Government Employees: সরকারি কর্মীদের জন্য হাইকোর্টের বড় নির্দেশ। এই কাজ করলেই কড়া শাস্তি। চিন্তায় পড়লেন কর্মীরা
High Court Rule For Government Employees
সরকারি কর্মীদের (Government Employees) জন্য হাইকোর্ট জারি করল নতুন নির্দেশ। এবার এই কাজ করলেই বিপদে পড়তে হবে। সরাসরি কড়া সিদ্ধান্ত জানাল হাইকোর্ট। সরকারি কর্মীরা এবার থেকে নিজের ইচ্ছেমতো এই কাজ করতে পারবেন না। কারন আদালতের (High Court) নির্দেশ না মানলে সমস্যায় পড়বেন। কিন্তু কি নির্দেশ জারি করেছে হাইকোর্ট? আসুন জেনে নেওয়া যাক সেই বিষয়ে বিস্তারিত।
High Court Rule For Government Employees
অনেকেই মনে করেন সরকারি চাকরি মানে যা ইচ্ছে তাই করা যায়। নিয়মের তোয়াক্কা করতে হয় না। কিন্তু আসলেই তা নয়। এবার সরকারি কর্মীদের জন্য তাই কড়া নিয়মের বন্দোবস্ত করা হল। সরকারি কর্মীদের নির্দেশ মানতেই হবে। নিয়ম না মানলে অবিলম্বে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে সরকারি কর্মীদের জীবন অফিস এবং বাড়ি এই সার্কেলে সীমাবদ্ধ। একই দশা হাইকোর্টের কর্মী দেরও। হাইকোর্টের কর্মরত ব্যক্তিদের দিনের বেশিরভাগ সময়ই কেটে যায় অফিসে।
আর এই সময়ের মধ্যে অনেককেই দেখা যায় মোবাইলে উঁকিঝুঁকি দিতে। কাজের ফাঁকেই ঘুরে তাঁরা ঘুরে আসেন নেটদুনিয়া থেকে। তবে মোবাইল ব্যবহারের মাত্রা যদি বেশি হয় তাহলেই তো কাজে ক্ষতি। তাই এর পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হল এবার। সম্প্রতি কাজে ব্যাঘাত ঘটার যুক্তিতে অফিস টাইমে মোবাইল ব্যবহার নিষিদ্ধ করতে বলা হল হাইকোর্টের কর্মীদের জন্য।
সূত্রের খবর, গত ২ ডিসেম্বর কেরালা হাইকোর্টের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। আর এই নির্দেশিকায় বলা হয়েছে যে, কাজের মধ্যেই দীর্ঘক্ষণ ধরে ফেসবুক-ইনস্টা অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় স্ক্রলিং ও অনলাইন গেম খেলার প্রবণতা দিন দিন বেড়েই যাচ্ছে। আর তাই যাতে কাজের ক্ষেত্রে কোনো ফাঁকি না থাকে, কিছু বাধা না হয় শুধুমাত্র সেই কারণে কাজের সময়ের মধ্যে বলা হয় মোবাইল ব্যবহার বন্ধ করার জন্য।
নতুন করে প্রকাশ হওয়ার নির্দেশিকায় বলা হয়েছে, অফিস টাইমে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকা যাবে না। বন্ধ করতে হবে ইন্সটা বা ফেসবুকে রিল কিংবা ভিডিয়ো দেখা। অনলাইন শপিংও বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। সে ক্ষেত্রে কর্মীদের ওই
নির্দিষ্ট সময়ের মধ্যে মন দিতে হবে কেবল কাজে। অফিস টাইমে মোবাইল ব্যবহার সতর্ক সচেতন ভাবে করতে হবে বলে স্পষ্ট জানিয়েছে কেরালা হাইকোর্ট। কর্মীদের কাজের বাইরে কোনও বিষয়ে অফিসের সময়ে মোবাইল ব্যবহার করা যাবে না বলে বার্তা দেওয়া হয়েছে।
তবে মনে রাখা দরকার যে এই প্রথম নয়। এর আগেও দুবার সরকারি কর্মীদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে কড়া নিয়ম জারি করা হয়েছিল। এবার ফের আরও স্পষ্টভাবে বলা হয়েছে যে কর্মীদের ক্রমাগত মোবাইলের ওপর আসক্তির কারণে সময় নষ্ট আর অনলাইন গেম, শপিংয়ে মুখ গুঁজে থাকার জন্য কাজের ক্ষেত্রে দেরি হচ্ছে। এখন থেকে এসব অফিস টাইমে আর বরদাস্ত করা হবে না। আর এই নিয়ম সরকারি কর্মীদের সঠিকভাবে মেনে চলতে হবে।
আর চিন্তা নেই! অবশেষে বড় আপডেট সরকারি কর্মীদের জন্য। ডিসেম্বর মাসেই পাচ্ছেন সুখবর
প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে উচ্চপদস্থ আধিকারিকদের জন্য কিছুক্ষেত্রে এই নিয়ে ছাড় দেওয়া হলেও এবার কড়াকড়ি বাড়ল। আর এ বার নির্দেশিকা জারি করা হলো সকলের জন্য। হাইকোর্টের কন্ট্রোলিং অফিসারদের জন্য নির্দেশিকা যাতে কর্মীরা যথাযথ পালন করেন সেই বিষয়ে নজর রাখতে হবে। নির্দেশিকা অনুসারে বলা যায়, নিয়ম না মানলে শাস্তির মুখে পড়তে হবে।