Pay Commission – জানুয়ারিতেই বকেয়া DA সহ, বেতন বাড়ছে সরকারী কর্মীদের, ধোয়াশা নয়, সরকারি বিবৃতি পাওয়া গেল।

খুব শিগগিরই সরকারি কর্মীদের অ্যাকাউন্টে Dearness Allowance এর মোটা অঙ্কের টাকা ঢুকতে পারে। Pay Commission সুত্রে এমনটাই জানা যাচ্ছে। এই বিষয়ে কেন্দ্রীয় সরকার দ্রুত সিদ্ধান্ত ঘোষণা করতে পারে।

জানা গিয়েছে, সরকারি কর্মচারীরা তাদের 7th Pay Commission এর বেতন কাঠামো অনুযায়ী বকেয়া ডিএ পাবেন। ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের জুন মাস পর্যন্ত কেন্দ্রীয় সরকারি কর্মীদের DA বকেয়া রয়েছে। সরকারি কর্মচারীদের পাশাপাশি পেনশনভোগীরাও DA পেয়ে থাকেন।

মোটা টাকা ঢুকতে চলেছে সরকারি কর্মীদের পকেটে, Pay Commission এর হিসাবে কত পাবেন, দেখুন।

অতিমারির সময়ে কেন্দ্রীয় সরকার কর্মচারীদের 7th pay commission এর ১৮ মাসের DA আটকে রেখেছিল। সেই বকেয়া ডি এ কেন্দ্রীয় সরকারি কর্মীরা দীর্ঘদিন ধরেই মিটিয়ে দেওয়ার জন্য দাবি জানিয়ে আসছিলেন। জানা গিয়েছে, এবার কেন্দ্রীয় সরকার ১৮ মাসের সেই বকেয়া DA মিটিয়ে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে।

প্রসঙ্গত AICIP মেনে প্রতি ৬ মাস অন্তর সরকার ও Pay Commission কর্মচারীদের এই DA বাড়িয়ে থাকে। এর আগে সেপ্টেম্বর মাসে DA বৃদ্ধি করা হয়েছিল। সরকারি কর্মীদের ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছিল। এখন বর্তমানে তারা ৩৮% হারে ডিএ পান। সরকারি কর্মীরা এবার তাদের বকেয়া ডিএ পাওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন।

PNB গ্রাহকেরা আর টাকা তুলতে পারবেন না, একাউন্ট বাঁচাতে কি করবেন দেখুন।

সরকার যদি বকেয়া DA দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় তাহলে সরকারি কর্মীরা ২ লাখ টাকা পর্যন্ত পেতে পারেন। লেভেল ১ কর্মীদের জন্য বকেয়া DA ১১৮৮০ টাকা থেকে ৩৭৫৫৪ টাকা পর্যন্ত হতে পারে। লেভেল ১৩ কর্মীরা ১ লক্ষ ২৩ হাজার টাকা থেকে ২ লাখ ১৫ হাজার টাকা পর্যন্ত বকেয়া DA পেতে পারেন। লেভেল ১৪ কর্মীরা বকেয়া DA ১ লাখ ৪৪ হাজার টাকা থেকে ২ লাখ ১৮ হাজার টাকা পর্যন্ত পেতে পারেন।

এসে গেল পোস্ট অফিস এর সেরার সেরা স্কীম। মাত্র ২০০ টাকায় হয়ে যান লাখপতি।

শুধু তাই নয়, কেন্দ্রী অর্থমন্ত্রক সুত্রে জানা গেছে, 7th Pay Commission অনুযায়ী জানুয়ারি ২০২৩ থেকে আরও ৪% DA ঘোষণা করতে পারে মোদী সরকার। এদিকে পশ্চিমবঙ্গেও ৩ থেকে ৬% DA ঘোষণার কথা শোনা গেছে। যদিও এই নিয়ে অফিসিয়ালি কোনও তথ্য না থাকলেও, কেন্দ্রীয় সরকারী কর্মীদের যে বেতন বাড়ছে, সেই ব্যাপারে এক প্রকার নিশ্চিত।

2000 টাকার নোট বাতিল, কাছে থাকলে ব্যাংকে দৌড়ান।

সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, সরকারি কর্মীদের বকেয়া ডিএ দেওয়ার বিষয়ে Pay Commission ও অর্থমন্ত্রকের সঙ্গে জাতীয় কাউন্সিলের বেশ কয়েকবার আলোচনা হয়েছে। এখনো পর্যন্ত সরকারিভাবে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে যদি সরকার কর্মচারীদের বকেয়া DA প্রদান করে তাহলে কর্মীদের অ্যাকাউন্টে বিপুল পরিমাণে টাকা চলে আসবে।
Written by Rajib Ghosh.

সুখবর বাংলা

1 thought on “Pay Commission – জানুয়ারিতেই বকেয়া DA সহ, বেতন বাড়ছে সরকারী কর্মীদের, ধোয়াশা নয়, সরকারি বিবৃতি পাওয়া গেল।”

Leave a Comment