Budget 2025: নির্মলা সীতারমনের নতুন বাজেট মধ্যবিত্তের জন্য কতটা স্বস্তির? দাম বাড়ল কোন কোন জিনিসের? দাম কমলো কিসের? দেখে নিন
Budget 2025 Full Details
দিন কয়েক আগেই ঘোষিত হয়েছে কেন্দ্রীয় বাজেট 2025 (Budget 2025)। এবারের বাজেটের আগে সাধারণ মানুষের আশা ছিল, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আমজনতার স্বার্থে জিনিসপত্রের দাম কমাবেন। বিশেষ করে সেই সকল জিনিসের দাম কমবে যা জনতার নিত্য প্রয়োজনীয়। তাহলে বাজেট ঘোষণার পর কোন কোন জিনিসের দাম কমলো আর কোন কোন জিনিসের দাম বাড়লো? আসুন দেখে নেওয়া যাক।
Budget 2025 | বাজেট ২০২৫
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitaraman) ২০২৫-২৫ অর্থবর্ষের নতুন কেন্দ্রীয় বাজেটে সাধারণ মানুষের জন্য বেশ কিছু বড় ঘোষণা করল। এদিন অর্থমন্ত্রী মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে ঘোষণা করলেন, বার্ষিক ১২ লক্ষ টাকা পর্যন্ত আয় করমুক্ত করার হবে নতুন বাজেটে। শুধু তাই নয়, তিনি একইসঙ্গে দেশের কৃষি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, স্বাস্থ্য ক্ষেত্র বা প্রযুক্তি খাত-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। নতুন বাজেটে বেশ কিছু জিনিসের দাম কমেছে।পাশাপাশি, বেশ কিছু জিনিসের দামও বেড়েছে। তাহলে কোন বিষয়গুলির দ্বারা উপকৃত হচ্ছেন আমজনতা? আসুন তা দেখে নেওয়া যাক।
এবারে কেন্দ্রীয় বাজেটে বড় কিছু পাবে দেশবাসী? ১লা ফেব্রুয়ারি বাজেট ঘোষণার আগে বড় আপডেট
বাজেটে কোন কোন জিনিসের দাম বাড়লো?
নির্মলা সীতারমনের নতুন বাজেটে কোন কোন জিনিসের দাম বাড়লো দেখে নেওয়া যাক।
- নতুন বাজেটে ইলেকট্রনিক্স দ্রব্য, যেমন টিভি ও মোবাইল স্ক্রিনের দাম বাড়বে বলে জানা যাচ্ছে।
- অর্থাৎ প্রযুক্তিপ্রেমী মানুষদের জন্য এই বাজেট বেশ চিন্তার।
- এবারের বাজেটে ইন্টারেক্টিভ ফ্ল্যাট প্যানেল ডিসপ্লের বেসিক শুল্ক একলাফে বাড়িয়ে দেওয়া হয়েছে ১০% থেকে ২০%।
কৃষকদের ৫ লাখ টাকা দিচ্ছে। কিষান ক্রেডিট কার্ডে লোনের পরিমাণ বৃদ্ধি পেল
বাজেটে কোন কোন জিনিসের দাম কমলো?
- নতুন বাজেটে দাম কমেছে ইলেকট্রনিক্স, স্বাস্থ্য ও পরিবেশবান্ধব জিনিসের।
- টিভিতে ব্যবহৃত উপাদান, মোবাইল ফোনের উপাদানের উপর কর সম্পূর্ণ মুক্ত করে দেওয়া হল।
- সবমিলিয়ে মোট ৩৬ টি জীবনদায়ী ওষুধ, ক্যান্সার ও অন্যান্য দুরারোগ্য চিকিৎসার ওষুধের ট্যাক্স মুক্ত করা হয়েছে।
- পাশাপাশি, ৬ টি জীবনদায়ী ওষুধের উপর ট্যাক্স ৫% থেকে শূন্য করে দেওয়া হয়েছে।
- ট্যাক্স ছাড় দেওয়া হয়েছে ইলেকট্রিক গাড়ি ও লিথিয়াম ব্যাটারির উপর।
- বাজেটে বলা হয়েছে মেডিকেল সরঞ্জাম আরও সস্তা হবে।
- দেশে তৈরি কাপড় ট্যাক্স ফ্রি করে দেওয়া হয়েছে।
- কর হ্রাস করা হয়েছে চামড়ার জিনিসপত্রের উপর।
- এছাড়া, বরফের মাছ এবং কিছু কৃষিজাত পণ্যের উপরেও কর ছাড় দেওয়া হয়েছে।