Government Plans 2024: ভাবা যায়! এবার বাড়িতে বসেই হয়ে যাবে সস্তার বাজার! নতুন পদক্ষেপ নিল রাজ্য সরকার
বর্তমান মূল্যবৃদ্ধির বাজারে জীবনধারণ করা এই কঠিন হয়ে দাঁড়াচ্ছে। জীবনযাপনের জন্য যা যা প্রয়োজনীয় সেই সমস্ত দ্রব্যের দাম যে হারে চড়েছে তাতে সাধারণ মানুষের চিন্তা বাড়ছে। খাদ্য থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বাজারে গিয়ে জিনিসপত্র ছুঁলেই যেন ছ্যাঁকা লাগছে! সাধারণ মানুষের চিন্তা এখনই যদি এই অবস্থা হয় আগামী দিনে কি হবে, সরকার কি কোনো পদক্ষেপ নেবে? (Government Plans)
অনেকদিন ধরেই বাংলার বাজারের শাক সবজির দাম অগ্নিমূল্য। উৎসবের মরশুম ছাড়াও দামের পারদ ঊর্ধ্বমুখী। এমন কি বর্ষার বাজারেও যথেষ্ট দাম শাকসবজির। আর সেটাই চিন্তা বাড়াচ্ছে সাধারণ মানুষের। আর তাই সরকারের তরফে এবার নেওয়া হলো বড়সড়ো উদ্যোগ (Government Plans)।
যাতে সাধারণ মানুষের জীবনযাপন কিছুটা সহজতর হতে পারে তার জন্যই সরকারের নতুন উদ্যোগটি (Government Plans)। এবার জনতা অনেক সস্তায় বাজার করতে পারবেন। বাড়ির কাছেই কিংবা বাড়িতে বসেই পেয়ে যাবেন সস্তার শাক সবজি (Government Plans)। তেমনি একটি উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। নদীয়ায় চালু হয়ে গিয়েছে এই পদ্ধতি।
আগামী দিনে সারা রাজ্যে ধীরে ধীরে সরকারের এই উদ্যোগ প্রসারিত হবে (Government Plans)। এর আগেও পশ্চিমবঙ্গ সরকার রাজ্যবাসীর জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ (Government Plans) গ্রহণ করেছে। আর এবারেও তার ব্যাতিক্রম হলো না। রাজ্যবাসীর জন্য সরকারের এই পদক্ষেপ এই পরিস্থিতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
কৃষকদের ফ্রিতে বিদ্যুৎ দিচ্ছে রাজ্য সরকার! কবে থেকে, কিভাবে পাবেন জেনে নিন
Government Plans: এবার বাজার করুন সস্তায়!
বিগত কয়েক মাস ধরে বাজারে রীতিমতো আগুন শাক-সবজির দাম। আর এই অধিক দাম দিয়ে শাকসবজি কিনতে গিয়ে রীতিমতো সমস্যায় এই রাজ্যের সাধারণ মানুষ। জিনিসপত্রের দামে রাশ টানতে এর আগেই উদ্যোগী হয়েছিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জিনিসের দাম নিয়ন্ত্রণের জন্য রাজ্য সরকার নির্দেশিকা জারি করার পাশাপাশি শুরু করে দিয়েছে স্থানে স্থানে সারপ্রাইজ ভিজিট (Government Plans 2024)।
সরকারের এই উদ্যোগ (Government Plans 2024) দু’দিন পরিস্থিতি ঠিক রাখলেও ফের নতুন ও বেশি দামে সবজি কিনতে বাধ্য হচ্ছেন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ। এমতবস্থায় রাজ্যের কিছু এলাকায় সবজি বিক্রয়ের জন্য ন্যায্য মূল্যের দোকান (Government Plans) চালু করে দিল পশ্চিমবঙ্গ সরকার। যেখানে খুব সস্তায় শাকসবজি কিনে নিতে পারবেন জনতা।
