Government Scheme: লক্ষ্মীর ভান্ডারের সঙ্গে আরও 1000 টাকা দেবে সরকার। ঘোষণা করলেন খোদ মুখ্যমন্ত্রী

Government Scheme Benifits For Womens

গত কয়েক বছরে চালু হওয়া মুখ্যমন্ত্রীর বিভিন্ন প্রকল্প (Government Scheme) রাজ্যবাসীকে নানাভাবে সাহায্য করে এসেছে। পশ্চিমবঙ্গ সরকার জনকল্যাণ স্বার্থে বিগত বছরগুলিতে একগুচ্ছ প্রকল্প চালু করেছেন। আর পশ্চিমবঙ্গ সরকারের এই সকল প্রকল্পগুলি জনসাধারণকে আর্থিক সাহায্য প্রদান করে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প হল লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar). যদি‌ আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করে থাকেন, আপনি যদি একজন উপভোক্তা হন তাহলেও আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন। আসুন জেনে নেওয়া যাক এই বিষয়ে ডিটেলসে।

WB Government Scheme Update

বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হওয়া লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মহিলারা পেয়ে থাকেন ‌প্রতিমাসে এক হাজার টাকা ‌ও ১২০০ টাকা আর্থিক সাহায্য। ‌গত কয়েক বছরে এই প্রকল্পের জন্য আবেদন জমা করেছেন প্রচুর মহিলা। শুধু তাই নয়, আগামী দিনেও অনেক মহিলার নাম নথিভুক্ত হতে চলেছে বলে জানা যাচ্ছে। প্রকল্পের জন্য আগ্রহী হয়ে উঠেছেন তাঁরা। আবার এও শোনা যাচ্ছে যে, খুব শীঘ্রই হয়তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আর্থিক সাহায্য বৃদ্ধি করবেন মুখ্যমন্ত্রী। সেক্ষেত্রে ১৫০০ ও ২০০০ টাকার আর্থিক সাহায্য মিলতে পারে। যদিও এখনো পর্যন্ত কোন সরকারি ঘোষণা হয়নি। ‌তবে আসন্ন বিধানসভায় ভোটের আগে মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিতে পারেন বলে ‌সূত্রের খবর। ‌

তবে লক্ষ্মীর ভান্ডার ছাড়াও রাজ্য সরকারের আছে আরও অনেক প্রকল্প। উদাহরণস্বরূপ বলা যায়, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা থেকে তরুণের প্রকল্প সহ আরও অনেক প্রকল্পের নাম। আবার রয়েছে, কন্যাশ্রী, তরুণের স্বপ্ন, শিক্ষাশ্রী প্রকল্প, যুবশ্রী, কর্মশ্রী-র মতো নানান প্রকল্প। পশ্চিমবঙ্গ সরকার চালু করেছিল সবুজ সাথী, যোগ্যশ্রী, কৃষক বন্ধুর মতো প্রকল্প। এই সকল প্রকল্পে মাসে মাসে টাকা পেয়ে থাকেন রাজ্যবাসী।

বাংলার মহিলা থেকে পুরুষ, যুবক থেকে যুবতী সকলের কথা মাথায় রেখেই এই সকল প্রকল্প চালু করা হয়েছে বঙ্গে। তবে আজকে আমরা একটি এমন প্রকল্প সম্পর্কে আলোচনা করবো, যে প্রকল্পটি রাজ্য সরকার চালু করেছে। লক্ষ্মীর ভান্ডার স্কিমে যারা উপভোক্তা, তাঁরা এবার লক্ষ্মীর ভান্ডারের পাশাপাশি এই প্রকল্পটি থেকেও আর্থিক সাহায্য পাবেন। জেনে নেওয়া যাক কোন প্রকল্পের কথা বলা হচ্ছে। ‌

মহিলাদের 10000 টাকা দিচ্ছে মোদি সরকার। এইভাবে আবেদন করুন

এই প্রকল্পে মাসে মাসে পাবেন ১০০০ টাকা!

এখানে উল্লেখ করা হচ্ছে রাজ্য সরকারি তরফে চালু হওয়া বিধবা ভাতা প্রকল্প (Bidhaba Vata Scheme) সম্পর্কে। বাংলার সরকার ২০১০ সালে এই প্রকল্পটি চালু করেন।‌ এই প্রকল্পের দ্বারা পশ্চিমবঙ্গের বিধবা মহিলারা প্রতিমাসে আর্থিক সাহায্য পান। রাজ্য সরকারি তরফে তাঁদের টাকা পাঠানো হয়। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা বিধবা মহিলাদের জন্য এই প্রকল্পটি বিশেষভাবে উল্লেখযোগ্য। এমনকি পশ্চিমবঙ্গে যারা বিগত ১০ বছর ধরে বসবাস করছেন এমন ব্যক্তিরাও এই সরকারি প্রকল্পের সুবিধা পাবেন।
নির্দিষ্ট নিয়ম মেনে আবেদন করলে প্রকল্পের টাকা পাঠিয়ে দেওয়া হবে সরাসরি সরকারের তরফে। ‌

লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে বড় ঘোষণা। লাখ লাখ মহিলার জন্য ভালো খবর। 

তবে, বিধবা ভাতা প্রকল্পটিতে আবেদন করার জন্য মৃত স্বামীর মৃত্যুর শংসাপত্র এবং তার যে কোনও পরিচয়পত্র থাকা বাধ্যতামূলক। প্রয়োজনীয় নথি হিসেবে থাকতে হবে- ভোটার আইডি কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, আয়ের শংসাপত্র, রেশন কার্ড, স্বামীর মৃত্যুর শংসাপত্র, মৃত স্বামীর আইডি-র মতো ডকুমেন্ট। বিধবা ভাতা প্রকল্পটির আবেদন করতে হবে সেই ব্যক্তির স্থানীয় এলাকায়। যেহেতু ডিসেম্বরে ফের ক্যাম্প হচ্ছে। সেখানেই আবেদন জমা করতে পারেন। এছাড়া, অনলাইন‌ মাধ্যমেও আবেদন জমা করা যাবে।

Related Articles

Back to top button