নূন্যতম যোগ্যতায় শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে প্রচুর পদে ভলেন্টিয়ার নিয়োগ (Civic Volunteer Recruitment 2023) রাজ্যে, এখনই অনলাইনে আবেদন করুন।
চাকরিপ্রার্থীদের জন্য ফের সুখবর ঘোষণা করা হলো রাজ্য সরকারের তরফ থেকে। এবার রাজ্যে ভলেন্টিয়ার পদে নিয়োগ হতে চলেছে বহু কর্মী। নারী পুরুষ নির্বিশেষে সকল প্রার্থী এখানে আবেদন করতে পারবেন।
Civic Volunteer Recruitment 2023
এছাড়াও সবচেয়ে বড় কথা হল যে এখানে কোনরকম পরীক্ষা ছাড়া শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে Civic Volunteer Recruitment নিয়োগ করা হবে বলে সিদ্ধান্ত স্থির করা হয়েছে কর্তৃপক্ষ মারফত। অন্যদিকে আবার নিয়োগের শুরু থেকেই থাকছে আকর্ষণীয় হারে বেতন লাভের সুবিধা। তাই আপনি যদি একজন শিক্ষিত বেকার চাকরিপ্রার্থী হয়ে থাকেন, তাহলে এটি আপনার জন্য সুবর্ণ সুযোগ। কোন ভাবেই একে হাতছাড়া করবেন না। এখনই বিস্তারিতভাবে জেনে অনলাইনে আবেদন সম্পূর্ণ করে ফেলুন।
Job role and Vacancy
পদের বিবরণঃ
যে পদে নিয়োগের কথা কর্তৃপক্ষের তরফ থেকে বিজ্ঞপ্তিতে ঘোষণা করা হয়েছে তা হল Para Legal Volunteer.
শূন্যপদঃ
এখানে নিয়োগের জন্য যে কটি শূন্য পদ আছে সব মিলিয়ে তা হল ৩৬ টি। সারা রাজ্যের যেকোন প্রান্ত থেকে বেকার চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আর নিয়োগের পর কাজের পোস্টিং দেওয়া হবে নিজস্ব এলাকাতেই।
Civic Volunteer Recruitment Eligibility
শিক্ষাগত যোগ্যতাঃ
নোটিশে বলা হয়েছে যে যেকোন প্রার্থী যদি সরকার স্বীকৃত কোন বোর্ডের অধীনে নূন্যতম উচ্চ মাধ্যমিক বা সমতুল্য কোন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন তাহলেই এখানে আবেদন জানাতে পারবেন। তবে পাশাপাশি প্রার্থীদের কম্পিউটার বিষয়ে জ্ঞান এবং ইংরেজি ভাষা জানাকেও প্রয়োজনীয় বলে ঘোষণা করা হয়েছে।
তবে এখানে যে সমস্ত প্রার্থীর আবেদন করবেন তাদেরকে অবশ্যই বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্দিষ্ট এলাকার স্থানীয় বাসিন্দা হতে হবে।
Age Limit
বয়স সীমাঃ
Civic Volunteer Recruitment 2023 এর সমস্ত আবেদনকারীদের বয়সসীমা হতে হবে ন্যূনতম ১৮ বছর। তবে এক্ষেত্রে বয়সের কোনো উর্ধ্বসীমা সম্পর্কে জানানো হয়নি। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নির্দিষ্ট সীমা অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
Civic Volunteer Salary
বেতনঃ
এক্ষেত্রে সমস্ত প্রার্থীদের কাজে নিয়োগ করা হবে চুক্তিভিত্তিকভাবে। অর্থাৎ এখানে স্থায়ী চাকরির মত কোন সুবিধা পাওয়া যাবে না। প্রথমে একটি নির্দিষ্ট মেয়াদের জন্য কাজ করানো হবে। তারপর কাজের দক্ষতা অনুযায়ী সেই মেয়াদ বাড়ানো হতে পারে। সংস্থার তরফে জানানো হয়েছে যে সকল কর্মীকে এখানে কাজ দেওয়া হবে তাদেরকে দৈনিক হারে বেতন প্রদান করা হবে। তাদের বেতন হবে দৈনিক 500 টাকা করে। অর্থাৎ মাসেই বেতন দাঁড়াচ্ছে ১৫০০০ টাকা।
How to apply for Civic Volunteer Recruitment 2023
আবেদন পদ্ধতিঃ
এক্ষেত্রে আবেদন করতে হবে অফলাইন মারফত। প্রথমে নিচের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন পত্রটিকে ডাউনলোড করে সেটির একটি প্রিন্ট বের করে নিতে হবে। তারপর নিজের সমস্ত প্রয়োজনীয় নথি এক কপি করে জেরক্স করে সেগুলির নিচে একটি করে সেলফ অ্যাটেস্টেড করে নিতে হবে।
সবশেষে আবেদন পত্রটিকে যথার্থভাবে পূরণ করে এবং তার সঙ্গে সমস্ত নথিপত্র একত্রিত করে পোষ্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে নিম্নলিখিত ঠিকানায়।
The Secretary, District Legal Services Authority, Nadia” Address ADR Centre, District Judges Court Compound, Krishnagar, Nadia, Pin-741181
Documents required
প্রয়োজনীয় নথিপত্রঃ
- নিজস্ব এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি এবং সিগনেচার।
- পরিচয় পত্রের একটি প্রমাণ।
- বয়সের প্রমাণ।
- প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার প্রমাণ।
- জাতিগত শংসাপত্র যদি থাকে।
- কাজের ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতায় প্রমাণ যদি থাকে।
- সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা স্বরূপ একটি প্রমাণ।
আরও পড়ুন, মাত্র 800 টাকায় বুক করুন রান্নার গ্যাস, পাবেন ডবল ভর্তুকি।
Civic Volunteer Recruitment procedure
নিয়োগ পদ্ধতিঃ
নিয়োগ পদ্ধতি সম্পর্কে উপরেই বলে দেওয়া হয়েছে। যে সকল প্রার্থীরা এখানে আবেদন করবেন তাদেরকে কোন লিখিত বা অনলাইন পরীক্ষায় বসতে হবে না। প্রত্যেক প্রার্থীর আবেদন পত্র পাওয়ার পর যোগ্যতা অনুযায়ী তাদেরকে শর্টলিস্ট করে ডেকে নেওয়া হবে সরাসরি ইন্টারভিউয়ের জন্য। ইন্টারভিউ এর মাধ্যমে ভালোভাবে যাচাই করে উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ করা হবে কাজের জন্য।
আরও পড়ুন, অঙ্গনওয়াড়ির চাকরিতে আবেদনের আগে জেনে নিন এই নিয়ম।
Civic Volunteer Recruitment 2023 last date
আবেদনের গুরুত্বপূর্ণ তারিখঃ
এক্ষেত্রে আবেদন গ্রহণ করার কাজ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এই প্রক্রিয়া চলবে আগামী ১২ সেপ্টেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত। তাই ইচ্ছুক প্রার্থীরা আর অযথা দেরি না করে দ্রুত এখানে চাকরির জন্য আবেদন করে ফেলুন। কারণ এমন সুযোগ কিন্তু বারবার আসে না।
Written by Nabadip Saha.
Halo sir my name is Samit gorai , ami H.S PASS sports and computer certificate acha
Civil volunteer hote chai hoye ami amader Anchal Suraksha karte chai
Village- Tinna ,Post -Office Tinna ,Police station -Pandua, District -Hooghly ,Pin Code -712149
Yes
Hmmm I’ll do it
I am civill defence appda mitra
Civic volunteer hote chai
Ami amar poribarer pashe darate chai and amader anchal er problem salf korte chai
I want to be a civic volunteer and serve my area in properly….
I need a job , because I am jobless.
I need job
Ami civic volentear hota chi .ami 12 pass.amra khub gorib akta chakri hola valo hoy.amar dash ta vshon valo rakhbo.amar name SOUMITRA MISTRY.