ষিত প্রার্থীরাও করতে পারবেন এই পদে নিয়োগের জন্য আবেদন। (Government Jobs In West Bengal 2022)
আবেদনের বয়সসীমা- মাধ্যমিক পাস করলে নারী পুরুষ নির্বিশেষে ১৮ বছর থেকে করা যাবে এই পদের জন্য আবেদন। তবে সর্বাধিক ৪০ বছর বয়স পর্যন্ত এই পদের জন্য আবেদন করতে পারবেন প্রার্থীরা।
আবেদন প্রক্রিয়া- (Government Jobs In West Bengal 2022)
১) নিচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়োগের আবেদনপত্রটি ওপেন করে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে হবে।
২) এরপর আবেদনপত্রে উল্লেখ করা সমস্ত যাবতীয় তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে।
৩) আবেদনকারীর নিজের নাম, বাবার নাম অথবা স্বামীর নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, লিঙ্গ, বসবাসের ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি সঠিকভাবে লিখে আবেদনপত্র পূরণ করতে হবে।
৪) তার সাথে আবেদনকারীর নিজের একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিতে হবে আবেদনপত্রে। কারণ পরবর্তীকালে এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় আপডেট এর মাধ্যমেই পাঠানো হবে। (Government Jobs In West Bengal 2022)
৫) আবেদনপত্রে চাহিদা অনুযায়ী সমস্ত গুরুত্বপূর্ণ নথিপত্র জেরক্স ও সেল্ফ অ্যাটেস্টেড করে এই আবেদনপত্রের সঙ্গে যুক্ত করতে হবে।
৬) তার সাথে আবেদনকারীকে নিজের একটি রঙিন পাসপোর্ট সাইজ ফটো এবং নিজের একটি স্বাক্ষর করে করে দিতে হবে। (Government Jobs In West Bengal 2022)
৭) এবার সমস্তকিছু ভালো করে চেক করে একটি খামের মধ্যে ভরে তা একটি নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে।
সরকারি এই স্কিমে বিনিয়োগ করলে 60 বছর থেকে 60 হাজার টাকা করে নিশ্চিত পেনশন। কিসে জানেন?
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র-
১) আবেদনকারীর বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা জন্ম প্রমাণপত্র। (Government Jobs In West Bengal 2022)
২) বসবাসের ঠিকানার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড কিংবা আধার কার্ড।
৩) সকল শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট বিশেষ করে,
মাধ্যমিকের এবং উচ্চমাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট, স্নাতক পাশের সার্টিফিকেট (যদি থাকে)।
৪) জাতিগত শংসাপত্র (যদি থাকে)
৫) পূর্বে কোনো কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট (যদি থাকে)
৬) সাম্প্রতিক তোলা নিজের একটি রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং স্বাক্ষর।
কর্মী নিয়োগ পদ্ধতি- (Government Jobs In West Bengal 2022)
১) আবেদনকারীদের এই পদে নিয়োগের জন্য নেওয়া হবে না কোন পরীক্ষা। শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে বেছে নেওয়া হবে যোগ্য প্রার্থীদের।
২) আবেদনপত্র জমা পড়ার পর শিক্ষাগত যোগ্যতার ওপর ভিত্তি করে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে।
৩) এরপর যোগ্য প্রার্থীদের বাড়িতে পোস্টের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে ইন্টারভিউয়ের কল লেটার।
৪) এরপর ইন্টারভিউয়ের দিনক্ষণ অনুযায়ী প্রার্থীদের ডাকা হবে বিডিও অফিসে। (Government Jobs In West Bengal 2022)
৫) ইন্টারভিউর মাধ্যমে, পার্সোনালিটি টেস্ট করে, ইন্টারভিউয়ের ডাকা আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতার তথা অ্যাকাডেমিক মার্কসের উপর ভিত্তি করে দেওয়া হবে নম্বর।
৬) এরপর যোগ্য প্রার্থীদের নাম নিয়ে তৈরি হবে একটি তালিকা।
৭) পরবর্তীকালে এই প্রার্থীদের ডাকা হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। (Government Jobs In West Bengal 2022)
৮) এরপর সমস্ত নথিপত্র ঠিক থাকলে যোগ্য প্রার্থীদের বাড়িতে বাই পোষ্টের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে চাকরিতে নিয়োগপত্র এবং করা হবে তাদের কাজে নিয়োগ।
চাকরী সংক্রান্ত আরও বিস্তারিত জানতে ফলো করতে পারেন রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগের অফিশিয়াল ওয়েবসাইট। প্রতিদিন আরো নিত্যনতুন খবরের আপডেট পেতে হলে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manisha Basak.
ইন্ডিয়া পোস্ট গ্রামীণ ডাক সেবক মেধা তালিকা 2022 কিভাবে চেক করবেন? জেনে নিন
A job
Please my job inter
Thanks
I want to do this. I passed high school. I’m a. Looking for work
Name. Minu khatun vill.Budigiram Distik. Birbhum. P/s.Budigiram.Block.margiram/২
Moudanga, parulia, purba burdwan, nadanghat, kalna, 713513
Website ta ektu bolben jekhan theke form ta download korbo ar submit kothay korte hobe seta ektu bolben?
Sir Ami madhyamik pas korechi Ami join dite chai
Nomoskar sir join hobe
Sir paise lagbe
Patpukur digha Nadia nakashipara 741154
Gone ki
I need a government job in Kolkata
Sir please 🙏
moktark893@gmail.com
moktark893@gmail.com
Where is the official website?
Mustahidur Rahaman
mustahidurrahaman718@gmail.com
Rebeka Aktar Banu
madhyamik pass
REBEKA AKTAR BANU
Madhyamik pass
Vill+po-Bhulki
Dist- Coochbehar
Police station- Shabganj
Pin on – 736134
Phone- 8597450964
Vill+po-Bhulki
Dist- Coochbehar
Police station- Shabganj
Pin on – 736134
Phone- 8597450964