Ration: বিরাট খবর! তিন মাসের রেশন একসঙ্গে ফ্রিতে দিচ্ছে সরকার। রেশন পাওয়ার জন্য কোন নিয়ম মানতে হবে?
Rationing System In India
সাধারণ মানুষের জন্য সুখবর। একসঙ্গে তিন মাসের রেশন (Ration) ফ্রিতে পাবেন আপনারা। অন্তত তেমনটাই খবর পাওয়া যাচ্ছে। রেশনের উপর নির্ভরশীল মানুষের সংখ্যা যথেষ্টই বেশি। বিনামূল্যে রেশন বাড়ি এনে মূল্যবৃদ্ধির সঙ্গে যুদ্ধ করে বেঁচে আছে বহু দরিদ্র মানুষ। তাঁদের সবার জন্যই কিছুটা হলেও স্বস্তির খবর এটি। মাসে মাসে রেশন তুলতে যাওয়া মানুষেরা এবার একসঙ্গে তিন মাসের রেশন পেয়ে যাচ্ছেন।
তিন মাসের Ration একসঙ্গে পাবেন!
দরিদ্র মানুষদের কাছে নিত্য প্রয়োজনীয় জিনিস পৌঁছে দিতে ভারত সরকার নিয়েছে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। রেশন ব্যবস্থা (Rationing System) চালু হতে এদেশের বহু মানুষের অন্ন সংস্থান হয়েছে। মাঝে মধ্যেই রেশন নিয়ে সরকার নেয় বিভিন্ন জরুরী সিদ্ধান্ত। ঠিক যেমন এবার তিন মাসের রেশন একসঙ্গে দেওয়া সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর দ্বারা কারা উপকৃত হবেন, কিভাবে উপকার পাবেন, আজকের প্রতিবেদনে সে নিয়ে বিস্তারিত আলোচনা রইল।
একসঙ্গে তিন মাসের রেশন পাবেন কারা?
এখন নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন আসছে, তিন মাসের রেশন কি নির্দিষ্ট কিছু মানুষকে দেওয়া হবে নাকি সবাইকে? আসুন সেই বিষয়ে জানা যাক। নতুন সিদ্ধান্ত অনুসারে একসঙ্গে তিন মাসের রেশন দিচ্ছে সরকার। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারত সরকারের খাদ্য নিরাপত্তা আইনের অধীনে। তাই একসঙ্গে তিন মাসের রেশন তুললে সুবিধে পাবেন আপনিও।
অতএব এই নয়া সিস্টেমে জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অধীনে থাকা এদেশের মোট ৮০ কোটি রেশন কার্ডধারীরা সুবিধে পেতে চলেছেন। তিন মাসের রেশন দেওয়ার এই কার্যাবলী শুরু হয়েছে মে মাসের শেষের দিক থেকে। সিস্টেমে রেশন কার্ড (Ration Card) থাকা ব্যক্তিরা গম, চাল, অন্যান্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পেয়ে যাচ্ছেন।
আরও পড়ুন: মাসের শুরুতে রান্নার গ্যাসের দাম কমলো। কলকাতায় এলপিজি সিলিন্ডারের দাম কত হল, একনজরে জেনে নিন
কোন তিন মাসের রেশন একসঙ্গে পাবেন?
সরকারের নয়া সিদ্ধান্ত অনুসারে, জুন, জুলাই ও অগস্ট সাধারণ মানুষ এই তিনটি মাসের রেশন পাবেন একসঙ্গে বিনামূল্যে। সম্প্রতি কেন্দ্রীয় সরকার (Central Government) এই সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তটি নেওয়ার একমাত্র কারণ হল, দেশের কয়েক কোটি রেশন কার্ডধারী পরিবারের জন্য খাদ্য নিরাপত্তাকে নিশ্চিত করা।
কেন তিন মাসের রেশন একসঙ্গে দেওয়া হচ্ছে?
কেন্দ্রীয় সরকার তিন মাসের রেশন একসঙ্গে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তার প্রধান কারণ হল বর্ষা ঋতু। আসলে বর্ষাকালে রেশন বিলি করা আর রেশন সংগ্রহ করা দুই ঝামেলার। আর তাই বর্ষা শুরু হওয়ার আগেই তিন মাসের রেশন একসঙ্গে দিতে উদ্যোগ নিল সরকার। বৃষ্টি ও বন্যা পরিস্থিতি সৃষ্টি হলে ফ্রি রেশনের সরবরাহে বাধা এড়ানো সম্ভব হবে। কোনো পরিবার খাদ্য সংকটে পড়বে না।
আরও পড়ুন: প্রতি মাসে ৫০০০ টাকা পাবেন। পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পে কিভাবে আবেদন করবেন?
উপসংহার
রেশন ব্যবস্থার সুবিধা পেতে চাওয়া প্রত্যেক নাগরিককে এটা বুঝতে হবে রেশন (Rationing System) পেতে কিন্তু কার্ডের ই-কেওয়াইসি থাকা বাধ্যতামূলক। না হলে রেশন পাওয়ার ক্ষেত্রে সমস্যা হবে। এছাড়া সরকার তিন মাসের রেশন বিতরণ ছাড়াও, ফর্টিফাইড চাল সরবরাহের মাধ্যমে দেশের নাগরিকদের পুষ্টি উন্নত করছে।