HDFC Badhte Kadam Scholarship 2022-23 সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত স্কলারশিপ। মাধ্যমিক, HS, কলেজ পড়ুয়া – সবাই পাবেন। জেনে নিন।

HDFC Badhte Kadam Scholarship for all. Apllication for HDFC Badhte Kadam Scholarship. All process for HDFC Badhte Kadam Scholarship. See Now. মেধার দাম আছে সর্বত্র। আর সেই মেধার কদর করতেই HDFC Bank এর তরফে আয়োজন করা হচ্ছে এই বিশেষ HDFC Badhte Kadam Scholarship. এর জন্য সকল মাধ্যমিক পাশ, উচ্চ মাধ্যমিক পাশ পড়ুয়ারা আবেদন জানাতে পারবেন। আসুন, আবেদন পদ্ধতি জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে।

HDFC Badhte Kadam Scholarship 2022-23 – এর জন্য আবেদন শুরু হল।

এই HDFC Badhte Kadam Scholarship 2022-23 পেতে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে। এক্ষেত্রে মাধ্যমিক পাশের পর থেকেই আবেদন করা যাবে। তথ্য অনুযায়ী সর্বোচ্চ 1 লক্ষ টাকা পর্যন্ত স্কলারশিপ পাওয়া সম্ভব। আবেদন এর পদ্ধতি সম্পূর্ণভাবে জেনে নেওয়া যাক।

মাধ্যমিকে আবেদনের যোগ্যতাঃ- HDFC Badhte Kadam Scholarship 2022-23
যে সমস্ত ছাত্রছাত্রীরা 10 শ্রেণী পাস করেছে এবং যারা ভারত জুড়ে স্বীকৃত স্কুল/কলেজে অর্থাৎ 11 বা 12 শ্রেণীতে অধ্যয়ন করছে তাদের জন্য থাকছে আবেদনের সুযোগ।
আবেদনকারীদের পূর্ববর্তী ক্লাস বা বোর্ড পরীক্ষায় কমপক্ষে 60% নম্বর পেতে হবে।
সমস্ত উৎস থেকে আবেদনকারীর বার্ষিক পারিবারিক আয় INR 6,00,000-এর নিচে হওয়া উচিত।

বিশেষ বিবেচনা করা হবে মেয়ে শিক্ষার্থীদের জন্য। এছাড়াও যে সকল শিক্ষার্থীরা যেকোন ধরনের সংকটের মধ্য দিয়ে যাচ্ছে (একজন পিতা-মাতা/উভয় পিতামাতাকে হারিয়েছে, পরিবারে মারাত্মক অসুস্থতা, ইত্যাদি)

তবে HDFC এবং Buddy4Study-এর কর্মচারীদের সন্তানরা যোগ্য নয়।
প্যান-ভারত থেকে ছাত্ররা যোগ্য।
সুবিধাঃ- 18,000 টাকা পর্যন্ত স্কলারশিপ পাওয়া যাবে।

একাদশ-দ্বাদশ শ্রেণীর জন্য যোগ্যতাঃ- HDFC Badhte Kadam Scholarship 2022-23
যে সমস্ত ছাত্রছাত্রীরা 12 শ্রেণী পাশ করেছে এবং যারা বর্তমানে ভারতের স্বীকৃত কলেজ বা বিশ্ববিদ্যালয়গুলিতে সাধারণ স্নাতক কোর্স (যেকোন বছর) যেমন বিকম, বিএসসি, বিএ, ইত্যাদি অনুসরণ করছে তাদের জন্য উন্মুক্ত।
আবেদনকারীদের পূর্ববর্তী ক্লাস বা বোর্ড পরীক্ষায় কমপক্ষে 60% নম্বর পেতে হবে।

সমস্ত উৎস থেকে আবেদনকারীদের বার্ষিক পারিবারিক আয় INR 6,00,000-এর নিচে হওয়া উচিত।
বিশেষ বিবেচনা করা হবে মেয়ে শিক্ষার্থীদের জন্য। যে শিক্ষার্থীরা যেকোন ধরনের সংকটের মধ্য দিয়ে যাচ্ছে (একজন পিতা-মাতা/উভয় পিতামাতাকে হারিয়েছে, পরিবারে মারাত্মক অসুস্থতা, ইত্যাদি)

HDFC এবং Buddy4Study-এর কর্মচারীদের সন্তানরা যোগ্য নয়। প্যান-ভারত থেকে ছাত্ররা যোগ্য।

