বিদ্যুৎ বিল ফ্রি (Free Electricity Bill)

সম্পূর্ণ বিনামূল্যে এবার বিদ্যুৎ সরবরাহ (Free Electricity) করতে চলেছে রাজ্য সরকার। একটা নির্দিষ্ট ইউনিট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হবে, সম্পূর্ণটাই বিনামূল্যে। রাজ্যবাসীদের জন্য এই অফার ঘোষণা করেছে কর্ণাটক সরকার। সম্প্রতি বিধানসভা নির্বাচনে বিজেপিকে পর্যূদস্ত করে কর্নাটকে কংগ্রেস সরকার ক্ষমতা দখল করেছে। নির্বাচনে প্রতিশ্রুতি মতো রাজ্যবাসীকে বিভিন্ন পরিষেবা মূলক অফার দেওয়া শুরু করেছে কংগ্রেস সরকার।

Advertisement

কর্ণাটক রাজ্য সরকারের তরফে ইতিমধ্যেই ২০০ ইউনিট বিদ্যুৎ সম্পূর্ণ বিনামূল্যে (200 Units Electricity Bill Full Free) দেওয়ার জন্য প্রক্রিয়া শুরু করা হয়েছে। এই কারণে কর্ণাটক সরকারের তরফে গ্রূহ জ‍্যোতি যোজনা (Gruha Jyoti Yojana) নামে একটি প্রকল্প চালু করা হয়েছে। যদি কর্নাটকের বাসিন্দা হন, আর যদি ২০০ ইউনিট পর্যন্ত সম্পূর্ণ ফ্রি বিদ্যুৎ পেতে চান, তাহলে এক্ষুনি সরকারের সেবা সিন্ধু পোর্টালে (Seva Sindhu Portal) গিয়ে গ্রূহ জ্যোতি যোজনার জন্য আবেদন করুন।

কর্ণাটক সরকারের সেবা সিন্ধু পোর্টালে এই গ্রূহ জ‍্যোতি যোজনার মাধ্যমে আবেদন করে বিনামূল্যে বিদ্যুৎ পেতে পারেন। তবে তার জন্য অনলাইনে প্রথমেই সেবা সিন্ধু পোর্টালে আবেদন করে দিতে হবে। প্রক্রিয়াটি সম্পূর্ণ দেখে নিন।

Ads
  • প্রথমেই কর্ণাটক সরকারের সেবা সিন্ধু পোর্টালে গিয়ে গ্রূহ জ্যোতি যোজনা অপশনে সিলেক্ট করে রেজিস্ট্রেশন এর জন্য আধার নম্বর দিয়ে ক্যাপচা কোড লিখতে হবে।
  • এরপরে Next-এ ক্লিক করলেই Digilocker-এ পৌঁছে যাবেন।
  • তারপর সেখানে গিয়ে মোবাইল নম্বর, আধার নম্বর দিয়ে লগইন করতে হবে।
  • আধারের তথ্য দিয়ে OTPর মাধ্যমে সম্পূর্ণ ভেরিফাই করে নিন।
  • ভেরিফাই প্রক্রিয়া সম্পূর্ণ হলেই অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল।

কিভাবে আবেদন করবেন:

কর্ণাটক সরকারের সেবা সিন্ধু পোর্টালে গিয়ে মোবাইল নম্বর এবং ইমেইল আইডি দিতে হবে।
তারপরেই সমস্ত পরিষেবার একটি লিস্ট দেখতে পাবেন।
সেখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী অপশনটি সিলেক্ট করতে হবে।

Advertisement

আরও পড়ুন, ফ্রি রেশনে বড় ধাক্কা, কেন্দ্রের সিদ্ধান্তে মাথায় হাত কোটি কোটি রেশন গ্রাহকদের।

তারপর বিস্তারিত তথ্য দিয়ে পূরণ করে সাবমিট করতে হবে। একটি Application Reference Number আপনি পাবেন।
কর্ণাটক সরকারের তরফে জানানো হয়েছে, ১ আগস্ট ২০২৩ থেকেই গ্রূহ জ‍্যোতি যোজনার এই স্কিমটি সম্পূর্ণ লাগু হয়ে যাবে।

Advertisement

ফ্রি রেশনে বড় ধাক্কা, কেন্দ্রের সিদ্ধান্তে মাথায় হাত কোটি কোটি রেশন গ্রাহকদের।

রাজ্যবাসীকে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ সম্পূর্ণ ফ্রি সরবরাহ করতে চলেছে কর্ণাটক সরকার। সেই রাজ্যবাসির কাছে এটি একটি আকর্ষণীয় অফার।
যদিও বর্তমানে তীব্র গরমে লোড শেডিং এর পরিমানে বাড়ছে। আর এই সময়ে এই সুযোগ দিলে কর্ণাটক বাসীর পক্ষে সুবিধা হবে।

Ads
Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *