প্রধানমন্ত্রী ভায়া বন্দনা যোজনায় সারা জীবন পেনশন দিচ্ছে সরকার, আবেদন করলেই নিশ্চিত পাবেন এই টাকা, কিভাবে দেখুন।

প্রধানমন্ত্রী ভায়া বন্দনা যোজনাতে নিজের এবং পরিবারের নাম লিপিবদ্ধ করে লাভবান হন।

বর্তমানে যেমনই থাকুক না কেন, ভবিষ্যতকে সুরক্ষিত করতে চায় সমাজের সকল স্তরের মানুষ।”প্রধানমন্ত্রী ভায়া বন্দনা যোজনা”- হল আমাদের আজকের আলোচনার এমনই একটি ইনভেস্টমেন্ট প্ল্যান। আর সাধারণ মানুষের এই উদ্দেশ্যকে সাকার করতে রাজ্যের পাশাপাশি কেন্দ্র সরকারও সজাগ দৃষ্টি রেখে চলেছে। নিজেদের ভবিষ্যতকে সুন্দর আর সুরক্ষিত করতে সাধারণ মানুষ তার নিজের অতি কষ্টার্জিত অর্থ সঠিক জায়গায় বিনিয়োগের খোঁজ করে থাকেন।

পিতা মাতা সন্তানের ভবিষ্যৎ গড়ে তোলার জন্য যেমন সদা সচেষ্ট থাকেন তেমনি একজন প্রতিষ্ঠিত সন্তান তার পিতা মাতার শেষ জীবনের কথাও ভেবে থাকেন। বর্তমানে বেশিরভাগই নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে বিশেষত দূর দূরান্তের কর্মক্ষেত্রের জন্য। তাই ভবিষ্যৎ জীবনে অবসরের পরে যাতে কার ওপরে নির্ভরশীল হতে না হয়, সেই দিকে নজর রেখে কেন্দ্র সরকার নিয়ে এসেছে এক নতুন প্রকল্প যার নাম – “প্রধানমন্ত্রী ভায়া বন্দনা যোজনা”।   

এই প্রকল্প হল- “প্রধানমন্ত্রী ভায়া বন্দনা যোজনা” বা PMVVY যা ভারতের প্রবীণ নাগরিকদের ভবিষ্যতকে যাতে সুরক্ষিত রাখা যায়, সেই দিকে লক্ষ্য রেখেই নিয়ে এসেছিল ২০১৭ সালের মার্চে। এই সকল প্রবীণ নাগরিকের আয় যাতে স্থির থাকে সেদিকে নজর দেওয়া হয়েছে। তবে কেন্দ্র এই প্রকল্পের একটি সময়সীমা নির্দিষ্ট করে দিয়েছে যা শেষ হচ্ছে আগামী বছর ৩১শে মার্চ, ২০২৩। অর্থাৎ, এক্ষেত্রে নিজেকে যুক্ত করার জন্য সময় বাকি মাত্র ৬ মাস।

“প্রধানমন্ত্রী ভায়া বন্দনা যোজনা” – স্কিমটি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া বা LIC এর মাধ্যমে বাস্তবায়িত হয়। এই প্ল্যান এর সময়সীমা হল ১০ বছর। ১০ বছরের মধ্যে বিশেষ প্রয়োজন ছাড়া এই টাকা তোলা যাবে না। এই ১০ বছরের মধ্যে যদি আবেদনকারীর মৃত্যু ঘটে তাহলে তার নমিনি সম্পূর্ণ টাকা ফেরত পেয়ে যাবেন। ভারতের নামী ব্যাঙ্কগুলির মধ্যে স্টেট ব্যাঙ্কের নাম না করলেই নয়, কারণ সারা ভারতে এই ব্যাঙ্কের গ্রাহকের সংখ্যা প্রায় ৫০ কোটির কাছাকাছি।

একবার বিনিয়োগে সারাবছর বসে খাবেন, এসে গেল LIC-র এই নয়া স্কিম! Best scheme!

স্টেট ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটের বিভিন্ন স্কিমে সুদের হার ৫-৬% এর মধ্যেই থাকে। তা যদি কোন প্রবীণ নাগরিক করেন তাহলে তা হয় ৬.২%। কিন্তু এই “প্রধানমন্ত্রী ভায়া বন্দনা যোজনা” বা PMVVY প্রকল্পে ২০২১-২২ আর্থিক বছরের জন্য প্রতি বছর 7.40% রিটার্নের নিশ্চিত হার দিচ্ছে। পরবর্তী বছরগুলিতে, স্কিমটি চালু থাকাকালীন, ৭.৭৫ এর সর্বোচ্চ সিলিং পর্যন্ত সিনিয়র সিটিজেন সেভিং স্কিম (SCSS) এর প্রযোজ্য হারের সাথে সামঞ্জস্য রেখে আর্থিক বছরের ১লা এপ্রিল থেকে নিশ্চিত রিটার্নের বার্ষিক রেট নির্ধারণ করবে।

এই প্ল্যানের নাম্বার হল- ৮৪২ এবং এর UAN নাম্বার হল- 512G311V01. এই “প্রধানমন্ত্রী ভায়া বন্দনা যোজনা” এর অধীনে পেনশন দেওয়ার পদ্ধতি হল মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক বা বার্ষিক। এই ভিত্তিতে গ্রাহকের দ্বারা জমা করা টাকার ওপর নিজের বেছে নেওয়া বিকল্পের উপর নির্ভর করে। স্কিমের অধীনে সর্বনিম্ন ক্রয় মূল্য হল ১০০০ টাকা। প্রতি মাসে ১০০০/- করে পেনশন পেতে আপনাকে ১,৬২,১৬২/- টাকা ডিপোজিট করতে হবে। আর আপনি এক্ষেত্রে সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা জমা করে প্ল্যান নিতে পারবেন। সেক্ষেত্রে আপনি প্রতি মাসের হিসেবে পাবেন ৯,২৫০/- টাকা।

SBI দিচ্ছে 25 লাখ টাকার সুবিধা, কারা পাবেন?

আর “প্রধানমন্ত্রী ভায়া বন্দনা যোজনা” স্কিমের আরও একটি সুবিধা আছে যে আপনি আপনার ইনভেস্টমেন্ট এর পরিমাণের ওপরে ভিত্তি করে নিজের যে কোন প্রয়োজনে লোন এর সুবিধা নিতে পারবেন। সেক্ষেত্রে আপনি ৩ বছর পরে এই সুবিধা পাবেন। নিজের জমা করা টাকার ওপরে ৭৫% পর্যন্ত লোণ পেয়ে যাবেন আর সেক্ষেত্রে সুদের পরিমাণ নির্ভর করবে আপনার ইনভেস্টমেন্টের সময়কালের ওপরে।

এই প্রকল্পে অর্থাৎ “প্রধানমন্ত্রী ভায়া বন্দনা যোজনা” – তে সর্বোচ্চ ১৫ লক্ষ টাকাই বিনিয়োগ করা যায়। তবে আপনি নিজের পরিবারের অন্যান্য সদস্যদের নামে করতে পারেন। সেক্ষেত্রে আপনি কোন এজেন্ট বা সরাসরি LIC এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেই আবেদন করতে পারবেন। এমন আরও সুখবরের সন্ধান পেতে আমাদের সাথে থাকুন।
Written and Edited by Mukta Barai.

সুখবর বাংলা

Leave a Comment