HDFC Badhte Kadam Scholarship 2022-23 কি কি সুবিধা পাওয়া যাবে?
এক্ষেত্রে 30,000/- পর্যন্ত স্কলারশিপ পাওয়া যাবে।
দ্রষ্টব্য: বৃত্তির তহবিল শুধুমাত্র একাডেমিক খরচের উদ্দেশ্যে ব্যবহার করা যেতে পারে যার মধ্যে রয়েছে টিউশন ফি, পরীক্ষার ফি, বই, স্টেশনারি, অনলাইন লার্নিং এবং ইন্টারনেট/ডেটা প্যাক বিল পরিশোধ।

HDFC Badhte Kadam Scholarship 2022-23 নথিপত্র কি কি লাগবে?
1. পাসপোর্ট সাইজের ছবি
2. পূর্ববর্তী শিক্ষাগত যোগ্যতার মার্কশিট
3. একটি সরকার-প্রদত্ত পরিচয় প্রমাণ (আধার কার্ড/ভোটার আইডি/ড্রাইভিং লাইসেন্স/প্যান কার্ড)

4. চলতি বছরের ভর্তির প্রমাণ (ফির রসিদ/ভর্তি পত্র/প্রতিষ্ঠানের আইডি কার্ড/বোনাফাইড সার্টিফিকেট)
5. আবেদনকারী ব্যাঙ্কের পাসবুক/বাতিল চেক (তথ্যও আবেদনপত্রে ক্যাপচার করা হবে)
6. আয়ের প্রমাণ (নীচে প্রদত্ত তিনটি প্রমাণের যেকোনো একটি)

7. গ্রাম পঞ্চায়েত/ওয়ার্ড কাউন্সিলর/সরপঞ্চ দ্বারা জারি করা আয়ের প্রমাণ
8. এসডিএম/ডিএম/সিও/তহসিলদার দ্বারা জারি করা আয়ের প্রমাণ
9. হলফনামা

প্রতি বছর 42 হাজার 500 টাকার স্কলারশিপ পেতে আজই আবেদন করুন। সময় সীমিত। দেখবেন, সুযোগ হাতছাড়া না হয়!

10. পারিবারিক/ব্যক্তিগত সংকটের প্রমাণ (যদি প্রযোজ্য হয়)
11. আপনি কিভাবে আবেদন করতে পারেন?
12. নীচের লিঙ্কে গিয়ে ‘এখনই আবেদন করুন’ বোতামে ক্লিক করুন।

13. আপনার নিবন্ধিত আইডি দিয়ে Buddy4Study-এ লগইন করুন এবং ‘আবেদন ফর্ম পৃষ্ঠা’-এ যান।
14. নিবন্ধিত না হলে – আপনার ইমেল/মোবাইল নম্বর/জিমেইল অ্যাকাউন্ট দিয়ে Buddy4Study-এ নিবন্ধন করুন।

15. আপনাকে এখন ‘HDFC বাধতে কদম বৃত্তি 2022-23’ আবেদন ফর্ম পৃষ্ঠায় পুনঃনির্দেশিত করা হবে।
16. আবেদন প্রক্রিয়া শুরু করতে ‘Start Application’ বোতামে ক্লিক করুন।
17. অনলাইন আবেদনপত্রে প্রয়োজনীয় বিবরণ পূরণ করুন।

পরিবারের আয় একটু কম হলেই পড়াশোনার সব খরচ দিচ্ছে ষ্টেট ব্যাংক, আবেদন করলেই পাবে এই স্কলারশিপ।

18. প্রাসঙ্গিক নথি আপলোড করুন.
19. ‘টার্মস অ্যান্ড কন্ডিশনস’ স্বীকার করুন এবং ‘প্রিভিউ’ এ ক্লিক করুন।
20. আবেদনের সমস্ত বিবরণ সঠিকভাবে প্রিভিউ স্ক্রিনে প্রদর্শিত হলে, আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে ‘জমা দিন’ বোতামে ক্লিক করুন।

HDFC Badhte Kadam Scholarship 2022-23 ছাড়াও এমন আরও নানা ধরণের স্কলারশিপ এর খোঁজ পেতে আমাদের ওয়েবসাইটে নজর রাখুন। এছাড়া বিভিন্ন সরকারি চাকরি, স্কুল, কলেজ, সরকারি ও বেসরকারি নানা প্রকল্প সম্পর্কে জানতে আমাদের প্রতিবেদন দেখতে থাকুন। আপনার মন্তব্য জানাতে পারেন কমেন্ট বক্সে। ধন্যবাদ।
Written by Mukta Barai.

সম্পাদক

Leave a Comment