Electric cars: স্কুটির দামে বাজারে এলো Honda এর নতুন চার চাকা ইলেকট্রিক গাড়ি। এক চার্জে ছুটবে 245 কিমি, ফিচার্স ও দাম জেনে নিন
Honda New Electric Car

বিশ্ব বাজারে ক্ষুদ্রতম ইলেকট্রিক গাড়ি আনতে চলেছে হন্ডা (Honda Electric Cars). যে গাড়িটি (4 wheeler) একবার চার্জ দিলেই ছুটবে ২৪৫ কিমি। এই গাড়িতে থাকছে একাধিক আধুনিক ফিচার। যেগুলি চালককে আরামদায়ক ট্রাভেলের অভিজ্ঞতা দেবে। বলা হচ্ছে, এটা হয়তো হন্ডার ক্ষুদ্রতম ইলেকট্রিক গাড়ি। আগামী সেপ্টেম্বরে গাড়িটি লঞ্চ হওয়ার কথা চলছে।
Honda 4 Wheeler Electric Cars 2025
ভারতবাসীর কাছে হন্ডা এমনিতেই দারুন পরিচিত একটি ব্র্যান্ড। ভারতবাসীকে দুই চাকার গাড়ির মতো ইলেকট্রিক প্রোডাক্ট সাপ্লাই করে দারুন এই ব্র্যান্ড বাজার দখল করে রেখেছে। এমনিতেই এই ব্র্যান্ডের স্কুটি দারুন জনপ্রিয়। তবে এবার বাজারে আসছে হন্ডা কোম্পানির ইলেকট্রিক গাড়ি। যেটি একগুচ্ছ স্পেসিফিকেশনের সঙ্গে আসে। সমস্ত দিক থেকে ব্যবহারকারীদের সুবিধা দিয়ে থাকে।
সম্প্রতি Honda তাদের যে নতুন ইলেকট্রিক গাড়ি উন্মোচন করেছে তার নাম Honda N-One e রাখা হয়েছে। উল্লেখযোগ্য বিষয় এই যে, এটি এখনও পর্যন্ত কোম্পানির সবচেয়ে ছোট অল-ইলেকট্রিক প্রোডাকশন মডেল। এই গাড়িটি ভারতবর্ষের মত শহরের রাস্তায় প্রতিদিনের ব্যবহারের জন্য তৈরি। অনেকটাই শহরকেন্দ্রিক ধাঁচের। এই গাড়িটিতে ব্যবহার করা হয়েছে রেট্রো বক্সি সিলুয়েট আর তার সাথে গোলাকার হেডল্যাম্প এবং কার্ভি ফ্রন্ট বাম্পার যেটি একে একদম আলাদা চেহারা দেয়।
গাড়িটির স্পেসিফিকেশন কী কী?
হন্ডা ইলেকট্রিক গাড়ি (Honda Electric Car)-এর উল্লেখযোগ্য ফিচারগুলির মধ্যে রয়েছে Vehicle-to-Load (V2L) প্রযুক্তি। এই ফিচার এতটাই উন্নত যে, এর মাধ্যমে গাড়ির ব্যাটারি ব্যবহার করে ছোট ইলেকট্রনিক ডিভাইস চালানো যাবে। তবে এটি ব্যবহার করার জন্য প্রয়োজন হবে অপশনাল অ্যাডাপ্টার। যা আপনি কিনে নিতে পারবেন Honda-র অ্যাক্সেসরি স্টোর থেকে। এই গাড়িটি একবার চার্জে প্রায় 245 কিমি পর্যন্ত রেঞ্জ দিতে সক্ষম। এতে থাকছে 50kW DC ফাস্ট চার্জিং সাপোর্ট। গাড়িটির মাত্র ৩০ মিনিটে দ্রুত চার্জ নেওয়ার ক্ষমতা রাখবে।
আরও পড়ুন: ঝা চকচকে নতুন লুক নিয়ে বাজারে ফিরছে টাটা ন্যানো। জলের দামে পাবেন দুর্দান্ত ডিজাইন ও আকর্ষণীয় ফিচার্স
এছাড়া, এই গাড়িটির ভিতরে আছে পরিষ্কার এবং কার্যকর ডিজাইন। ড্যাশবোর্ডে যুক্ত করা হয়েছে ফিজিক্যাল বাটন। এছাড়াও অতিরিক্ত ইউটিলিটি সুবিধা দেয় একটি রোটারি ডায়াল এবং ডিজিটাল ড্রাইভার ডিসপ্লের নিচে থাকা একটি ছোট শেল্ফ। গাড়িটির পিছনে থাকা ৫০:৫০ স্প্লিট-ফোল্ডিং সিট প্যাসেঞ্জার ও কার্গো স্পেস ব্যবস্থায় ফ্লেক্সিবিলিটি দিয়ে থাকে। এটি অবশ্যই ছোট শহরের গাড়ির ক্ষেত্রে একটি বড় সুবিধা।
আরও পড়ুন: লঞ্চ হল নতুন Redmi এর নতুন 5G স্মার্টফোন। জলের দামে iPhone এর মতো দেখতে দুর্দান্ত ফোন
উপসংহার
সারা বিশ্বে জমিয়ে ব্যবসা করছে হন্ডা। আগামী মাসের মধ্যেই এই গাড়িটি জাপানের বাজারে বিক্রি শুরু হবে। এছাড়াও যুক্তরাজ্যের বাজারেও এই গাড়িটি লঞ্চের প্রস্তুতি চলছে বলে খবর মিলেছে। তার কিছুদিনের মধ্যেই ভারতের বাজারে পাওয়া যাবে গাড়িটি।



