Investment: 10 হাজার রাখলে রিটার্ন 2 কোটি। এখানে ইনভেস্ট করলে হাতেগোনা কয়েক বছরে আপনিও মালামাল!
Mutual Fund Investment
টাকা বিনিয়োগ (Investment) করার জন্য আপনি যদি ভালো স্কিমের সন্ধান করে থাকেন, তাহলে আপনার জন্য সুবর্ণ সুযোগ। আজকের প্রতিবেদনে এমন এক প্ল্যান সম্পর্কে আলোচনা করা হচ্ছে, যেখানে আপনি মাত্র ১০ হাজার টাকা রাখলেই রিটার্ন পাবেন দুই কোটি। আপনারা যারা অল্প সময়ে টাকা দ্বিগুণ করতে চান তাঁদের জন্য এই বিনিয়োগ -এর প্ল্যান। আসলে এটিও একটি মিউচুয়াল ফান্ড। যেখানে বিনিয়োগ করা ঝুঁকির হলেও মিউচুয়াল ফান্ড বিনিয়োগে আদতে লাভ হবে আপনারই।
Mutual Fund Investment 2025
বর্তমানে অনেকেই মিউচুয়াল ফান্ডে (Mutual Fund) বিনিয়োগ শুরু করেছেন। একটা সময় ছিল যখন মানুষ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ নিয়ে ভাবতেন। এখানে বিনিয়োগ করলে সেটি ঝুঁকি সাপেক্ষ অবশ্যই। সেকথা চিন্তা করেই বহু মানুষ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের পথ থেকে সরে আসতেন। তবে, এখন সে ধারণা বদলেছে। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে আপনিও হতে পারেন মালামাল। তবে তার জন্য বেছে নিতে হবে সঠিক প্ল্যান।
স্টেট ব্যাংকে টাকা রাখলেই পাবেন 5 লাখ টাকার রিটার্ন। নতুন বিনিয়োগ স্কিম সম্পর্কে জানুন
১০ হাজার টাকা রেখে রিটার্ন ২ কোটি!
সাধারণ মানুষের জন্য অসাধারণ বিনিয়োগের সুযোগ দিচ্ছে Canara Robeco Emerging Equities Fund। এটি একটি লার্জ ও মিডক্যাপ ক্যাটাগরির ইকুইটি মিউচুয়াল ফান্ড। ২০০৫ সালে ১১ই মার্চে এই ফান্ডের সূচনা হয়। ফান্ডটির প্রধান লক্ষ্য মাঝারি ও বড় বড় কোম্পানিগুলির স্টক থেকে দীর্ঘমেয়াদে ভালো রিটার্ন অর্জন করা।
এখন কথা হচ্ছে দশ হাজার টাকা রেখে কিভাবে দু কোটি টাকা রিটার্ন পাবেন? মনে করুন, যদি কেউ ২০০৫ সাল থেকে প্রতি মাসে ১০ হাজার টাকা করে এই ফান্ডে বিনিয়োগ আরম্ভ করেন, তাহলে তার বিনিয়োগের মোট মূল্য দাঁড়াবে মোট ২৪ লাখ টাকা। হিসেব দেওয়া হচ্ছে ২০ বছরের। কুড়ি বছর ধরে টানা বিনিয়োগের ফলে সেটি প্রায় ১.৯ কোটি টাকাতে পরিণত হবে। মোটামুটি একটা হিসেব বলছে, ২০ বছর ধরে যদি কেউ ধৈর্য ধরে থাকতে পারেন, তাহলে সেই পরিমাণ টাকা গিয়ে পৌঁছবে ১.৯ কোটিতে। কারণ এখানে চক্রবৃদ্ধি সুদ এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ করার সুযোগ দেওয়া হয়।
ফিক্সড ডিপোজিট নাকি প্রভিডেন্ট ফান্ড? কোথায় বিনিয়োগ করলে মোটা টাকা সুদ পাবেন
দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীদের জন্য এই প্ল্যান বিশেষভাবে উল্লেখযোগ্য। গত কয়েক বছর ধরে বিনিয়োগকারীদের মোটা অংকের রিটার্ন প্রদান করছে এই প্ল্যান। গত ৫ বছরের রেগুলার প্ল্যানে রিটার্ন দিয়েছে ১৮.৬২% হারে এবং ডিরেক্ট প্ল্যানে রিটার্ন দিয়েছে ১৯.৯৭% হারে। এই প্ল্যান বাজারে দারুন পারফরম্যান্স করছে ও তার Nifty Large Midcap 250 TRI-কেও ছাড়িয়ে গেছে।