Holiday List 2023 new

রাজ্য সরকারের তরফ থেকে অনেক আগেই Holiday List 2023 প্রকাশিত হয়েছে। আর এবারে প্রকাশিত হল রাজ্যের স্কুলগুলির ছুটির তালিকা। 2022 সালের শিক্ষাবর্ষের তুলনায় এবারে ছুটিতে পরিলক্ষিত হল বেশ কিছু পরিবর্তন।

Advertisement

এই Holiday List অনুসারে দেখা গেছে যে, কোথাও ছুটি বাড়লো আবার কোন কোন ক্ষেত্রে কমছে বেশ কিছু ছুটি। আজকের প্রতিবেদনে তার পুরোটাই তুলে ধরা হল। এছাড়া সরকারী কর্মীদের Holiday List সংক্রান্ত প্রতিবেদন আগেই আমাদের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।

প্রতিবারই সরকারী এবং স্কুল দপ্তরের Holiday List বছর শুরুর আগেই প্রকাশিত হয়।

এবারে প্রকাশিত হল 2023 সালের ছুটির তালিকা। রাজ্য মধ্যশিক্ষা পর্ষদ তথা WBBSE কর্তৃক প্রকাশিত এই Holiday List অনুসারে সারা বছরের কোন দিনগুলিতে বন্ধ থাকবে বিদ্যালয় তা এক ঝলকে দেখে নেওয়া যাক। সম্পূর্ণ তালিকা বিচারে দেখা গেছে যে, আগামী 2023 সালের শিক্ষাবর্ষে Holiday List অনুসারে পূজোতে বাড়ছে ছুটি এবং গ্রীষ্মাবকাশ এর ক্ষেত্রে ছুটি কমে হচ্ছে মাত্র 12 দিন। আরও বিস্তারিত আলোচনায় Holiday List 2023 এর সম্পূর্ণ তালিকা দেখে নেওয়া যাক।

Ads

তবে পর্ষদ কর্তৃক প্রকাশিত হলেও এটি নমুনা Holiday List 2023. এক্ষেত্রে মোট 65 দিনের ছুটির কথা বলা হয়েছে। তবে রাজ্যের বিভিন্ন জেলায় এই ছুটির তালিকা কম বেশি পরিবর্তিত হতে পারে। তবে সেই ছুটির তালিকা অবশ্যই বিদ্যালয় পরিচালন সমিতি বা প্রশাসক কর্তৃক অনুমোদন করিয়ে নিতে হবে। তবে মোট ছুটি কখনোই যেন 65 দিনের বেশি না হয়, সেদিকে খেয়াল রাখা বাঞ্ছনীয়।

Advertisement

ছুটির তালিকা
১লা জানুয়ারি: ইংরেজি নববর্ষ (রবিবার)।
১২ই জানুয়ারি: স্বামী বিবেকানন্দ জন্মজয়ন্তী (বৃহস্পতিবার)।
২৩শে জানুয়ারি: নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী(সোমবার, স্কুলে পালন করতে হবে)।
২৫শে জানুয়ারি: সরস্বতী পুজোর আগেরদিন (বুধবার)।

Advertisement

২৬শে জানুয়ারি: প্রজাতন্ত্র দিবস এবং সরস্বতী পুজো (বৃহস্পতিবার, স্কুলে পালন করতে হবে)।
১৪ই ফেব্রুয়ারি: পঞ্চানন বর্মার জন্মদিবস (মঙ্গলবার)।
১৮ই ফেব্রুয়ারি: শিবরাত্রি (শনিবার)।
৭ই মার্চ: দোলযাত্ৰা (মঙ্গলবার)।

Ads

৮ই মার্চ: হোলি (দোলযাত্রার পরের দিন) এবং সবে-ই-বরাত (বুধবার)।
১৯শে মার্চ: শ্রী শ্রী হরিচাদ ঠাকুরের জন্মজয়ন্তী (রবিবার)।
৪ঠা এপ্রিল: মহাবীর জয়ন্তী (মঙ্গলবার)।
৭ই এপ্রিল: গুড ফ্রাইডে (শুক্রবার)।

১৪ই এপ্রিল: বি আর আম্বেদকরের জন্মজয়ন্তী (শুক্রবার)।
১৫ই এপ্রিল: বাংলা নববর্ষ (শনিবার)।
২১শে এপ্রিল: ইদ-উল-ফিতরের আগেরদিন (শুক্রবার)।
২২শে এপ্রিল: ইদ-উল-ফিতর (শনিবার)।

১লা মে: মে দিবস (সোমবার)।
৫ই মে: বুদ্ধপূর্ণিমা এবং পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মজয়ন্তী (শুক্রবার)।
৯ই মে: রবীন্দ্র জয়ন্তী (মঙ্গলবার)।
২৪শে মে থেকে ৪ জুন: রবিবার ছুটি হিসেবে বিবেচনা করা হবে না। মোট ১০ দিন ধার্য করা হয়েছে।

২০শে জুন: রথযাত্রা (মঙ্গলবার)।
২৯শে জুন: বকরি ইদ (বৃহস্পতিবার)।
২৯শে জুলাই: মহরম (শনিবার)।
১৫ই আগস্ট: স্বাধীনতা দিবস (মঙ্গলবার, স্কুলে পালন করতে হবে)।

৩০শে আগস্ট: রাখি পূর্ণিমা (বুধবার)।
৬ই সেপ্টেম্বর: জন্মাষ্টমী (বুধবার)।
২৯শে সেপ্টেম্বর: ফতোয়া-দোয়াজ-দাহাম (বৃহস্পতিবার)।
২রা অক্টোবর: গান্ধী জয়ন্তী (সোমবার)।

ডিএ নিয়ে এবার মুখ খুলল নবান্ন, বছরের শুরুতে ডিএ নিয়ে রাজ্যের মতামত জানালেন সংসদে।

১৪ই অক্টোবর থেকে ১৬ই নভেম্বর (দুর্গাপুজোর চতুর্থী থেকে ভাইফোটার পরদিন পর্যন্ত): পুজোর জন্য ২৬ দিন ছুটি থাকবে (রবিবার বাদে অর্থাৎ রবিবার ছুটির মধ্যে যোগ করা হবেনা)।
১৫ই নভেম্বর: বিরসা মুন্ডার জন্মদিবস (বুধবার) (পুজোর ছুটির মধ্যে অন্তর্গত)।
১৯শে নভেম্বর: ছটপুজো (রবিবার)।

২০শে নভেম্বর: ছটপুজোর জন্য বাড়তি ছুটি (সোমবার)।
২৭শে নভেম্বর: গুরু নানকের জন্মজয়ন্তী (সোমবার)।
২৫শে ডিসেম্বর: বড়দিন (সোমবার)।

বার্ষিক পরীক্ষার রেজাল্টের আগেই প্রত্যেকটি স্কুলের জন্য 7 দফা নির্দেশিকা, ছুটি ভুলে সব কাজ শেষ করতে হবে।

আরও বলা হয়েছে যে, বিদ্যালয়ের পালনীয় দিনগুলিতে সকল শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীদের বিদ্যালয়ে উপস্থিতির ক্ষেত্রে কলকাতা গেজেট নোটিফিকেশন নং ২১৪-এই তারিখ ৮.৩.২০১৮ – রুল ৪ এর অন্তর্গত সাব-রুল ১৫ (বি) প্রযোজ্য হবে। এছাড়াও শিক্ষা সংক্রান্ত যেকোনো বিষয়ে জানতে আমাদের ওয়েবসাইটে নজর রাখুন। ধন্যবাদ।
Written by Mukta Barai.

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *