Bandhan Bank Recruitment (বন্ধন ব্যাংকে নিয়োগ)

Bandhan bank Recruitment – চাকরি দিচ্ছে বন্ধন ব্যাংক, বেতন ২৫ হাজার টাকা পর্যন্ত, কিভাবে আবেদন করবেন, দেখুন

বন্ধন ব্যাংকে চাকরিপ্রার্থীদের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে (Bandhan Bank Recruitment). সাধারণত ব্যাংকে চাকরি করতে গেলে স্নাতক পাস করতে হয়। তবে বন্ধন ব্যাংকে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক যোগ্যতাতেও চাকরি পাওয়া যায়। এর জন্য বন্ধন ব্যাংক এর অফিসিয়াল ওয়েবসাইট অথবা স্থানীয় বন্ধন ব্যাংকের শাখায় গিয়ে সরাসরি যোগাযোগ করে CV জমা দিয়ে আসা যায়। তারপর ব্যাংকের তরফে প্রয়োজন অনুযায়ী সেই প্রার্থীকে ডেকে নেওয়া হয়।

Advertisement

বন্ধন ব্যাংকের তরফে আলাদা করে চাকরির জন্য বিজ্ঞাপন খুব একটা প্রকাশ করা হয় না। তার কারণ, প্রায় সারা বছর ধরেই বন্ধন ব্যাংকের বিভিন্ন পদে নিয়োগ প্রক্রিয়া চলতে থাকে (Bandhan Bank Recruitment). প্রয়োজন অনুযায়ী যখন কর্মীদের প্রয়োজন হয় সেই সময় যারা আবেদন করে থাকেন তাদের মধ্যে থেকে প্রার্থী বাছাই করা হয়। তারপর তাকে প্রশিক্ষণ দিয়ে সংশ্লিষ্ট পদে নিয়োগ করা হয়।

এবার জেনে নেওয়া যাক, বন্ধন ব্যাংকে কোন কোন পদে, কি কি যোগ্যতায়, কত বেতন দিয়ে, কি ধরনের কাজে কর্মীদের নিয়োগ করা হয়? বন্ধন ব্যাংকে চাকরির জন্য অফিসিয়াল ওয়েবসাইট Bandhanbank.com এতে গিয়ে আবেদন করা যায়। তবে সবচেয়ে ভালো হয় স্থানীয় বন্ধন ব্যাংকের শাখায় গিয়ে Biodata বা CV সরাসরি জমা দেওয়া যায়।

Ads

এই বায়োডাটায় দেওয়া মোবাইল নম্বরে ব্যাংকের তরফে যখন কর্মীর প্রয়োজন হবে তখন ডেকে পাঠানো হয়। তারপর সেই প্রার্থীর সঙ্গে যোগাযোগ করে তার সমস্ত যোগ্যতার বিবরণ দেখে নির্ধারণ করা হয় (Bandhan Bank Recruitment). যদি ব্যাংকের তরফে সংশ্লিষ্ট প্রার্থীকে চাকরিতে নিয়োগ করা হয়, তাহলে একটি প্রশিক্ষণ দেওয়া হয়।

Advertisement

কত বেতন দেওয়া হয়:
বন্ধন ব্যাংকে চাকরিতে যোগ দিলে কর্মীদের অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে প্রমোশন এবং বেতন বৃদ্ধি করা হয়। সাধারণত দূরবর্তী স্থানে চাকরিতে পাঠানো হয়। সেক্ষেত্রে মেডিকেল ফেসিলিটি সহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়। তবে পদ এবং অভিজ্ঞতা অনুযায়ী মাস্টার পদের জন্য ৯ হাজার থেকে ১২ হাজার টাকা বেতন দেওয়া হয়।

Advertisement

ক্লার্ক পদের জন্য ১৫০০০ থেকে ১৮ হাজার টাকা বেতন দেওয়া হয়। আবার Manager/Accountant/Officer পদের জন্য ২০ হাজার থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত বেতন দেওয়া হয়। এছাড়াও কিস্তিতে মোটরবাইক কেনার সুবিধাও পেতে পারেন সংশ্লিষ্ট কর্মী।
আবেদনের সময়সীমা:
বন্ধন ব্যাংকে আবেদনের জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। প্রায় সারা বছর ধরেই আবেদন এবং নিয়োগ প্রক্রিয়া চলতে থাকে (Bandhan Bank Recruitment).

Ads

উত্তীর্ণদের বিরাট সুখবর, শুরু হচ্ছে নিয়োগ প্রক্রিয়া। কবে থেকে, জেনে নিন।

কোন পদে, কি কাজ করতে হয় –
সাধারণত মাস্টার পদে যোগ দিলে গ্রাম এবং শহরাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে মহিলাদের স্বনির্ভর দলের কাছ থেকে বা ব্যক্তিবিশেষের থেকে লোনের টাকা সংগ্রহ করে আনতে হয়। Manager/Accountant/Officer/Clerk দের অফিস সংক্রান্ত যাবতীয় কাজ, টাকার লেনদেন সহ বিভিন্ন কাজ করতে হয়।

আবেদনের যোগ্যতা:
রাজ্যের যে কোনো জেলা থেকেই পুরুষ এবং মহিলা চাকরির জন্য আবেদন করতে পারেন।
১৮ থেকে ৩৩ বছর বয়সের মধ্যে হতে হবে।
মাস্টার পদের জন্য মাধ্যমিক পাস হতে হবে।

ব্যাংক একাউন্ট থেকে 436 টাকা কাটবে, ব্যালান্স না থাকলে টাকা জমা করুন, জরুরী নির্দেশ।

ক্লার্ক এবং পিয়ন পদের জন্য উচ্চমাধ্যমিক পাস হতে হবে।
ম্যানেজার, একাউন্টেন্ট, অফিসার পদের জন্য গ্রাজুয়েট হতে হবে।
ক্যাশিয়ার হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকলে বা নিজস্ব বাইক থাকলে চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *