HDFC Parivartan Scholarship: ছাত্রছাত্রীরা পাবেন 50,000 টাকার স্কলারশিপ। বৃত্তির যোগ্যতা ও আবেদন পদ্ধতি জেনে নিন
HDFC Parivartan Scholarship 2025
দেশের ছাত্র-ছাত্রীদের স্বার্থে একাধিক সরকারি ও বেসরকারি স্কলারশিপ চালু হয়েছে। এদের মধ্যে অন্যতম হল HDFC Parivartan Scholarship. দেশের দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের অর্থ সাহায্য করে HDFC ব্যাংক। এই স্কলারশিপে আবেদন করলে আপনি পাবেন কড়কড়ে ৫০,০০০ টাকার আর্থিক সাহায্য। আসুন তবে এই বৃত্তি (HDFC Parivartan Scholarship) সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।
HDFC Parivartan Scholarship 2025
ভারতবর্ষে মেধাবী অথচ দুঃস্থ ছাত্র-ছাত্রীরা যাতে নিজেদের পড়াশোনা মাঝপথে বন্ধ না করে দেন, তার জন্য সরকারি ও বেসরকারি স্বার্থে আলাদা আলাদা আমাকে অর্থের সাহায্য করা হয়ে থাকে। আর এই সকল স্কলারশিপের সাহায্য পেয়ে বহু ছাত্র-ছাত্রী নিজেদের পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন সরকারি স্কলারশিপ সম্পর্কে আমরা কম বেশি জানি। এবার আমরা জানবো বেসরকারি বৃত্তি HDFC Parivartan Scholarship সম্পর্কে বিস্তারিত।
HDFC Parivartan Scholarship Benefits
HDFC ব্যাংক এই স্কলারশিপের ব্যবস্থা করার লাখ লাখ ছাত্র-ছাত্রীদের পড়াশোনাকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা দিচ্ছে। HDFC Parivartan Scholarship এর মাধ্যমে একজন পড়ুয়া ৫০,০০০ টাকার পর্যন্ত বৃত্তি পেতে পারেন। দেখে নিন কোন কোর্সে কত টাকার অর্থ সাহায্য করা হয়।
- যে সকল ছাত্রছাত্রীর BA, BSc, BCom ইত্যাদি ডিগ্রি কোর্সে পড়াশোনা করছেন, তাঁদের জন্য এই ব্যাংক ৩০,০০০ টাকার আর্থিক সহায়তা প্রদান করে থাকে।
- আর যে সকল ছাত্রছাত্রীরা বিভিন্ন পেশাদারী কোর্স যেমন, BTech, MBBS, ব্যাচেলর অফ আর্কিটেকচার, নার্সিং ইত্যাদি কোর্সে পড়ছেন তাঁরা এর দ্বারা ৫০,০০০ টাকা পর্যন্ত বৃত্তি পেয়ে থাকেন।
আরও পড়ুন: অ্যাকাউন্টে 75,000 টাকা পাঠাচ্ছে মোদি সরকার। পুরুষ, মহিলা সবাই পাবেন। কিভাবে আবেদন করবেন?
HDFC Parivartan Scholarship Eligibility
- যদি কোনো ছাত্রছাত্রী এই স্কলারশিপের জন্য আবেদন করতে চান তবে সেই শিক্ষার্থীকে তাঁর পূর্ববর্তী পরীক্ষায় অন্ততপক্ষে ৫৫ শতাংশ নম্বর নিয়ে পাশ করতে হবে।
- উক্ত শিক্ষার্থীর পরিবারের বার্ষিক আয় হতে হবে 2.5 লক্ষ টাকার কম।
- আবেদন করার সময় বাকি যোগ্যতা আপনি জানতে পেরে যাবেন।
HDFC Parivartan Scholarship Application
- এই স্কলারশিপের জন্য আবেদন করতে হলে আপনাকে প্রথমে অনলাইনে ভিজিট করতে হবে Buddy4Study ওয়েবসাইটে।
- উক্ত ওয়েবসাইট মারফত আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
- এরপর আপনার ইমেল আইডি এবং মোবাইল নম্বর ব্যবহার করে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে।
- এরপর আপনাকে লগ ইন করতে হবে।
- লগ ইন করার পরে ক্লিক করতে হবে “Apply Now” বটনে।
- এরপরের ধাপে আসুন HDFC ব্যাঙ্ক পরিবর্তনের ECSS প্রোগ্রাম 2024-25 আবেদন পৃষ্ঠায়।
- এবার ক্লিক করুন “Start Application” বাটনে।
- আবেদনের ফর্মে সমস্ত প্রয়োজনীয় বিবরণ উল্লেখ করুন।
- এরপর সমস্ত ডকুমেন্টগুলি আপলোড করুন।
- সম্পূর্ণ একবার চেক করে নিয়ে আবেদনপত্র সাবমিট করুন।
উপসংহার
আপনি যদি নির্দিষ্ট যোগ্যতার মধ্যে থেকে থাকেন তাহলে HDFC Parivartan Scholarship এর জন্য অবশ্যই নিজের আবেদন জমা করবেন। বর্তমানে অনেক ছাত্র-ছাত্রী এই স্কলারশিপের দ্বারা উপকৃত হয়ে আসছেন। এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য পেয়ে যাবেন অফিসিয়াল ওয়েবসাইটে।