Ind Pak War: বন্ধ থাকছে ATM? রান্নার গ্যাস, জ্বালানি ও চাল, ডাল কিনে রাখতে হবে? গুজব নয়, সরকারের নির্দেশ জানুন
Government Announcement For Indian Citizens
ঘনীভূত হয়েছে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধকালীন অশান্ত (Ind Pak War) পরিস্থিতি। পেহেলগাও জঙ্গি হামলার বদলা নিতে সরাসরি পাকিস্তানে অবস্থিত জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে ভারত। তারপর থেকে সীমানার ওপার থেকে একের পর এক ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। একদিকে যেমন যুদ্ধকালীন পরিস্থিতি অন্যদিকে সাধারণ মানুষের মনে চিন্তা জাগছে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে। পরে হয়তো নিত্য প্রয়োজনীয় জিনিস অধিক দাম দিয়ে কিনতে হবে। এরই মধ্যে খবর ছড়াচ্ছে, দু-তিন দিন বন্ধ থাকতে পারে এটিএম। কিন্তু আসল সত্যি কি? আসুন দেখে নেওয়া যাক বিস্তারিত।
Ind Pak War & Government Instruction
দেশকে রক্ষা করতে ঝাঁপিয়ে পড়েছে ভারতীয় সেনাবাহিনী। পাকিস্তানকে নাস্তানাবুদ করতে বীর বিক্রমে প্রত্যাঘাত আনছে ভারত। এখন তো এই কথা স্পষ্ট, ভারত যু’দ্ধ চায়নি। কিন্তু ভারতকে আঘাত করলে সে ছেড়ে দেওয়ার পাত্র নয়। তাই পাকিস্তান কে শিক্ষা দিতে প্রস্তুত ভারতবর্ষ। তবে যু’দ্ধ পরিস্থিতিতে নানান ধরনের গুজব রটায়। তাই কেন্দ্রীয় সরকার ভারতবাসীকে সেই গুজবে কান দিতে মানা করেছে। কি বলা হচ্ছে, ভারত সরকার এর তরফে?
ভারতবর্ষে বন্ধ থাকবে এটিএম?
ইতিমধ্যে যে খবর সামনে আসছে, পাকিস্তানের সঙ্গে সংঘাতের আবহে ভারতে নাকি দু’তিনদিন এটিএম বন্ধ থাকতে পারে। কিন্তু কেন্দ্রীয় সরকার জানিয়ে দিল, তা নেহাতই গুজব। এই বিষয়ে গত শুক্রবার কেন্দ্রের তরফে জানানো হয়েছে একটি বিবৃতি। যে খবর রটেছিল, সাইবার হানা আশঙ্কায় নাকি দু’তিনদিন দেশজুড়ে এটিএম বন্ধ থাকবে। কিন্তু আসল কথা হল, এই দাবি পুরোপুরি মিথ্যে। এটিএম বন্ধ থাকছে না। অন্যান্যদের মতোই স্বাভাবিকভাবে এটিএম চলবে।
ইতিমধ্যে ভারতের সাইবার নিরাপত্তার নিশ্চিদ্র আবরণী বজায় রাখতে, বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ভারতের ডিজিটাল দুনিয়ায় যাতে কোনওরকম প্রভাব না পড়ে, মূলত তা নিশ্চিত করার উপরেই জোর দেওয়া হচ্ছে বলে খবর।
আরও পড়ুন: ভারত-পাক যুদ্ধের আবহে পেট্রোল-ডিজেল নিয়ে বড় খবর। চিন্তা বাড়ল আমজনতার
রান্নার গ্যাস, প্রয়োজনীয় সামগ্রী কিনে রাখবেন?
ভারত পাক সীমান্তবর্তী এলাকায় ব্ল্যাকআউট পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সীমান্ত এলাকার মানুষদের যথাযথ নিরাপত্তা দিতে প্রস্তুত ভারতীয় সেনা। তবে ব্ল্যাকআউট পরিস্থিতিতে হাতের কাছে প্রয়োজনীয় সামগ্রী নিয়ে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। তবে আগের থেকে প্রচুর পরিমাণে জ্বালানি, রান্নার গ্যাস, নিত্য প্রয়োজনীয় সামগ্রী কেনার যে হিড়িক পড়েছে তা কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, এখনই প্রয়োজন নেই।
ইন্ডিয়ান অয়েলের তরফেও দেশবাসীকে অহেতুক উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। দেশবাসী জেনে রাখুন, অহেতুক আতঙ্কিত হয়ে জ্বালানি তেল বা এলপিজি গ্যাস সিলিন্ডার কেনার কোনও দরকার নেই। কারণ ইন্ডিয়ান অয়েলের কাছে এখনো যথেষ্ট পরিমাণে জ্বালানি তেল বা এলপিজি গ্যাস সিলিন্ডার আছে।
আরও পড়ুন: ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হলে কি করবেন, কি করবেন না? নাগরিকদের জন্য বড় আপডেট
উপসংহার: যুদ্ধকালীন পরিস্থিতিতে চারিদিকে নানান ধরনের গুজব ছড়ায়। সাধারণ মানুষ যেন এই সকল গুজবে কান না দেন। সমাজ মাধ্যমে ছড়ানো গুজবকে প্রশ্রয় না দিয়ে এই সময় দেশের পাশে থাকুন। ভারতীয় সেনাবাহিনীর পাশে থাকুন। মনে রাখবেন, ভারতের ঐক্য ভারতের শক্তি।