Government Scheme: লক্ষ্মীর ভান্ডারকে টেক্কা! নতুন বাজেটে মহিলাদের জন্য নতুন প্রকল্প। কী কী সুবিধে মিলবে?

New Government Scheme Launched For The Womens

বর্তমানে দেশ ও রাজ্যের সরকার একাধিক প্রকল্প (Government Scheme) নির্মাণ করে মহিলাদের জন্য। আর তার মধ্যে অন্যতম হল লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar) প্রকল্পটি। তবে এই নতুন বাজেটে কেন্দ্রীয় সরকার মহিলাদের স্বার্থে নতুন প্রকল্প এনেছে। আর সেই প্রকল্পে মিলবে দেদার সুবিধা। কি কি সুবিধা মিলবে? আসুন সেই বিষয়ে জেনে নেওয়া যাক।

Government Scheme For Womens 2025

সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফে বাজেট ২০২৫ (Budget 2025) প্রকাশ করা হয়েছে। তৃতীয়বার বাজেট পেশের সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নির্মলা সীতারমন এই দেশের জনগণের জন্য একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। যেখানে বাজেটের শুরুতেই বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কৃষক এবং কৃষি উন্নতির জন্য। তবে শুধু তাই নয়, এই বাজেটে মহিলাদের জন্যেও নতুন ঘোষণা হয়েছে। অনেকে মনে করছেন, নির্মলা সীতারমন (Nirmala Sitaraman) কেন্দ্রীয় বাজেটে মহিলাদের জন্য যে প্রকল্পের ঘোষণা করেছেন তা পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে টেক্কা দিতে পারে।

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বছর শেষে সুখবর দিলেন মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গ সরকারের নয়া সিদ্ধান্ত কি?

বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মহিলারা প্রতি মাসে এক হাজার টাকা ও বিশেষ শ্রেণীভুক্ত অর্থাৎ সংরক্ষিত মহিলারা প্রতিমাসে বারোশো টাকা করে পান। ইতিমধ্যে শোনা যাচ্ছে, আগামী দিনে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আর্থিক সাহায্যের পরিমাণ বাড়তে পারে। সেক্ষেত্রে মহিলারা মাসে ২ হাজার টাকা পেতেও পারেন। তবে এবার লক্ষ্মীর ভান্ডারকে টেক্কা দিতে চলে এসেছে নতুন প্রকল্প।

বড় খবর! মহিলারা প্রতিমাসে পাবেন 32,000 টাকা।

বাজেটে অর্থমন্ত্রীর নতুন প্রকল্প!

এবারের বাজেট ২০২৫ (Budget 2025) কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন, এবার দেশের ৫ লক্ষ SC এবং ST মহিলাদের জন্য চালু করা হচ্ছে একটি নতুন প্রকল্প। মহিলাদের জন্য এই প্রকল্প বিশেষভাবে সুবিধাজনক হতে চলেছে। এই প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে নিমেষেই প্রকল্প টেক্কা দেবে। আগামী দিনে এই প্রকল্প নিয়ে আরো ডিটেলসে জানা যাবে। মহিলারা কি সুবিধা পেতে চলেছেন তাও জানা যাবে। এমনিতেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জনপ্রিয়তা অসীম। তবুও বিভিন্ন মহল এ বিষয়ে সন্দিহান যে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটিকে আদৌ নতুন প্রকল্প টেক্কা দিতে পারবে নাকি।

Related Articles

Back to top button