Green Ration Card: চালু হলো নতুন গ্রিন রেশন কার্ড। কী কী সুবিধা মিলবে? কিভাবে পাবেন এই রেশন কার্ড?
পশ্চিমবঙ্গের মানুষের জন্য রেশন কার্ড (Ration Card) অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা দেশের মানুষের কাছেই রেশন কার্ড কতটা জরুরী সেটা আলাদা করে বলার নয়। এই রেশন কার্ড ব্যবহার করে বিনামূল্যে খাদ্যশস্য পাওয়া যায়, আবার প্রয়োজনীয় নিত্যপ্রয়োজনীয় জিনিস কম দামে পাওয়া যায়।
তবে এবার রাজ্যে চালু হলো গ্রিন রেশন কার্ড বা সবুজ রেশন কার্ড। যার দ্বারা জনসাধারণ বাড়তি উপকার পাবেন। আজ এই প্রতিবেদনে আমরা আলোচনা করব নতুন গ্রিন রেশন কার্ড প্রসঙ্গে। কিভাবে এই রেশন কার্ড দ্বারা আপনি উপকার পেতে পারেন, নতুন চালু হওয়া এই রেশন কার্ড থেকে কি কি সুবিধা পাওয়া যায়, সবকটি বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে।
Green Ration Card In India
রাজ্যবাসীকে প্রধানত ১ টাকা কেজি দরে চাল এবং অন্যান্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিতরণ করার জন্য চালু হয়েছিল গ্রিন রেশন কার্ড (Green Ration Card). যদিও পরে এই নিয়ম পরিবর্তন করে ঝাড়খন্ড সরকার। এই রাজ্যের দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষেরা গ্রিন রেশন কার্ডের এই সুবিধা পেয়ে থাকেন।
বর্তমানে ঝাড়খন্ডে ১৭ লাখ গ্রাহক রয়েছেন গ্রীন রেশন কার্ডের। এখন সরকারের টার্গেট, নতুন করে আরও পাঁচ লাখ মানুষকে এই গ্রীন রেশন কার্ড দেওয়া হবে। নতুন গ্রীন রেশন কার্ড দেওয়ার কারণে রাজ্যের কার্ড ধারকের সংখ্যা সবমিলিয়ে ২০ লাখের বেশি হবে, ঝাড়খন্ড রাজ্যের সরকার টার্গেট নিয়েছে আগামী কয়েক বছরের মধ্যে সংখ্যাটা পঁচিশ লাখে নিয়ে যাওয়ার জন্য।
বিজয়ার উপহার! টানা 5 বছর ফ্রিতে রেশন পাবেন! বাম্পার ঘোষণা সরকারের
Green Ration Card Benifits In India
ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন সম্প্রতি এক বৈঠক করেন। আর এই বৈঠকে সরকার রেশন ব্যবস্থার কিছু পরিবর্তন করেছে। এই বৈঠকের পর জানা যাচ্ছে, চলতি অক্টোবর মাসের ১ থেকে ১৫ তারিখের মধ্যে ২০২৩ সালের ডিসেম্বর মাসের রেশন দেওয়া হবে। তারপর আবার ১৬ থেকে ৩১ অক্টোবরের মধ্যে চলতি বছরের অক্টোবর মাসের রেশন দেবে রাজ্য সরকার।
এরপর পরের মাসে অর্থাৎ নভেম্বরের ১ থেকে ১৫ তারিখের মধ্যে চলতি বছর তথা ২০২৪ এর জানুয়ারি মাসের রেশন এবং ১৬ থেকে ৩০ নভেম্বরের মধ্যে নভেম্বর মাসের রেশন দেওয়া হবে। এরপর একই নিয়মে ডিসেম্বর মাসে ফেব্রুয়ারি ২০২৪ এর রেশন ও ডিসেম্বর ২০২৪ মাসের রেশন ১ থেকে ১৫ এবং ১৬ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে দিয়ে দেওয়া হবে।
পুজোর মাঝে রেশন কার্ড নিয়ে বড় ঘোষণা। এবার ব্যাপক সুবিধা পাবেন লাখ লাখ মানুষ
আরেকটি বিষয় জেনে রাখা জরুরী, গ্রীন কার্ডের বিশেষ একটি সুবিধা হল এই রেশন কার্ডের দ্বারা মাসে দুবার করে রেশন তোলা যাবে। একই সাথে যদি কোন মাসে একজন গ্রাহক রেশন না তোলেন, তবে তা পরের মাসে তিনি সেই রেশন একসঙ্গে তুলে নিতে পারবেন। ২০২৩ সালের ডিসেম্বর মাস থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এই ৩ মাস ধরে যারা রেশন পায়নি তারা রেশন পাবেন রেশন চলতি বছরের অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বরে ব্যাকলগ হিসেবে।
ঝাড়খন্ড রাজ্য সরকার এই নতুন নিয়ম চালু করায় মুখে হাসি ফুটেছে রাজ্যের অধিবাসীদের। এতদিন ধরে নির্দিষ্ট সময়ের মধ্যে যারা রেশন পায়নি তাদের চিন্তা দূর হয়েছে এবং আগামী দিনে যারা বিশেষ কারণে রেশন তুলতে পারবে না তাদেরও আর চিন্তা থাকবে না। কারণ, কোন একটি মাসের রেশন অন্য মাসেও একসাথে কালেক্ট করে নেওয়া যাবে।