পড়ুয়াদের জন্য সরকারি, বেসরকারি স্কলারশিপ (PNB Scholarship) রয়েছে। এইসমস্ত স্কলারশিপ পেয়ে দরিদ্র অথচ মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশুনা চালিয়ে যেতে পারে। মেধাবী ছাত্রছাত্রী যখন অর্থের অভাবে পড়াশুনা চালিয়ে যেতে পারেনা তাদের উদ্দেশ্যে এই স্কলারশিপ চালু করা হয়েছে। তেমনি একটি স্কলারশিপ হলো PNB Scholarship তথা পি এন বি স্কলারশিপ। অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পক্ষ থেকে এই স্কলারশিপ আয়োজন করা হয়েছে। আপনিও কি স্কলারশিপে আবেদন করার জন্য ভাবছেন তাহলে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
How to Apply Online PNB Scholarship Get 40,000 RS
- আবেদন যোগ্যতা
- টাকার পরিমাণ
- আবেদনের শর্ত
- প্রয়োজনীয় নথি
- আবেদন পদ্ধতি
- নির্বাচন প্রক্রিয়া
আবেদন যোগ্যতা
যে সমস্ত ছাত্রছাত্রীরা ৬০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়ে থাকেন তারা এই PNB Scholarship তথা পি এন বি স্কলারশিপে আবেদন যোগ্য।
টাকার পরিমাণ
এই PNB Scholarship তথা পি এন বি স্কলারশিপে আপনি ৪০ হাজার টাকা পর্যন্ত পাবেন। বিভিন্ন শ্রেণীতে টাকার পরিমাণ ভিন্ন। নবম শ্রেণী থেকে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। কোন ক্লাসে কত টাকা পাবে জেনে নিন?
- নবম ও দশম শ্রেণীর পড়ুয়ারা বার্ষিক পেয়ে যাবেন ৫০০০ টাকা
- একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা বার্ষিক পাবেন ৬২৫০ টাকা করে।
- যারা পড়ছেন বিটেক তাদের জন্য বার্ষিক ৪০ হাজার টাকা দেওয়া হবে।
- যে সমস্ত পড়ুয়ারা রয়েছেন আন্ডারগ্রাজুয়েট তাদের জন্য দেওয়া হবে বার্ষিক ৩০ হাজার টাকা করে।
- এছাড়াও স্নাতকোত্তর এবং এমটেক পড়ুয়ারা পেয়ে যাবেন বার্ষিক ৪০,০০০ টাকা।
- আইটিআই পড়ুয়াদের জন্য বার্ষিক ১৫০০০ টাকার সুবিধা থাকছে।
- যে সমস্ত ছাত্র ছাত্রীরা ডিপ্লোমা কোর্স করছেন তাদের দেওয়া হবে ২৫ হাজার টাকা।
আবেদনের শর্ত
- ৬০ শতাংশের বেশি নম্বর নিয়ে অষ্টম শ্রেনী পাস করতে হবে। PNB Scholarship তথা পি এন বি স্কলারশিপের আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় ৩ লক্ষ টাকার কম হতে হয়।
- নবম শ্রেণীতে যারা আবেদন করতে চান তাদের অষ্টম শ্রেণীর ন্যূনতম ষাট শতাংশ নম্বর পেয়ে পাস করতে হবে। আবেদনকারীর বার্ষিক পারিবারিক আয় তিন লক্ষ টাকার কম হতে হবে অবশ্যই।
- একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে যারা আবেদন করতে চান তাদের দশম শ্রেণীতে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর রাখতে হবে।
- যে সমস্ত ছাত্র-ছাত্রীরা বিটেক করছেন তাদের অবশ্যই দশম এবং দ্বাদশ শ্রেণীতে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। সেইসাথে একটি ডিপ্লোমা কোর্সও।
- যে সমস্ত ছাত্র-ছাত্রীরা আইটিআই করছেন তাদের দশম শ্রেণীতে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর রাখতে হবে। যে সমস্ত ছাত্রছাত্রীরা এম থেকে রয়েছেন তাদের দশম এবং ডিপ্লোমাতে ন্যূনতম রাখতে হবে ৬০ শতাংশ নম্বর রাখতে হবে।
- স্নাতকোত্তর এবং আন্ডার গ্রাজুয়েট ছাত্র-ছাত্রীদের দশম দ্বাদশ ডিপ্লোমাতে অবশ্যই রাখতে হবে ৬০% নম্বর। অর্থাৎ যে শ্রেণীতে ভর্তি হোকনা কেন আগের শ্রেণীতে পরীক্ষার নম্বর ৬০ পার্সেন্ট হতে হবে।
প্রতিমাসে 3000 টাকা পেতে এখনি প্রধানমন্ত্রীর এই স্কলারশিপে আবেদন করুন।
প্রয়োজনীয় নথি
এই PNB Scholarship তথা পি এন বি স্কলারশিপে আবেদনের জন্য যে সমস্ত নথি গুলো প্রয়োজন সেগুলো হলো
- আবেদনকারীর ছবি
- পরিচয় এর প্রমাণ পত্র আইডি কার্ড
- বাসস্থান প্রমাণপত্র
- স্টুডেন্ট ব্যাংক পাস বই
- গত শিক্ষা বর্ষের মার্কশিট
- চলতি বছরের ফি রশিদ
- পড়াশুনায় ভর্তির চিঠি
- সর্বশেষে উত্তীর্ণ পরীক্ষার মার্কশীট।
আবেদন পদ্ধতি
- এই PNB Scholarship তথা পি এন বি স্কলারশিপে আবেদন করার জন্য আবেদনকারীকে সর্বপ্রথম যেতে হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের হাউজিং ফাইন্যান্স ওয়েবসাইটে।
- এরপর হোমস্ক্রিনে খুলে যাবে স্কলারশিপের তালিকা।
- এরপর আবেদনের ফ্রম আসবে সেটা পূরণ করে সাবমিট অপশনে ক্লিক করতে হবে।
- প্রয়োজনীয় নথি স্ক্যান করে আপলোড করতে হবে।
পশ্চিমবঙ্গের পড়ুয়ারা 12 থেকে 18 হাজার টাকা পাবেন মাধ্যমিক পাশ করলেই! কিভাবে আবেদন করবেন?
নির্বাচন প্রক্রিয়া
- PNB Scholarship তথা পি এন বি স্কলারশিপে আবেদনকারীদের ফ্রম যাচাইকরণ করা হবে।
- সেইসাথে আর্থিক অবস্থার বিচার করা হবে।
- দুটোই যাদের উপরের শর্তের সাথে মিলে যাবে তাদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।
- সবশেষে বৃত্তি পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত ফলাফল ঘোষনা করা হবে।
আপনিও যদি এই PNB Scholarship তথা পি এন বি স্কলারশিপের সুবিধা নিতে চান উপরের পদ্ধতি অবলম্বন করে আবেদন করুন। এই PNB Scholarship তথা পি এন বি স্কলারশিপে পড়ুয়াদের ভবিষ্যত গড়ে তোলায় অভূতপূর্ব ভূমিকা পালন করে।