Ration 2024: রেশন নিয়ে সরকারের বড় পদক্ষেপ! এবার থেকে আরও বেশি রেশন পাবেন? জনসাধারণের জন্য সুখবর

রেশন ব্যবস্থা নিয়ে বড় পদক্ষেপের পথে সরকার

বাংলার জনসাধারণের জন্য রেশন (Ration) ব্যবস্থা খুব জরুরি একটি সরকারি পদক্ষেপ। পশ্চিমবঙ্গে বহু মানুষ রয়েছেন যারা প্রত্যেক মাসে রেশনের উপর নির্ভরশীল হয়ে থাকেন। সেই সকল মানুষদের জন্য মাঝেমধ্যেই নতুন করে পদক্ষেপ নেয় সরকার। তবে রেশন ব্যবস্থা নিয়ে অভিযোগের শেষ নেই। রেশন ব্যবস্থার দুর্নীতি রুখতে এবার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল
রাজ্য সরকার।

Big Step About Ration System By Government

পশ্চিমবঙ্গের মানুষ রেশন (Ration) এবং রেশন কার্ডকে খুব গুরুত্বপূর্ণ মনে করেন। আসলে রেশন কার্ড রাজ্যে বসবাসকারী দিন-দরিদ্র এমনকি নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত মানুষদের মানুষদের বিনামূল্যে রেশন সরবরাহ করে থাকে। আবার তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ করে থাকে। এমনিতে ভারতের মূল্য বৃদ্ধির ফলে সাধারণ মানুষের কাছে রেশন পাওয়া ভীষণভাবে জরুরী। কারণ, যে হারে সবকিছুর দাম বাড়ছে, তাতে রেশন ব্যবস্থার প্রতি মানুষকে আরো বেশি করে নির্ভরশীল হতে হচ্ছে। আর যত বেশি করে মানুষ রেশনের ওপর নির্ভরশীল হচ্ছেন তার আড়ালেই পড়ছে দুর্নীতির প্রকোপ। আর দুর্নীতি রুখতে গুরুত্বপূর্ণ পদক্ষেপের পথে রাজ্য সরকার।

রেশন নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ রাজ্য সরকারের!

পশ্চিমবঙ্গের প্রত্যেকটি রেশনের দোকানে আসছে নতুন করে পরিবর্তন। আর রেশন দোকানগুলিতে শোনা যাচ্ছে খুব শীঘ্রই একটি নতুন ব্যবস্থা চালু হবে। যাতে গ্রাহকদের মধ্যে কোনও বিভ্রান্তি না থাকে, তার জন্য সাহায্য করবে এই নতুন ব্যবস্থা। শুধু তাই নয়, রেশন দ্রব্য বিতরণে আরও স্বচ্ছতা আনবে এই নয়া পরিবর্তন।

ইতিমধ্যে পরিসংখ্যান বলছে, বাংলার পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের অধীনে মোট 8.81 কোটি গ্রাহক রয়েছেন। আর সকলেই এই নতুন সিস্টেম থেকে নিঃসন্দেহে উপকৃত হবেন। নতুন স্লিপগুলির প্রবর্তন বাংলার মানুষের রেশন ব্যবস্থা সম্পর্কে যে কোনও ভুল ধারণা অথবা বিভ্রান্তিকে দূর করবে।আদিকে রেশনের নিয়মে স্বচ্ছতা আনতে শীঘ্রই এই নতুন স্লিপ সিস্টেম বাংলায় চালু করা হবে।

বর্তমানে সাধারণ মানুষের কাছে এটি স্পষ্ট নয় কেন্দ্রীয় সরকারের দেওয়া রেশন আইটেম এবং রাজ্য সরকারের দেওয়া রেশন আইটেমগুলির মধ্যে কোনটি কেন্দ্র দিচ্ছে আর কোনটি রাজ্য সরকার দিচ্ছে। তবে আগামী দিনে, যা জানা যাচ্ছে, এই নতুন রেশন স্লিপগুলিতে উল্লেখ করা হবে যে, রেশনের ঠিক কোন অংশ কোন সরকার দিচ্ছে বা কোন সরকারের কাছ থেকে আসছে। অর্থাৎ এর মানে হল, রেশনে কোন সরকার কী সহায়তা করছে তা সাধারণ মানুষ খুব সহজেই জেনে যাবেন। আর এই বিষয় নিয়ে পুনরায় আর কেউ বিভ্রান্ত হবেন না।

শুধু তাই নয় যা জানা যাচ্ছে, যে রেশন স্লিপগুলি দেওয়া হবে সেগুলিতে একটি বিশেষ ধরনের লোগো যুক্ত করা হবে। কোন লোগো থাকবে? আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গরিব কল্যাণ যোজনা কেন্দ্রীয় সরকারের এক কল্যাণমূলক কর্মসূচির লোগো এখানে অন্তর্ভুক্ত করা হবে। এই লোগোটি PMGKY স্কিমের অধীনে কেন্দ্র সরকার দ্বারা কোন কোন দ্রব্য সাধারণ মানুষকে সরবরাহ করা হচ্ছে তা আলাদা করে শনাক্ত করতে সাহায্য করবে। ইতিমধ্যে দেখা যাচ্ছে, ভারতের অন্যান্য রাজ্যে এই নিয়ম চালু করা হয়েছে। আর শীঘ্রই পশ্চিমবঙ্গেও এই নিয়ম চালু করা হবে।

চালু হলো নতুন গ্রিন রেশন কার্ড। কী কী সুবিধা মিলবে? কিভাবে পাবেন এই রেশন কার্ড?

প্রসঙ্গত উল্লেখ্য, পশ্চিমবঙ্গে যে রেশন স্লিপগুলি চালু করা হবে সেগুলি প্রধানত রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনবে বলেই মনে করা হচ্ছে। গ্রাহকরা জানতে পারবেন তাঁরা কেন্দ্র এবং রাজ্য সরকার এর তরফে ঠিক কী পাচ্ছেন। আর রেশন ব্যবস্থার প্রতি জনসাধারণের আরও আস্থা তৈরি করতে এই স্লিপ সাহায্য করবে বলে আশা রেখেছে সরকার।

Related Articles

Back to top button