Salary Hike: আর চিন্তা নেই! অবশেষে বড় আপডেট সরকারি কর্মীদের জন্য। ডিসেম্বর মাসেই পাচ্ছেন সুখবর

Government Employees 8th Pay Commission Update

সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির (Salary Hike) সম্ভাবনা আরও তীব্র হল। এতদিন ধরে অপেক্ষা করেছেন সরকারি কর্মীরা। এবার চলতি মাস ডিসেম্বরেই মিলতে চলেছে সেই বহু প্রতীক্ষিত সুখবর। বেতন বৃদ্ধি হবে সরকারি কর্মীদের। ডিএ বৃদ্ধির পর এই দুর্দান্ত সুখবরে লাখ লাখ সরকারি কর্মীর ভাগ্য খুলবে। পকেটে আসবে মোটা অংকের টাকা। তাহলে আর দেরি কেন? শীঘ্রই জেনে নেওয়া যাক নতুন কোন আপডেট পেতে চলেছেন আপনারা।

Government Employees Salary Hike

চলতি বছর দীপাবলীর সময় কেন্দ্রীয় সরকার ডিএ বৃদ্ধি করেছে সরকারি কর্মীদের। বছরের শুরুর দিকে একবার মহার্ঘ ভাতা বৃদ্ধি হলেও এবার ফের সরকারি কর্মীরা (Government Employees) পেয়েছিলেন উপহার। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। আগামী দিনেও সরকারি কর্মীদের ডিএ ফের বাড়তে পারে বলে খবর। সেক্ষেত্রে বছরের শুরুতেই সুখবর মিলতে পারে। আপাতত সরকারি কর্মীদের জন্য নতুন আপডেট চলে এসেছে। আর সেই আপডেট সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি কেন্দ্রিক।

পে-কমিশন নিয়ে বড় আপডেট!

সরকারি কর্মীদের জন্য নতুন বেতন কমিশন (8th Pay Commission) কবে গঠন হবে, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। বেতন কমিশন সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠকে বসার কথা ছিল সরকারি কর্মীদের ইউনিয়নগুলির। তবে এখনো পর্যন্ত সেই বৈঠক হয়নি। এরমধ্যে একাধিক রিপোর্টে এই দাবি করা হচ্ছে যে বৈঠকটি আয়োজিত হতে পারে এই ডিসেম্বরে।

এই বিষয়ে আগে বলা হচ্ছিল, ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসাল্টেটিভ মেশিনারির বৈঠক হতে চলেছে এই নভেম্বরেই। তবে আসলে তা হয়নি। ইতিমধ্যে ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসাল্টেটিভ মেশিনারির সদস্যদের মধ্যে আছেন বহু আমলা এবং সরকারি কর্মী ইউনিয়নগুলির নেতারা। পূর্বে কর্মীবর্গ এবং প্রশিক্ষণ দফতরের সচিব পদে ছিলেন বিবের যোশী।

৫% DA বৃদ্ধির ঘোষণা সরকারের। স্বস্তি রাজ্য সরকারি কর্মীদের

সূত্র মারফত খবর মিলেছে যে, কর্মীবর্গ ও প্রশিক্ষণ দফতরের সচিবের বদলির কারণেই নভেম্বরে এই জেসিএম বৈঠকটি হয়নি। আর কেন্দ্রীয় সরকারি কর্মী দের ইউনিয়নগুলির সঙ্গে এখনও অষ্টম বেতন কমিশন গঠন নিয়ে সরকারের আলোচনা সম্ভব হয়নি।স্বাভাবিকভাবেই নতুন বেতন কমিশন গঠন হলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম বেতন বাড়বে। আর তাই আশায় বুক বেঁধেছেন সরকারি কর্মীরা।

অনুমান করা হচ্ছে সরকারি কর্মীদের নূন্যতম বেতন বেড়ে হতে পারে ৫১,৪৮০ টাকা। আর অষ্টম বেতন কমিশনের আওতায় সরকারি কর্মীরা যেমন সুবিধা পাবেন, ঠিক তেমন ভাবেই ফিটমেন্ট ফ্যাক্টরের সুবিধা পাবেন অবসরপ্রাপ্ত কেন্দ্রের কর্মীরাও। বেতনের পাশাপাশি বাড়বে পেনশন। প্রচুর বাড়বে। জানিয়ে রাখি, বর্তমানে এমনকি পেনশন ১৮৬ শতাংশ বৃদ্ধি পেতে পারে বলেও খবর। সরকারি কর্মীদের ন্যূনতম পেনশন ২৫ হাজার ৭৪০ টাকায় পৌঁছে যেতে পারে।

চুপিসারে সরকারি কর্মীদের ডিএ বাড়াল সরকার। ৯ লাখ সরকারি কর্মীর অ্যাকাউন্টে ঢুকবে কড়কড়ে নোট

সাধারণত, প্রতি দশ বছর অন্তর অন্তর একটি কেন্দ্রীয় বেতন কমিশন গঠন করা হয়। এর আগে সপ্তম বেতন কমিশন গঠন হয়েছিল ২০১৪ সালের ২৮ ফেব্রুয়ারি। সেই সময় দেওয়া সুপারিশগুলি কার্যকর হয় ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে। আর এবার দশ বছর হতে ২০২৬ সালের জানুয়ারি থেকে অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন শুরুর প্রস্তাব হয়েছে। এখন দেখা যাক, কি সিদ্ধান্ত হয়।

Related Articles

Back to top button