আধার কার্ড (Aadhaar Card)

বর্তমানে আধার কার্ড হচ্ছে সমস্ত রকমের সুবিধা পাবার মূল চাবিকাঠি। তার কারণ যে কোন ধরণের সরকারি সুবিধা পেতে গেলে যেটি সবার প্রথমে দরকার পড়ে সেটি হল এই AADHAAR Card. কেন্দ্রের বিশেষ ব্যবস্থাপনার ফলে সারা দেশের প্রত্যকেই এখন এই কার্ডের অধিকারী হয়েছেন। তবে এবারে আধার কার্ড থাকলেই প্রতি মাসেই মিলবে 3000 টাকা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Advertisement

ভারতের সাধারণ মানুষের সুবিধার্থেই তৈরি এই আধার।

বর্তমান সময়ে আধুনিকতার ছোঁয়া ছড়িয়ে গেছে সারা ভারতে। এর প্রধান কারণ হলো আধুনিক প্রযুক্তির মোবাইল। এপ্রান্ত থেকে অপ্রান্ত, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম – জুড়ে গেছে এই মোবাইল আর ইন্টারনেট এর দৌলতে। এর ফলে ভালো খবরগুলি যেমন সাধারণ মানুষের কাছে পৌঁছে যায়, ঠিক তার থেকে বেশি দ্রুত গতিতে পৌঁছে যায় খারাপ খবর।

এর মূল কারণ হল, এখনকার মানুষ পড়ে কম, দেখে বেশি। সেই কারণেই অনেকে বিভিন্ন খবর না পড়েই অকারণে এখানে ওখানে শেয়ার করে থাকে। আর এখন সোশ্যাল মিডিয়া হয়ে যাবার ফলে, যে যেমন পারছে, ভিডিও বানিয়ে আপলোড করে দিচ্ছে। সম্প্রতি এই প্রসঙ্গেই একটি নিউজ চারিদিকে শোনা যাচ্ছে যে, আধার থাকলেই মিলবে 3000 টাকা। এর সত্যতা কতটা? আসুন জেনে নেওয়া যাক।

Ads

একটি ইউটিউব চ্যানেল থেকে সম্পতি একটি ভিডিও আপলোড করা হয়েছে এই সম্পর্কে। সেখানে এই বিষয়টি বিস্তারিত ভাবে বলা হলেও তার সততা নিয়ে চারিদিকে উঠেছে নানা প্রশ্ন। তাদের দাবী এমন যে, আধার কার্ড থাকলেই তারা পাবেন 3 হাজার টাকা। এই ভিডিও আপনার নজরে এলে আপনিও আসল ঘটনা জেনে নিন।

Advertisement

এই ভিডিও সংক্রান্ত বিষয়ে টুইট করেছে পিআইবি তথা Press Information Bureau. প্রেস ইনফরমেশন ব্যুরো তথা PIB হল ভারত সরকারের নোডাল এজেন্সি যা প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াতে সরকারি নীতি, কর্মসূচি, উদ্যোগ এবং কৃতিত্বের তথ্য প্রচার করে। এই বিষয়ে ফ্যাক্ট চেক করার পরই মন্তব্য করেছেন তারা।

Advertisement

সাপ্তাহিক রাশিফল (26-31শে ডিসেম্বর, 2022) – বছরের শেষ সপ্তাহের ভাগ্যলেখা। দেখে নিন।

এই PIB দাবী করেছে যে, এই সংক্রান্ত প্রকাশিত সম্পূর্ণই ভুয়ো। তাদের দাবী, কেন্দ্রীয় সরকার এমন কোন রকম প্রকল্প চালু করে নি যে, আধার কার্ড থাকলেই প্রতি মাসে তারা পাবে 3000 টাকা। এটা ঠিক যে, আধার কার্ড থাকলে বিভিন্ন সরকারি প্রকল্পে আবেদন করা সম্ভব। তাই সঠিক তথ্য না জেনে কিছুই শেয়ার করলে সমস্যায় পড়বেন সাধারণ মানুষ।

Ads

এক্ষেত্রে বলে রাখা ভালো যে, এই ফ্যাক্ট চেক আপনিও করতে পারেন। এর জন্য PIB এর নির্দিষ্ট ওয়েবসাইট আছে। এছাড়া এর জন্য একটি Whatsapp নাম্বার আছে যেখানে আপনি ভিডিও পাঠিয়েও ফ্যাক্ট চেক করে নিতে পারেন। নাম্বার হলো – 08799711259. এছাড়াও আপনি মেইল পাঠাতে পারেন – pibfactcheck@gmail.com এই আইডি তে।

31 ডিসেম্বরের মধ্যে 555 দিনের জন্য এই ফাটাফাটি স্কিমে টাকা রাখলে পাবেন সর্বোচ্চ সুদ।

এই রকম আরও খবরের সন্ধান পেতে আমাদের ওয়েবসাইটে নজর রাখুন। এছাড়া চাকরী, ব্যবসা, সরকারি ও বেসরকারি প্রকল্প, টেলিকম অফার, স্কুল, কলেজ, সরকারি ও বেসরকারি চাকরী সংক্রান্ত নানা খবর পেতে নজর রাখুন আমাদের ওয়েবসাইটে। নিজের মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। ধন্যবাদ।
Written by Mukta Barai.

Advertisement
4 thoughts on “আধার কার্ড থাকলেই প্রতিমাসে পাবেন 3000 টাকা, আগে সঠিক নিয়ম জেনে নিন।”
  1. Rs.3000/-will not be received by Aadhaar cards from central govt. It is completely false . I have understood this . Thank you .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *