Holiday: বছরের শুরুতে ছুটি পড়ল বাংলায়! ছুটি বাড়িয়ে দিল রাজ্য সরকার? কবে থেকে পড়ছে ছুটি?

Government School Holiday 2025

সারা বছর ভর নানান ধরনের ছুটি (WB Holiday) পেয়ে থাকেন এই রাজ্যের স্কুল, কলেজের পড়ুয়া থেকে অফিস কর্মীরা। আর তার মাঝে হঠাৎ করে নতুন ছুটির খবর পেলে মুখে হাসি তো ফুটবেই। কিন্তু প্রশ্ন হলো, কবে থেকে পড়ছে ছুটি? অর্থাৎ কবে থেকে ছুটির ঘোষণা হয়েছে? ছুটির (WB Holiday) দিনক্ষণ কবে? কারাই বা পাচ্ছেন ছুটি? আসুন আজকের প্রতিবেদন থেকে এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।

WB Government Announced Holiday

রাজ্য সরকার বিভিন্ন কারণে ছুটির ঘোষণা করে থাকেন। বছরের বিভিন্ন সময়ে সেই ছুটি চলেই। তবে হঠাৎ হঠাৎ বিশেষ ছুটির ঘোষণাও করা হয়। যা হয়তো ছুটির তালিকার মধ্যে থাকে না। আসলে সামনেই বিধানসভা নির্বাচন। আর ইতিমধ্যে এই নির্বাচনকে পাখির চোখ তৃণমূল কংগ্রেস সরকার এর।

নির্বাচনকে সামনে রেখে ময়দানে নেমেছে শাসক দল-সহ নানান রাজনৈতিক দল। সকলেই সাধারণ মানুষের সুবিধার্থে বছরের শুরুতে নানান উদ্যোগ নিচ্ছে। তবে আমজনতার স্বার্থে সবথেকে বড় উদ্যোগ নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। তাই ফের একবার বাংলার নানান প্রান্তে আয়োজন শুরু হল দুয়ারে সরকার শিবিরের। আর তার ফলে যদিও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে রাজ্যের বহু সরকারি বিদ্যালয়কে।

দুয়ারে সরকারের জন্য স্কুল বন্ধ!

আসলে রাজ্য সরকার এই দুয়ারে সরকার শিবির শুরু করেছিল রাজ্য সরকারের নানান প্রকল্পের সুবিধা যাতে জনগণের নাগালে পৌঁছে যায় সেই কথা নিশ্চিত করতে। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ জুড়ে দফায় দফায় দুয়ারে সরকার ক্যাম্প (Duare Sarkar Camp) করে সাধারণ মানুষের দুয়ারে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছে।

অতিরিক্ত ৫ দিন ছুটি ঘোষণা করলো পশ্চিমবঙ্গ সরকার। কারা ও কিসের জন্য পাবে?

ইতিমধ্যে জানা যাচ্ছে যে, গত ২৪ জানুয়ারি থেকে রাজ্যের নানান প্রান্তে শুরু হয়েছে এই শিবির। এই শিবির আয়োজনের জন্য নেওয়া হয়েছে কয়েকটি বিদ্যালয়। দুয়ারে সরকারের কারণেই কোনো স্কুলে সম্পূর্ণ স্কুল ছুটি দিতে হচ্ছে, তো কোথাও আবার কয়েকটি পিরিয়ডের পর ছুটি দিয়ে দেওয়া হচ্ছে।

আসলে বাংলার এমন অনেক স্কুল আছে যেখানে বিদ্যালয়ের পরিকাঠামো ভালো। সেখানে দুয়ারে সরকারের কাজ চলাকালীন ক্লাস করানো যায়। তবে এখনো পর্যন্ত জেলায় এমন প্রচুর বিদ্যালয় রয়েছে, যেখানে ক্লাসরুমের সংখ্যাও কম।

সরকারি কর্মীদের পোয়াবারো! এক্সট্রা একদিন ছুটি দিল রাজ্য সরকার। কবে মিলছে ছুটি? জেনে নিন

সেখানে দুয়ারে সরকার চলাকালীন সমগ্র স্কুল ছুটি দিতে বাধ্য হয়েছেন কর্তৃপক্ষ। ছাত্রছাত্রীদের নিরাপত্তার কথা ভেবে বহু বিদ্যালয়ই পুরো ছুটি দিতে হচ্ছেই। আর সেই কারণেই নির্ধারিত ছুটির বাইরেও এক্সট্রা ছুটি পাচ্ছেন রাজ্যের স্কুল পড়ুয়ারা।

Related Articles

Back to top button