Government Scheme: ধামাকা খবর! পুজোর আগে মহিলাদের অ্যাকাউন্টে 10,000/- টাকা পাঠাচ্ছে সরকার! কিভাবে পাবেন জানুন

মহিলাদের জন্য একাধিক পদক্ষেপ এনেছে কেন্দ্র ও রাজ্য সরকার। গৃহীত হয়েছে বেশ কিছু প্রকল্প। সরকারি প্রকল্পগুলির (Government Scheme) সহায়তায় বহু মহিলা সুবিধা পেয়েছেন। বর্তমানে রাজ্যে একাধিক প্রকল্প চালু রয়েছে। যার মধ্যে অবশ্য উল্লেখযোগ্য প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার। আবার, অন্যান্য রাজ্যগুলির তরফেও গড়ে তোলা হয়েছে বিভিন্ন সরকারি প্রকল্প (Government Scheme).

যেমন উড়িষ্যা রাজ্যের সরকার সূচনা করেছে সুভদ্রা যোজনা (Subhadra Yojana). এই প্রকল্পের সহায়তায় প্রচুর মহিলা উপকৃত হচ্ছেন। সম্প্রতি শোনা যাচ্ছে, রাজ্যের মহিলাদের পাঠানো হচ্ছে কড়কড়ে ১০,০০০/- টাকা। পুজোর উপহার? কিভাবে পাবেন আপনি এই টাকা? আসুন জেনে নেওয়া যাক এই বিষয়ে বিস্তারিত।

জনতাকে গাড়ি কেনার টাকা দিচ্ছে সরকার! প্রধানমন্ত্রী আনলেন নতুন স্কিম! কিভাবে আবেদন করবেন জানুন

Government Scheme For Womens 2024

গত মঙ্গলবার দিন ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন। ১৭ সেপ্টেম্বর ২০২৪ তারিখে ৭৪ বছরে পা দিলেন তিনি। শোনা যায়, উড়িষ্যা রাজ্যে সরকারের পরিকল্পনা ছিল প্রধানমন্ত্রীর জন্মদিনের দিন সরকারি প্রকল্প সুভদ্রা যোজনার (Suvadra Yojana)-এর সূচনা করা। প্রধানমন্ত্রীর জন্মদিনের দিনেই পথচলা শুরু করবে প্রকল্প (Government Scheme).

আর সেই পরিকল্পনা মতই বন্দোবস্ত গ্রহণ করা হয়েছিল। উড়িষ্যা সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্প সুভদ্র যোজনার মাধ্যমে মহিলাদের আর্থিক সাহায্য করা হয়। সেক্ষেত্রে মহিলাদের অ্যাকাউন্টে ৫,০০০ টাকা করে বছরে দুবার আর্থিক সহায়তা পাঠায় সরকার। সেক্ষেত্রে দুবার পাঁচ হাজার টাকা করে বছরে ১০,০০০ টাকার আর্থিক সাহায্য পান মহিলারা।

ওড়িশা সরকার কর্তৃক চালু হওয়ার সুভদ্রা যোজনা আর্থিক সাহায্য পাঠাবে সেই রাজ্যের ২১ থেকে ৬০ বছর বয়সী মহিলাদের। বছরে মোট দুটি কিস্তিতে মহিলাদের একাউন্টে ক্রেডিট হবে ১০,০০০ টাকা। আগামী পাঁচ বছরে সব মিলিয়ে মোট ৫০ হাজার টাকা পাবেন ওড়িশা রাজ্যে বসবাসরত মহিলারা ৷ ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি মহিলাদের স্বার্থে এই প্রকল্পের সূচনা করলেন প্রধানমন্ত্রীর জন্মদিনের দিন। রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি জগতের যিনি নাথ অর্থাৎ ভগবান জগন্নাথের বোন সুভদ্রার নামে এই সরকারি প্রকল্পের সূচনা করলেন।

খুশির খবর! রাজ্যবাসীর অ্যাকাউন্টে ঢুকবে মাসে মাসে 6000 টাকা! পুজোর আগেই বিরাট সিদ্ধান্ত সরকারের

Government Scheme Subhadra Yojana

রাজ্যবাসী যে সকল মহিলারা এই সরকারি প্রকল্প-এর সুবিধা পেতে চান, তাঁদের অবশ্যই আধার নম্বর-এর সঙ্গে ব্যাংক একাউন্টের লিংক থাকতে হবে। এর পাশাপাশি সেই সকল মহিলাদের কেওয়াইসির ডিটেলস জমা দিতে হবে। তবেই সুভদ্রা যোজনার আর্থিক সাহায্য মিলবে। তবে সরকারি কর্মীরা ও যারা আয়কর জমা দেন তাঁদের জন্য এই প্রকল্প নয়। সমাজে আর্থিকভাবে দুর্বল মানুষেরা, যাদের স্বাবলম্বী হয়ে ওঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই সকল মহিলাদের জন্যেই রাজ্য সরকারের এই প্রকল্প। ‌

এছাড়া, আবেদনরত মহিলাকে ওড়িশার অধিবাসী হতে হবে৷ আবেদনকারী মহিলার কাছে অবশ্যই খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী রেশন কার্ড থাকতে হবে এবং গুরুত্বপূর্ণ শর্ত হল, আবেদনরত মহিলার পারিবারিক বার্ষিক আয় যেন ২.৫ লক্ষের বেশি না হয়। সুভদ্রা যোজনা আবেদন জমা করা যাবে অনলাইনে ও অফলাইনে। অনলাইনে ওয়েবসাইট মাধ্যমে ও‌ অফলাইনে ব্যাঙ্ক, পোস্ট অফিস অথবা কমন সার্ভিস সেন্টারে ভিজিট করে আপনারা এই প্রকল্পের আবেদন জমা করতে পারেন।

Purbasha