Lakshmir Bhandar: 1000, 1200 অতীত! লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা বাড়ছে! প্রতিমাসে 2000 টাকা দেবে সরকার
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মাসে ২০০০ টাকা দেবে সরকার
পশ্চিমবঙ্গ সরকার মহিলাদের ক্ষমতায়নের জন্য কয়েক বছর আগে লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar) প্রকল্পের সূচনা করেন। এই প্রকল্পটি বর্তমানে সমাদৃত গোটা বাংলায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষদের স্বার্থে যে লক্ষ্মীর ভান্ডার স্কিমের সূচনা করেছিলেন বর্তমানে সেই প্রকল্পে টাকার পরিমাণ বাড়ছে বলে জানা যাচ্ছে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এবার ২০০০ টাকা দেওয়া হবে প্রতিমাসে।
WB Lakshmir Bhandar Scheme 2024
পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar) প্রকল্পে প্রাথমিকভাবে মহিলাদের ৫০০ টাকা ও ১০০০ টাকা করে দেওয়া হতো। বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা ১০০০ টাকা ও ১২০০ টাকা সাহায্য পান। সাধারণ শ্রেণীর মহিলাদের পশ্চিমবঙ্গ সরকার ১,০০০ টাকা এবং সংরক্ষিত শ্রেণীভুক্ত মহিলাদের সরকার ১২০০ টাকার আর্থিক সাহায্য করে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত ২০২১ সালের বিধানসভা ভোটের আগে বঙ্গনারীদের স্বার্থে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি ঘোষণা করেছিলেন।
চলতি বছরের লোকসভা ভোট চলাকালীন রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার পরিমাণ ফের বৃদ্ধি করে। আর এখন শোনা যাচ্ছে, আবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার পরিমান দ্বিগুণ করা হবে। নিঃসন্দেহে বলা যায়, পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পের দ্বারা প্রচুর মহিলা উপকৃত। রাজ্যের গণ্ডি ছাড়িয়ে সারা দেশে পরিচিত হয়েছে মুখ্যমন্ত্রীর লক্ষ্মীর ভান্ডার প্রকল্প।
বাংলার মহিলারা প্রকল্পের অর্থ দৈনন্দিন নিজেদের জীবনে ব্যবহার করেন। আবার,অনেক ক্ষেত্রে তাঁদের সংসারিক খরচ ও মহিলাদের ব্যক্তিগত খরচের ক্ষেত্রেও প্রকল্পের অর্থ প্রয়োজন হয়। তবে আপনারা যারা নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য নিজেদের আবেদন সাবমিট করতে চাইছেন, তাঁরা অবশ্যই নিয়ম মেনে নিজের আবেদন সাবমিট করবেন।
Lakshmir Bhandar Scheme Money Update
ইতিমধ্যে সবচেয়ে বড় যে খবর সামনে আসছে, এই প্রকল্পের টাকার পরিমান বাড়ছে। ইতিমধ্যে সূত্রের খবর, এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা রীতিমতো বৃদ্ধি পেতে চলেছে। কি জানানো হচ্ছে? এবারের দুর্গাপুজোর বিজয়া সম্মিলনী মঞ্চ থেকে এই ঘোষণা করা হয়েছে, ২০২৬ সালের বিধানসভা ভোটের সময় রাজ্যের মহিলাদের জন্য চালু হওয়া লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অনুদান বাড়িয়ে দ্বিগুন করা হবে। ১০০০ টাকার বদলে দুহাজার টাকা দেওয়া হবে বলে ঘোষণা করে দিলেন শাসকদলের এক প্রধান। আর এই কথাটি বলার পরেই সর্বত্র শুরু হল শোরগোল।
দুর্গাপুজোর পর রাজ্যের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়েছিল বিজয়া সম্মিলনী অনুষ্ঠান। যার মধ্যে পূর্ব মেদিনীপুরের পটাশপুরে সাউৎখণ্ড অঞ্চলে বিজয়া সম্মেলনী আয়োজন করা হয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। আর সেই অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে শাসকদলের প্রধান বিজনবন্ধু বাগ সরাসরি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অনুদান বাড়িয়ে দেওয়ার কথা ঘোষণা করেছেন। এই ঘোষণার পর সকলের মুখে ফুটেছে হাসি।
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ছে?
শাসকদলের অন্যতম প্রধান ব্যক্তি বিজয় বন্ধু বাগ বলেছেন, ‘আরজি কর কাণ্ডে সরকার সুবিচার চাইছে। তৃণমূল নেত্রী মানুষের এই আন্দোলনকে সম্মান করেছেন, সমর্থন করছেন।’ কিন্তু তিনি নিশানা করে বলেছেন মহিলাদের সামনে রেখে কিছু রাজনৈতিক দল তৃণমূলের বিরুদ্ধে কুৎসা করে বেড়াচ্ছে। এরপর তিনি বলেন, ২৬ সালের বিধানসভা নির্বাচনে লক্ষ্মীর ভাণ্ডারে এক হাজার টাকা বেড়ে একেবারে২০০০ করা হবে।” আর তার পরেই বিজনবন্ধু এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা বাড়ানোর কথাটি বলার পরেই চারিদিকে শুরু হয়ে যায় নানান আলোচনা।
অনেকেই বলছেন, তিনি তো পশ্চিমবঙ্গের কোনো মন্ত্রী নয় তাহলে তিনি কি করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানোর কথা ঘোষণা করতে পারেন। আরেকটি বিষয়ে উল্লেখ করতে হয়, প্রধান যখন অনুষ্ঠানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধির ঘোষণা করেছিলেন সেখানে উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক তৃণমূলের জেলা সভাপতি পীযূষ পন্ডা-সহ জেলা সভাধিপতি উত্তম বারিক সহ তৃণমূলের একাধিক নেতারা। যদিও এখনো পর্যন্ত সরকারিভাবে এই প্রকল্পের টাকা বৃদ্ধির কোন ঘোষণা করা হয়নি। এখন দেখা যাক ২৬ এর ভোটের আগে সরকার কোন নতুন সিদ্ধান্ত নেয় কিনা।