ডিএ DA SC HC Update

ডিএ সংক্রান্ত বিষয়ে কর্মচারীদের উদ্বেগের শেষ নেই। সাধারণ সরকারী কর্মীদের বেতন বৃদ্ধির বিভিন্ন উপায় থাকলেও পেনশন প্রাপকদের একমাত্র উপায় হল মহার্ঘভাতা বা Dearness Allowance. সরকার, কর্মীদের বকেয়া ডিএ মেটানো হোক বা হোক নতুন করে কোন ঘোষণা, সংসদে তার আলোচনা একটি বিশেষ গুরুত্ব বহন করে। তবে এবারে জেনে নেওয়া যাক, বকেয়া DA নিয়ে কি আলোচনা হল সংসদে? পাওয়া গেল কোন ইঙ্গিত? কবে নাগাদ মিলবে বকেয়া, আজকের আলোচনায় জেনে নেওয়া যাক।

Advertisement

বকেয়া ডিএ নিয়ে অর্থমন্ত্রীর মন্তব্যে উদ্বেগ বাড়বে কর্মীদের মনে।

এই বছরে সরকারী কর্মীদের DA সংক্রান্ত ভালো খবর হয়তো পাওয়ার কথাই ছিল না, কারণ দেশ প্রায় গত 2 বছর মহামারীর কবলে থাকার ফলে সারা দেশের অর্থনীতি খুব একটা ভালো পরিস্থিতির মধ্য দিয়ে যায় নি। এর ফলে সরকারী কর্মীদের DA বৃদ্ধি স্থগিত ছিল। তবে কর্মীদের প্রাপ্য যে তারা পাবেন, সে বিষয়ে অবশ্য সন্দেহ নেই কোন পক্ষেরই। তবে সংসদে এই বকেয়া সংক্রান্ত আলোচনায় উঠে এল কিছু তথ্য, যা জেনে রাখা প্রত্যেক কর্মীর অবশ্য কর্তব্য।

বছরের শুরুতেই কি মিলতে চলেছে কোন বিরাট সুখবর! কারণ, ইতিমধ্যেই যেহেতু সংসদে আলোচনা হচ্ছে তবে মিলতে পারে কি কোন খুব শীঘ্রই বকেয়া। 18 মাসের বকেয়া কি তাহলে এবারে পেতে চলেছেন সরকারী কর্মীরা! সংসদে চলছে শীতকালীন অধিবেশন। এই অধিবেশনে সরকার যেহেতু এই বিষয়টি নিয়ে আলোচনায় আছে, সুতরাং ভালো খবর আসতে পারে খুব শীঘ্রই। তবে সেই বকেয়া কবে দেওয়া হবে, তা নিয়ে এখনো স্পষ্ট করে কিছুই জানা যায় নি।

Ads

এই বিষয়ে সম্প্রতি রাজ্যসভার এক সাংসদ নারায়ণভাই জে রাথওয়া সংসদে ডিএ প্রসঙ্গে একটি প্রশ্ন উত্থাপন করেছিলেন। রাজ্যসভায় তিনি জিজ্ঞাস্য ছিল, সরকার কি কর্মচারীদের বকেয়া ডিএ পরিশোধ করবে? এই প্রশ্নবাণের জবাব দিয়ে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানান, “করোনাকালে 18 মাসের বকেয়া ডিএ নিয়ে কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীদের কাছ থেকে অনেক দাবি এবং আবেদন আমরা পেয়েছি। করোনার সময় অর্থনৈতিক সমস্যার কারণে ওই ডিএ বকেয়া পড়েছিল। সেই ডিএ দেওয়া নিয়ে সরকার এখনও কোনও পরিকল্পনা করেনি”।

Advertisement

আর এই মন্তব্য নিয়ে বকেয়া মহার্ঘভাতা পাওয়া নিয়ে সন্দেহ দানা বেঁধেছে কেন্দ্রীয় সরকারী কর্মীদের মধ্যে। তাহলে কি এই DA থেকে তারা বঞ্ছিতই থেকে যাবেন? আবার মাঝে মাঝেই বিভিন্ন সংবাদ মাধ্যমে ঝড় ওঠে এই 18 মাসের বকেয়া ডিএ নিয়ে। সরকারের এই মনোভাব প্রকট হওয়ার পর কর্মচারী ইউনিয়নের ক্ষোভ দেখা দিয়েছে। কর্মচারী ইউনিয়নের বক্তব্যে, “ডিএ-র ওই টাকা আটকে রাখা যাবে না। করোনার সময় মহার্ঘ ভাতা না বাড়ালেও কর্মীরা কাজ করেছেন। কর্মীরা যথেষ্ট সময় অপেক্ষা করেছেন”।

Advertisement

বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, 18 মাসের বকেয়া ডিএ এর টাকা না দেওয়ায় সরকারের 34 হাজার কোটি টাকা বাঁচবে। আগামী বছর অর্থাৎ 2023 সালের জানুয়ারি মাস থেকে AICPI এর হিসেব অনুযায়ী 3-4% হারে বাড়তে পারে মহার্ঘ ভাতা। কিছুদিন আগেই কেন্দ্রীয় কর্মীদের 2022 সালের দ্বিতীয় কিস্তির মহার্ঘভাতা বৃদ্ধি হয়েছে। যেহেতু নিয়ম করেই প্রতি বছর DA বাড়ছে 2 বার করে, সুতরাং বকেয়া DA যে কর্মীরা পাবেন, এ বিষয়ে আশাবাদী সরকারী কর্মীরা।

Ads

সাপ্তাহিক রাশিফল (19-25শে ডিসেম্বর, 2022) – এ সপ্তাহের ভাগ্যলেখা। দেখে নিন।

সরকার যখনই মহামারীর পর থেকে DA কে আবার আগের মতোই দিতে শুরু করেছে, তখন থেকেই সরারি কর্মীদের মধ্যে মহার্ঘভাতা সংক্রান্ত হিসাব করা শুরু করেছেন অনেকেই। তবে খবর অনুসারে, এই আবহেই যেহেতু এই বিষয়টি সংসদে উত্থাপিত হয়েছে, সেহেতু মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা হতে পারে 2023 সালের মার্চ নাগাদ। তবে তা পূর্বের রীতিমতো কার্যকরী হবে 2023 সালের জানুয়ারি মাস থেকেই। তবে পশ্চিমবঙ্গের ডিএ মামলা কবে সমাধান পাবে, তানিয়ে বেশ চিন্তিত রাজ্য সরকারী  কর্মী মহল।

কেন্দ্রের শ্রমমন্ত্রক থেকে প্রকাশিত বিভিন্ন তথ্য অনুযায়ী সেপ্টেম্বরে অল ইন্ডিয়া কনজিউমান প্রাইস ইনডেক্স তথা AICPI এর সূচক অনুসারে ছিল 131.2 যেখানে অক্টোবরে তা বেড়ে হয়েছে 132.5. অর্থাৎ জুন মাসের তুলনায় অক্টোবরের অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্সের সূচক 3.3 শতাংশ বেশি ছিল। এর থেকেই অনুমান করা হচ্ছে, পরেরবার কেন্দ্রীয় কর্মীদের মহার্ঘভাতা 4-5 শতাংশ বাড়বে। তবে পশ্চিমবঙ্গের সরকারী কর্মীরা প্রতি মাসেই ডিএ এর সংবাদের জন্য মরিয়া হয়ে থাকেন।

গ্রাহক টানতে Jio এর চমক, 100 টাকার কমে সবচেয়ে সস্তার মোবাইল রিচার্জ প্ল্যান বাজারে এলো।

সুপ্রিম কোর্টের SLP মামলার শুনানি পিছিয়ে গিয়েছে। সেই শুনানি হতে পারে জানুয়ারির মাঝামঝি। সেক্ষেত্রে কি রায় আসতে পারে সেটাই দেখার। তবে রাজ্যের পেনশন প্রাপকদের বিগত বেশ কয়েক বছর যাবত হচ্ছে না কোন রকম বেতন বৃদ্ধি। কারণ তাদের ক্ষেত্রে থাকে না কোন রকমের বার্ষিক ইঙ্ক্রিমেন্ট।

DA বাড়লেই তাদের পেনশনে বৃদ্ধি ঘটে। আজ পশ্চিমবঙ্গের ডিএ কনটেম্পট মামলা ওঠে হাইকোর্টে। তবে সুপ্রিম কোর্টে মামলা চলছে, তাই আজ আবার তারিখ দেওয়া হয় আগামী 8ই ফেব্রুয়ারী, 2023 তারিখে। এই সংক্রান্ত যে কোন রকমের আপডেট পেতে সদা নজর রাখুন আমাদের ওয়েবসাইটে। ধন্যবাদ।
Written by Mukta Barai.

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *