Scholarships – উচ্চশিক্ষা নিয়ে চিন্তিত? আবেদন করলেই মিলবে 75,000 টাকা।

Scholarships – জেনে নিন আবেদনের পদ্ধতি।

সন্তানের উচ্চশিক্ষা নিয়ে চিন্তিত? (Scholarships) তাহলে আজকের প্রতিবেদনটি অবশ্যই পুরো পড়তে হবে। অনেক পড়ুয়া এমনও আছেন, যাদের মেধাবী থাকা সত্ত্বেও শুধুমাত্র অর্থের অভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারেন না। তাদের জন্য এবার বড়োসড় সুযোগ আসতে চলেছে।

স্কলারশিপের নাম– HDFC Bank Parivartan’s ECS Scholarship 2022
শিক্ষাগত যোগ্যতা-
১) আবেদনকারীকে মাধ্যমিক / উচ্চমাধ্যমিক/ গ্রাজুয়েশন / উচ্চশিক্ষার ক্ষেত্রে অন্যান্য পরীক্ষায় কমপক্ষে ৫৫% নম্বর পেতে হবে।
২) পরিবারের বার্ষিক আয় ২,৫০,০০০ টাকার কম হতে হবে।
৩) ভারতীয় নাগরিক হতে হবে। (Scholarships)

মোবাইলে এই 13 টি নিষিদ্ধ অ্যাপ থাকলেই বিপদ, বিশদে জানুন

বৃত্তির অংক-
এই স্কলারশিপ বা বৃত্তির মাধ্যমে আবেদনকারীদের দেওয়া হবে বার্ষিক ১৫,০০০ টাকা থেকে ৭৫,০০০ টাকা।
আবেদন পদ্ধতি-
শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই জানানো যাবে আবেদন। অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করতে হবে। এরপর সেটি ‘submit’ করতে হবে। (Scholarships)

আবেদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নথিপত্র-
১) মাধ্যমিকের অ্যাডমিট কার্ড।
২) শেষ পরিক্ষার মার্কশিট।
৩) ভর্তির রশিদ বা পে স্লিপ।
৪) ব্যাংকের বইয়ের প্রথম পাতার জেরক্স।
৫) পাসপোর্ট সাইজের ছবি।
৬) জাতিগত শংসাপত্র (যদি থাকে)।
৭) পরিবারিক আয়ের প্রমাণপত্র।
৮) বাসস্থানের প্রমাণপত্র।
আরো বিশদে জানতে হলে নিচে দেওয়া অফিশিয়াল ওয়েবসাইটে ক্লিক করে চেক করে নেওয়া সম্ভব। (Scholarships)

লটারি জিতবেন কিভাবে, কোটি টাকা জিতে কৌশল বলে দিলেন অনুব্রত মন্ডল

অফিশিয়াল ওয়েবসাইট-
https://www.hdfcbank.com/personal/about-us/news-room/press-release/2022/q2/hdfc-bank-parivartan-launches-scholarship-to-support-national-and-international-level-women-athletes

এই সংক্রান্ত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.

বছরে 299 টাকা দিয়ে পান 10 লক্ষ টাকা, এসে গেল পোস্ট অফিসের দুর্দান্ত পলিসি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button