FD Interest Rate – নতুন বছরে এই 3 ব্যাংকে টাকা রাখলে পাবেন সর্বোচ সুদ, দেখতে দেখতে টাকা ডবল।

বেশ কয়েক বছর ধরেই আর্থিক পরিস্থিতিতে সাম্য আনতে সারা দেশের ব্যাংক সুদের হার বা FD Interest Rate এ তেমন কোন বৃদ্ধি ঘটে নি। তবে এবারে দেশের আর্থিক বিনিয়োগ তথা FD করলেই মিলছে বাড়তি ইন্টারেস্ট! তবে সব ব্যাংকে নয়। এই 3 টি ব্যাংকে মিলবে সর্বাধিক সুদ। তাহলে আর দেরি না করে চলুন, জেনে নেওয়া যাক বিস্তারিত আলোচনায়।

Highest FD Interest Rate পেয়ে বেশ খুশি হলেন গ্রাহকেরা।

প্রত্যেক ব্যাংকই তাদের গ্রাহক সংখ্যা বাড়াতে মরিয়া। সেই লক্ষ্যে নিজেদের ব্যাংকের আর্থিক বিনিয়োগের নানা স্কিমে মাঝে মাঝেই আকর্ষণীয় অফার নিয়ে আসে ব্যাংক কর্তৃপক্ষ। দেশের আর্থিক পরিস্থিতি ঘুরে দাঁড়াচ্ছে। আর্থিক স্বচ্ছলতার মুখ দেখতে শুরু করেছে বিভিন্ন ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষের একাংশ। এবারে 3 টি ব্যাংক তাদের স্থায়ী আমানত তথা FD Interest Rate হিসেবে দিচ্ছে সর্বাধিক সুবিধা। কোন ব্যাংকে কত, তা জেনে নেওয়া যাক।

গত ডিসেম্বরেই RBI রেপো রেটে বৃদ্ধি ঘটিয়েছে যা 2022 সালের হিসেবে 5ম বারের সাক্ষী। গত 7ই ডিসেম্বর তারিখে যা বেড়েছিল 0.35 শতাংশ। ফলত ব্যাংক এবং NBFC বাড়িয়েছে FD Interest Rate. এর ফলেই ফিক্সড ডিপোজিট তথা FD Interest Rate এর ক্ষেত্রে বেড়েছে। দেশের 3 টি বড়ো ব্যাংকে ঘটছে এই আমুল পরিবর্তন।

ভারতের সমস্ত ব্যাংকের তুলনায় সর্ব বৃহৎ সরকারি ব্যাংক হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তথা SBI. গত বছরেই তারা বাড়িয়েছে সুদের হার। ব্যাংকের তরফ থেকে এটা পরিষ্কার করেই জানিয়ে দেওয়া হয়েছে যে, গ্রাহকেরা 2 কোটি টাকার কম মানের FD করলেই পাবেন সর্বনিম্ন 3% এবং সর্বোচ্চ 6.25% হারে সুদ।

এছাড়া অন্যান্য ব্যাংকের মধ্যে HDFC ব্যাংক বাড়িয়েছে FD Interest Rate। এর সাথে সাথেই ICICI ব্যাংকও হাঁটছে একই পথে। সর্বাধিক সুদের হারের অফার দিচ্ছে এই 3 ব্যাংক। বেশ কয়েক বছর পর এই বাড়তি সুদের হারে আর্থিক বিনিয়োগ করতে পেরে বেশ লাভবান হতে চলেছেন স্থায়ী আমানতে বিনিয়োগকারীরা। দেশের বাইরে থাকা ভারতীয়রাও পাবেন সুযোগ।

নতুন বছরে সমস্ত ব্যাংকের গ্রাহকদের নতুন করে এই সব ডকুমেন্টস জমা করতে হবে, কি কি জেনে নিন।

Non-Residential External (NRE) and Non- Resident Ordinary (NRO) Accounts অর্থাৎ অ-আবাসিক বহিরাগত (NRE) এবং অ-আবাসিক সাধারণ (NRO) অ্যাকাউন্টগুলি হল একটি NRI হিসাবে উপলব্ধ অ্যাকাউন্টগুলির দুটি প্রধান বিভাগ। আপনি যদি দেশের বাইরে থেকেই ভারতে অর্থ সঞ্চয় করতে চান তবে সেগুলি সবচেয়ে জনপ্রিয় বিকল্পগুলির মধ্যে হতে পারে এই ধরণের একাউন্ট।

সর্বসাকুল্যে দেখা যাচ্ছে যে, এই ধরণের সুদের হার এর ক্ষেত্রে সংশোধনের পর দেশের সকল সাধারণ নাগরিকেরা এবার থেকে এই 3 টি ব্যাংকে FD করলেই পাবেন 3 থেকে 7 শতাংশ হারে সুদ এবং অপর দিকে দেশের প্রবীণ নাগরিকেরা পাবেন 3.5-7.5 শতাংশ হারে সুদ। আর এক্ষেত্রে স্থায়ী আমানতের বিনিয়গের ক্ষেত্রে সময়সীমা থাকবে 7 দিন থেকে শুরু করে 10 বছর পর্যন্ত।

পোস্ট অফিসে কিষান বিকাশ পত্র প্রকল্পে এই নিয়মে টাকা রাখলেই রকেটের গতিতে ডবল হবে।

বিভিন্ন ক্ষেত্রে আর্থিক বিনিয়োগ থেকে শুরু করে LIC, ব্যাংক, সরকারি পেনশন স্কিম, সরকারি ও বেসরকারি প্রকল্প, ব্যবসা, স্কুল, কলেজ, রাজ্যের বিভিন্ন বিষয়ে নানা রকমের আপডেট পেতে দেখতে ভুলবেন না আমাদের প্রতিবেদন। এছাড়া আপনার মতামত আমাদের জানাতে পারেন কমেন্ট বক্সে। ধন্যবাদ।
Written by Mukta Barai.

Related Articles

One Comment

  1. আমি বাংলাদেশী, আমার দেশের কোন Bank যদি Interests rate বেশি দিত, তাহলে এ সংবাদটা আমাদের কাছে ভালো লাগতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button