এখান থেকে ক্রয়ের পরে সাধারণ মানুষের কথায়, বাজারের দামের তুলনায় এই গাড়িতে সাধারণত কিছুটা কম দামেই শাকসবজি পাওয়া যাচ্ছে। আর এছাড়াও বাড়তি সুবিধা হল, সবজির জন্য থলে হাতে আপনাকে বাজারে ছুটতে হবেনা। কারণ আপনার বাড়ির সামনে থেকেই কিনে নিতে পারবেন।
স্বাভাবিকভাবেই রাজ্য সরকারের এই উদ্যোগের ফলে বর্তমানে বহু মানুষ উপকৃত হয়েছেন এবং উপকৃত হয়ে চলেছেন। আগামী দিনে এই ধরণের গাড়ি আরও বাড়ানোর দাবি তুলেছেন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ। রাজ্য জুড়ে সরকারের তরফে এই উদ্যোগ বঙ্গবাসীকে অনেকটাই সাহায্য করবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে মূল্য বৃদ্ধির বাজারে সাধারণ মানুষের সমস্যার কিছু সুরাহা হবে। আর এতেই খুশি বঙ্গবাসী।
রাজ্যের মহিলাদের এবার 5000 টাকা দেবে সরকার! প্রকল্পের ঘোষণা করে চমকে দিলেন মুখ্যমন্ত্রী
Government Plans: বাড়িতে বসেই সস্তার বাজার!
রাজ্য সরকারের এই উদ্যোগ বাস্তবায়ন হওয়ার দৃষ্টান্ত হিসেবে বলা যায় অতি সম্প্রতি জেলাশাসক এস অরুণ প্রসাদ কৃষ্ণনগরের প্রশাসনিক ভবন থেকে এই ন্যায্যমূল্যের ভ্রাম্যমাণ গাড়ির উদ্বোধন করলেন। সূত্রের খবর, এই গাড়িতে আলু বিক্রয় হচ্ছে ২৮ টাকা কেজি দরে, পেঁয়াজ বিক্রয় হচ্ছে ৩৮ টাকা কেজি দরে, পটল বিক্রি হচ্ছে ২০ টাকা কেজি দরে আর রসুন পাওয়া যাচ্ছে ২০০ টাকা কেজি দরে। এই গাড়ি থেকে বাজার করে খুশি সাধারণ মানুষ। রাজ্যে আরও এরকম গাড়ির সংখ্যা বাড়ুক চাইছেন সবাই। যেহেতু একদম বাড়ির কাছেই, তাই বাড়িতে বসেও জিনিসপত্র কিনে নেওয়া যাবে। অন্তত তেমনটাই জানা যাচ্ছে।
প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে কলকাতার বুকে সুফল বাংলা বিপণি এবং ভ্রাম্যমাণ গাড়ি চালু হয়েছিল। আর তাতে বেশ সুবিধা হয়েছিল এই রাজ্যের আমজনতার। গাড়িগুলিতে বাজারের চাইতে কম দামে শাকসবজি বিক্রি হত। নদীয়া জেলায় সম্প্রতি তেমনি একটি গাড়ি স্থানীয়দের মুখে হাসি ফুটিয়েছে।
বর্তমান মূল্য বৃদ্ধির বাজার নিয়ে বেশ চিন্তায় পশ্চিমবঙ্গ সরকার। জানা যায়, সরকারের তরফে আগামী দিনেও কিছু উদ্যোগ নেওয়া হতে পারে। বিশেষ করে সাধারণ মানুষের স্বার্থে এই উদ্যোগগুলি পরিচালিত হচ্ছে। বাংলার আমজনতা যাতে আগের মতই ব্যাগ ভর্তি বাজার করে বাড়ি ফিরতে পারে, তার জন্য এটি একটি প্রয়াস বলা চলে। আগামী দিনে গোটা রাজ্যে ধাপে ধাপে এই উদ্যোগের বাস্তবায়ন হতে চলেছে।