WBCHSE HS Result Scrutiny 2022 – এবারের উচ্চমাধ্যমিকে কবে এবং কিভাবে করা যাবে রিভিউয়ের জন্য আবেদন? New Big Update.
WBCHSE HS Result Scrutiny 2022 – কবে পাওয়া যাবে হাতে মার্কশীট? কি জানালো পর্ষদ?
আজ প্রকাশিত হলো এবছরের উচ্চমাধ্যমিকের ফলাফল (WBCHSE HS Result Scrutiny 2022)। এবছর ৪৪ দিনের মাথায় প্রকাশ পেল উচ্চমাধ্যমিকের রেজাল্ট। এবার পরীক্ষা দিয়েছিলেন প্রায় সাড়ে ৭ লক্ষ পরীক্ষার্থী। অতিমারীর কারণে পরীক্ষা নেওয়া হয়েছিল হোম সেন্টারেই। ফলাফল প্রকাশের পরেও মার্কশীট হাতে পাননি কোনো পরীক্ষার্থী।
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানা গেছে, মার্কশীট হাতে পেতে এখনো সময় লাগবে ১০ দিন। অর্থাৎ হাতে রেজাল্ট পাওয়া যাবে আগামী ২০ জুন। ইতিমধ্যেই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা দুপুর ১২ টা থেকে ফলাফল (WBCHSE HS Result Scrutiny 2022) অনলাইনে দেখতে পেয়েছেন। শুধুমাত্র ওয়েবসাইটের মাধ্যমে নয় এসএমএসের মাধ্যমেও জানানো হয়েছে উচ্চমাধ্যমিকের ফলাফল।
প্রতিবছর উচ্চমাধ্যমিক ফলাফল প্রকাশের দিনই হাতে পেয়ে যান পরীক্ষার মার্কশীট (WBCHSE HS Result Scrutiny 2022)। তবে এবারে ঘটল অন্যথা। স্বভাবতই মার্কশীট হাতে দেরিতে পাওয়ার ফলে কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হবে দেরিতে। কিভাবে পাওয়া যাবে মার্কশীট? সংসদ সূত্রে জানানো হয়েছে, আগামী ২০ জুন অর্থাৎ সোমবার নির্দিষ্ট ক্যাম্প অফিসের প্রতিনিধিদের হাতে মার্কশীট ও সার্টিফিকেট তুলে দেওয়া হবে।
পর্ষদ সূত্রে আরও জানানো হয়েছে, ইতিমধ্যেই দ্রুতগতিতে চলছে পরীক্ষার্থীদের মার্কশীট এবং সার্টিফিকেট প্রিন্টের কাজ। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে পরীক্ষায় যেমন ফলাফল আশা করেছিলেন মার্কশীট হাতে পাওয়ার পর তেমন প্রতিচ্ছবি ফুটে ওঠেনি। সেক্ষেত্রে নির্দ্বিধায় পরীক্ষার্থীদের চাইলেই করতে পারেন নির্দিষ্ট বিষয়ে স্কুটিনি।
পর্ষদ সূত্রে জানানো হয়েছে ২০ জুন পরীক্ষার মার্কশীট এবং সার্টিফিকেট হাতে পাওয়ার পর থেকে আগামী ১৫ দিনের জন্য করা যাবে স্কুটিনি অর্থাৎ রিভিউয়ের জন্য আবেদন। সমস্ত রিভিউ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে অনলাইনে। ২০ জুন মধ্যরাত থেকেই করা যাবে রিভিউয়ের জন্য আবেদন। (WBCHSE HS Result Scrutiny 2022)
45 কোটি SBI গ্রাহকদের সতর্ক করে দিলো ষ্টেট ব্যাংক কর্তৃপক্ষ, দায় নেবেনা ব্যাংক
অনলাইনে আবেদনের পাশাপাশি সম্পূর্ণ পেমেন্ট করতে হবে অনলাইনের মাধ্যমেই। এক্ষেত্রে আবেদনকারীরা ইউপিআই, ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে করতে পারবেন পেমেন্ট। উচ্চমাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত অন্যান্য খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manisha Basak.
উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখতে এখানে ক্লিক করুন, PDF Download Direct Link